এই পৃথিবীর মধ্যে ছিল
হাজার-হাজার মানুষ, বাড়ি,
ফুলবাবু আর দিনভিখারি,
অরণ্য, পথ, নদী, পাহাড়
রৌদ্র, জ্যোৎস্না, কুজঝটি আর
আকাশ জুড়ে অজস্র রং।
খানিকটা তার গদ্যে এবং
খানিকটা তার পদ্যে ছিল।
এই পৃথিবীর মধ্যে ছিল
অনন্ত এক শীতলপাটি।
অনেক দাঙ্গা ঝগড়াঝাঁটি
পার হয়ে তাই ভালোবাসা
জাগিয়েছিল অনেক আশা,
ফুটিয়েছিল অজস্র রং।
খানিকটা তার গদ্যে এবং
খানিকটা তার পদ্যে ছিল।