আগডুম ঘোড়া বাগডুম ঘোড়া
পিঠের উপর রাজপুত্ররা
যাচ্ছে যাচ্ছে এবং যাচ্ছে
জ্যোৎস্না তাদের পথ দেখাচ্ছে।
পেরিয়ে মুলুক ছাড়িয়ে তালুক
আলুক শালুক শেয়াল ভালুক
গাছের মাথায় ঝুলছে কারা
ছায়ার মতন প্রেতাত্মারা?
অনেকদিন রাজপুত্তুর খাইনি
থামায় ঘোড়া দশটা ডাইনি
তরোয়ালরা যেই না বেরোয়
ডাইনিগুলো পগার পেরোয়।
ক্ষীরের নদী হিরের পাহাড়
পান্না চুন্নী রান্না আহার
রাজপুত্ররা খুঁজছে কাকে
অচিনপুরের রাজকন্যাকে
যাচ্ছিলো মন যাখ্ খুশিতে
রাক্ষস এবং রাক্ষুসিতে
ব্যাঙ্গমিরা কোথায় থাকে?
প্রশ্ন করো ব্যাঙ্গমাকে
চাদের ডিঙি মেঘের পাড়া
দাঁড়িয়ে আছেন রাজকন্যারা
নটে গাছ টাছ মুড়োয় না
রূপকথারাও ফুরোয় না।
রূপকথা (কবিতা) – দীপ মুখোপাধ্যায়
Related Posts
স্বপ্ন কবে সত্যি হবে(কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার
তোমরা যদিফুলের মতো ফুটতে পারোনদীর মতো ছুটতে পারোচাঁদের মতো উঠতে পারোবাতাস হয়ে লুটতে পারোদল বেঁধে সব জুটতে পারোতবেএই পৃথিবী সত্যি মধুরহবে! তোমরা যদিপাখির মতো উড়তে পারোমেঘের মতো ঘুরতে পারোআনন্দে গান…
জলছবি (কবিতা)- ভবানীপ্রসাদ মজুমদার
ওই যে হোথায় নদীর বুকে ভাসছে গাঁদাফুলওইখানেতেই ছিল আমাদের প্রাইমারি ইসকুল।আর ওই যে বাঁদিক-পানে ভাসছে ছেঁড়া-শাড়িওইখানটায় বলি শোনো হায়,ছিল আমাদের বাড়ি। বাড়ির পাশেই সবজি-বাগান, বিশাল খেলার মাঠডানদিকে ঠায় এগিয়ে গেলেই…