ভগবানের কাছেই আমার
আর্জি নম্বর পয়লা-
কেউ ফর্সা, কেউ পীতকায়,
কেউ-বা ভুসো কয়লা!
এ কী বিচার? — খিদের জ্বালায়
কেউ-বা খেতে পায় না!
কেউ-বা খেয়ে পেটটা ফোলায়,
বেশিও খেতে চায় না।
কেউ-বা হলেন ধনের কুবের,
কেউ-বা টাকার কুমির;
কেউ হ’য়ে যান্ মহান্ নেতা
রাজ্য-রণভূমির।
সব বিচারই গোলমেলে আজ,
বিচার তুলাদণ্ডে ?
কূটকচালির মজার জগৎ
বিশ্ব-ভূমিখণ্ডে৷
জ্ঞান-বিজ্ঞান আশার আলোয়
ভরিয়ে দিলো বিশ্ব;
প্রেম-প্রীতিহীন আজকে মানুষ
এত পেয়েও নিঃস্ব!
তবু জানি মানুষ আছে
স্বপ্ন তাদের চক্ষে;
বিশ্বচিন্তা উথালপাতাল
—ভালোবাসা বক্ষে।
আর্জি (কবিতা)- বিমল মৈত্র
Related Posts
স্বপ্ন কবে সত্যি হবে(কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার
তোমরা যদিফুলের মতো ফুটতে পারোনদীর মতো ছুটতে পারোচাঁদের মতো উঠতে পারোবাতাস হয়ে লুটতে পারোদল বেঁধে সব জুটতে পারোতবেএই পৃথিবী সত্যি মধুরহবে! তোমরা যদিপাখির মতো উড়তে পারোমেঘের মতো ঘুরতে পারোআনন্দে গান…
জলছবি (কবিতা)- ভবানীপ্রসাদ মজুমদার
ওই যে হোথায় নদীর বুকে ভাসছে গাঁদাফুলওইখানেতেই ছিল আমাদের প্রাইমারি ইসকুল।আর ওই যে বাঁদিক-পানে ভাসছে ছেঁড়া-শাড়িওইখানটায় বলি শোনো হায়,ছিল আমাদের বাড়ি। বাড়ির পাশেই সবজি-বাগান, বিশাল খেলার মাঠডানদিকে ঠায় এগিয়ে গেলেই…