ব’সে ব’সে অঙ্ক ক’ষে পারি নে আর ভাই,
কিছুতে আর অ্যান্সারটা মিলছে না যে ছাই।
যোগ ক’রে মিলল না যখন,
বিয়োগ ক’রে দেখনু তখন,
একে একে গুণ ভাগও ত ক’রতে ছাড়ি নাই,
কিছুতে যে মিলছে না, তার উপায় কোথা পাই!

অঙ্ক নিয়েই খেটে খেটে
সারা সকাল গেল কেটে,
ইংরাজিটা কখন করি,
গ্রামারই বা কখন পড়ি,
কখন করি হাইজিন আর জিওগ্রাফিটাই!
মরুকগে’ আর সবকে পারি,
অঙ্ক নিয়েই মারামারি,
মাস্টারটা বড় খেঁকি,
আমার ব্যথা বুঝবে সে কি!
ছাত্রের কষ্ট দুঃখু ভেবে,
নিজে কি তাই বুঝিয়ে দেবে?
জানে কেবল কানে ধ’রে দাঁড় করানোটাই!

একটি ঐ মাস্টারের জ্বালায়,
কোনও ছেলে স্বস্তি না পায়,
ও-ও এসেছে ইস্কুলে নে’ অখণ্ড পেরমাই!
তাই মনেতে করেছি ঠিক,
জানলি বিরু, জানলি ফটিক,
জ্বালিয়ে দিয়ে এরিথমেটিক, পালিয়ে কোথাও যাই।