ইচ্ছে হলেই বাঘ হব আর
ইচ্ছে হলেই হাতি
ইচ্ছে হলেই চশমা বাঁদর
কিংবা বাঘের নাতি।
ইচ্ছে হলেই সিংহ হব
জিরাফ হনুমান
বলতে পারো কেমন করে
একটু অনুমান—
চতুর্দিকে হরেক মুখোশ
দত্যি এবং দানো
মুখোশ দেখে গাবুল হাসে
হাসে সুপারম্যান-ও।
মুখোশ মুখোশ খেলতে মজা
দেখতে চমৎকার
মুখোশটাকে খুলেই দেখো
মুখ কি আছে তার?