নারদ মুনির বাহন ছিল ঢেঁকি,
আজ মুনিবর চোখের সামনে নেই;
তা না-ই থাকুন, ঊর্ধ্বে তাকালেই
বাহনটিকে দিব্যি সবাই দেখি।
জ্যৈষ্ঠ আষাঢ় মাঘ কি অগ্রহায়ণ
আকাশে চোখ রাখলে আমরা ক’ডাই
এবং পাড়াসুদ্ধ এখন সবাই
দেখছি ওড়ে নারদ-মুনির বাহন।
খাটিয়ে মাথা, এবং গায়ে খেটে
দুই ধারে ওর লাগিয়ে দুটি ডানা
বানিয়ে কলিযুগের ঢেঁকিখানা
মানুষ গিয়ে ঢুকেছে ওর পেটে।
সত্যি নারদ-মুনির দেখাদেখি
মানুষ ওড়ার স্বপ্ন দেখেছিল?
তা হলে নেই সন্দেহ একতিলও।
এরোপ্লেনই উড়ন্ত সেই ঢেঁকি।