টেলিগ্রাফের তারে দোল খায়
কুচকুচে কালো ফিঙে।
ছবিটা দেখেই মন ছুটে যায়
দিঘায়, দার্জিলিঙে।
তোমরা তো কেউ সমুদ্রে ঢেউ
গুনছ, কেউ বা পাহাড়ে
বেড়াচ্ছ, আর বিমুগ্ধ কেউ
মেঘের বর্ণ বাহারে।
কেউ বা বাক্স বিছানা নিচ্ছ
গোছ করে তাড়াতাড়ি
কেউ বা মধ্যরাত্রে দিচ্ছ
ফারাক্কা ব্রিজ পাড়ি।
যেখানেই যাও, ভালো থাকা চাই
তার জন্যই তো যাওয়া
জানিয়ে দিচ্ছে এই কথাটাই
ছুটির দিনের হাওয়া।