আগডুম ঘোড়া বাগডুম ঘোড়া
পিঠের উপর রাজপুত্ররা
যাচ্ছে যাচ্ছে এবং যাচ্ছে
জ্যোৎস্না তাদের পথ দেখাচ্ছে।
পেরিয়ে মুলুক ছাড়িয়ে তালুক
আলুক শালুক শেয়াল ভালুক
গাছের মাথায় ঝুলছে কারা
ছায়ার মতন প্রেতাত্মারা?
অনেকদিন রাজপুত্তুর খাইনি
থামায় ঘোড়া দশটা ডাইনি
তরোয়ালরা যেই না বেরোয়
ডাইনিগুলো পগার পেরোয়।
ক্ষীরের নদী হিরের পাহাড়
পান্না চুন্নী রান্না আহার
রাজপুত্ররা খুঁজছে কাকে
অচিনপুরের রাজকন্যাকে
যাচ্ছিলো মন যাখ্ খুশিতে
রাক্ষস এবং রাক্ষুসিতে
ব্যাঙ্গমিরা কোথায় থাকে?
প্রশ্ন করো ব্যাঙ্গমাকে
চাদের ডিঙি মেঘের পাড়া
দাঁড়িয়ে আছেন রাজকন্যারা
নটে গাছ টাছ মুড়োয় না
রূপকথারাও ফুরোয় না।