তোকে আজ প্রথম হতে হবে খোকা
ইংরাজি, বাংলায়
তোকে আজ প্রথম হতে হবে খোকা
আবৃত্তি, ছবি আঁকায়।
তোকে আজ প্রথম হতে হবে খোকা
খেলায়, ইতিহাসে
তোকে আজ প্রথম হতে হবে খোকা
পরীক্ষায় প্রতিমাসে।
তোকে আজ প্রথম হতে হবে খোকা
কম্পিউটারে, গানে
তোকে আজ প্রথম হতে হবে খোকা
সমাজে অর্থ-সম্মানে।
তোকে আজ প্রথম হতে হবে খোকা
বাঁচাতে মা-বাবার মান,
তোকে আজ প্রথম হতে হবে খোকা
ধরেছি ইঁদুর-দৌড় তান।