সেই মেয়েটি নাচছিল বেশ
সেই ছেলেটি যেই
বলল তাকে ‘চল্ ছুটে যাই
অসীম অনন্তেই।’
একটু রেগে সেই মেয়েটি
বলল, ‘শোনো ভাই
বেশ তো আছি আনন্দেতে
গোল করো না তাই।’
ফুঁসল রাগে সেই ছেলেটি
ভীষণই গড়বড়
হঠাৎ দেখি উদয় হলো
দারুণ জোরে ঝড়।
সেই মেয়েটি ভয়েই কালো
কান্না হলো শেষে
উথাল-পাথাল ঝড়ও হঠাৎ
থামল অবশেষে।
সেই মেয়েটি উধাও হলো
মেঘ ছিল তার নাম
সেই ছেলেটির নাম যে বাতাস
বলেই ফেললাম ৷৷