বনের ধারে নদী
নদীর ধারে চর,
চরের ধারে ওই দেখা যায়।
ছোট্ট মেয়ের ঘর।

চরের ধুলোয় কাটত আমার
সকাল সন্ধেবেলা,
নদীর সঙ্গে জমত কথা
চড়তে চড়তে ভেলা!

নদীই আমার বন্ধু ছিল
আর ছিল না কেউ,
নদীর ঘাটে বসে থাকতুম
গুণতে নদীর ঢেউ।

এখন আমি অনেক দূরে
খেলব কখন খেলা?
সেই নদীটা আজও ডাকে
সকাল সন্ধেবেলা।