ও গাছ শোনো, বন্ধু তুমি আমার
গাছ তাকে বলে, আমি তোমার সখা
নয়তো সোনা, নয়তো রুপো তামার
বাকল আমার রুক্ষ রোদে সেঁকা।
পাখির সঙ্গে চলে এমনি আলাপ
গাছের বন্ধু পাখি সেটা জানে
শাখায় পাতায় ছায়াতে ছয়লাপ
বন্ধু দুজন বুঝে নেয় তার মানে।
মানুষ যদি এই কথাটা বোঝে
গাছ তো তারও জীবনপথের সাথী
তারই জন্য সব দিয়ে সে নিজে
মাটির তলায় শেকড় আছে পাতি।
শহর গাঁয়ের গাছ দিচ্ছে কেটে
জলাভূমির করছে সর্বনাশ
পাখির ঠোঁটে খবর গেছে রটে
আর দেরি নয়, আসছে মরুর ত্রাস।
বাঁচতে চাইলে মানুষ তোমরা শোনো
গাছ ও পাখি জলাভূমির বিকল্প নেই কোনো।