উড়োজাহাজের হয়ে
যে যা-ই বলুক,
রেলগাড়িতেই জানি
সবচেয়ে সুখ।
ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক…

আগে থেকে থাকে যদি
রিজারভেশন,
দেখতে দেখতে যাব
হরেক স্টেশন।
ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক…

ভাঁড়ে চা খাওয়ার সুখ
আকাশে তো নেই,
তার স্বাদ মেলে শুধু
রেলগাড়িতেই।
ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক…..

এক পা হাঁটুতে তুলে
আর-এক পায়ের
চুমুক লাগার ভাঁড়ে
গরম চায়ের।
ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক…

কত লোক, মাঠঘাট,
কত ঘরবাড়ি,
পুকুরের ধারে ধারে
সুপুরির সারি।
ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক…

সাতটা দিনের ছুটি
যদি পাওয়া যায়,
তবে কালই চলে যাব
শিমুলতলায়।
ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক…

রোগা নদী, শালবন,
লাল মাটি, আর
উটের কুঁজের মতো
ছোট্ট পাহাড়।
ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক…

সেইখানে যেতে-যেতে
দেখব যে, দূর
দিগন্তে ডুবে যায়
সূয্যিঠাকুর।
ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক…