তোমরা যদি
ফুলের মতো ফুটতে পারো
নদীর মতো ছুটতে পারো
চাঁদের মতো উঠতে পারো
বাতাস হয়ে লুটতে পারো
দল বেঁধে সব জুটতে পারো
তবে
এই পৃথিবী সত্যি মধুর
হবে!

তোমরা যদি
পাখির মতো উড়তে পারো
মেঘের মতো ঘুরতে পারো
আনন্দে গান জুড়তে পারো
সুখের খনি খুঁড়তে পারো
দুখের পাহাড় ফুঁড়তে পারো
বুকের মায়ায় মুড়তে পারো।
তবে
নাচবে বিশ্ব বাঁচার বিজয়
রবে!

তোমরা যদি
ঢেউয়ের মতো ফুলতে পারো
খুশির দোলায় দুলতে পারো
হৃদয়-দুয়ার খুলতে পারো
আশার আবির গুলতে পারো
দ্বন্দ্ব-বিভেদ ভুলতে পারো
তৃপ্ত-তুফান তুলতে পারো
তবে
সুখের স্বর্গ নামবে দুখের
ভবে!

তোমরা যদি
সত্যের পথ ধরতে পারো
শঠের সাথে লড়তে পারো
পাহাড়-চুড়োয় চড়তে পারো
সব বাধা জয় করতে পারো।
ভালোবাসায় ভরতে পারো
সোনার স্বদেশ গড়তে পারো
তবে
ফুটবে গোলাপ সবার বুকের
টবে!