নয়ন ভায়ার ইচ্ছে ভারি
হাঁকিয়ে দিয়ে বাবার গাড়ি
এই ছুটিতে তিনপাহাড়ি
সবাই মিলে যাবে।
পাহাড়তলির মস্ত ধরম্-
শালায় উঠে গরমাগরম
ক্ষুন্নিবারক পেট্রাভরম
ডাল-পরোটা খাবে।
সঙ্গে আলুর দম পেলে তো
নেই কথা, কী বলব, সে তো
নয়ন ভায়ার অভিপ্রেত
সবার সেরা খানা।
পইসা ফেলে ভঁইসা ঘিয়ে
চৌকিদারের বউকে দিয়ে
তা-ই বানিয়ে সব সাঁটিয়ে
ঘুম দেবে একটানা।
তিনপাহাড়ি জায়গা ভাল,
কিন্তু ইলেক্টিরির আলো
নেই কিনা, তাই ধুমসো কালো
ভূতগুলো সেইখানে,
অন্ধকারে গা মিশিয়ে
ডাকবে তোমায় ফিসফিসিয়ে।
নয়ন বলে, কোন্ দিশি এ
কথা, কী এর মানে?
কেউ বলে না কিচ্ছু খুলে,
দেখায় না কেউ পর্দা তুলে
জায়গা কোথায় গণ্ডগুলে
নিষেধ কোথায় যাওয়া।
তাই বলি, ভাই, প্রাণটা তো রাখ্,
ডাল-পরোটা মুলতুবি থাক্,
এই ছুটিতে চল্ খাওয়া যাক্
দার্জিলিঙের হাওয়া।