কাকা বললেন, “সেতু কি আর
বানরসেনাই খালি
বানিয়েছিল? সঙ্গে ছিল
ছোট্ট কাঠবেড়ালি।
ছোট্ট এবং শান্ত, আবার
দায়িত্বশীল অতি,
তার গায়ে হাত বুলিয়েছিলেন
তাই তো রঘুপতি।
তাই তো গায়ে কাঠবেড়ালির
ফুটল সাদা ডোরা,
রামায়ণের গল্পটা তো
সবাই জানিস তোরা।”

“জানি, কিন্তু এও জানি যে,
কাঠবেড়ালিটার
সঙ্গে ছিল জেবরা এবং
বেঙ্গলি টাইগার।”
ছোটনবাবুর জবাব শুনে
ঢোক গিলে কন কাকা,
“জেবরা কেন থাকবে, কিংবা
সোঁদরবনের বাঘা?”.
ছোটন বলে, “ছিলই, নইলে
জেবরা এবং বাঘের
শরীর কীসে ভর্তি হল
লম্বা লম্বা দাগে?
গায়ের উপর হাত বুলিয়ে সঙ্গী
রাম তাদেরও আদর
করেছিলেন বলেই তারাও
নকশা-কাটা চাদর
গায়ে দিয়ে ঘুরছে, তুমি
বুঝলে ছোটকাকু–
কাঠবেড়ালির সঙ্গে ছিল
জেবরা এবং বাঘু।”