![দোলনা (কবিতা)- দীনেশ দাশ 1 Instanotes](https://instanotes.in/wp-content/uploads/2023/08/InShot_20230804_192800528_lQkf10Y71J-scaled.jpeg)
আজকে ছোট দোলনাখানি বুলিয়ে দাও
ঘুমের চামর বুলিয়ে দাও
জীবনদোলা দুলিয়ে দাও।
নীল আকাশের নীলগুলি সব নিয়ে আলো
নতুন মেঘের সজল কালো মন-ভুলানো
নিংড়ে আলো
হাজার কচি করুণ চোখে মেঘের কাজল বুলিয়ে দাও
ককিয়ে-ওঠা কান্নাগুলি ভুলিয়ে দাও
আজকে ছোট দোলনাগুলি দুলিয়ে দাও।
আজকে দেশের এ-প্রান্তরে
তেপান্তরে
হাজার শত দেবতা-শিশু ককিয়ে মরে
অনাবৃত অনাদৃত
জীবন্মৃত স্তূপীকৃত।
আজকে পথে নীড়-হারানো
হাজার হাজার নতুন জীবন কুড়িয়ে আনো
কুড়িয়ে আলো
হাজার কচি শুকনো চোখে মায়ার কাজল বুলিয়ে দাও
কান্নাহাসির দোলনাখানি দুলিয়ে দাও।