-‘নাম কি তোমার?’—‘রাজা রে?’
—’যাচ্ছো কোথায় ?’—‘বাজারে।
—‘কিনবে কী কী?’—‘বীন আলু।’
–‘রাঁধবেটা কী?’—‘ভিনদালু।’
—‘তোমরা বুঝি নিরামিষ?’
‘ঠিক সেটা নয়, কী জানিস্,
দেশটা বড্ড পুয়োর কিনা?
মাংস নেইকো শুয়োর বিনা।’
— মাছ আছে তো, সরল পুঁটি ??
——কালই খেলাম আস্ত দুটি।
—আজকে মেনু নিম বেগুন—
মাসটা কিনা চোত্-ফাগুন?
আসবি নাকি, ডিনারে?
গিন্নি আমার, রীণা রে,
ভিনদালুতে এক্সপারট—’
—’আসবো বৈকি, নেক্সটবার।
আজকে খাবো বাড়িতেই
ভাত ফুটছে হাঁড়িতে।’
ডিনারে(কবিতা)- নবনীতা দেব সেন
Related Posts
স্বপ্ন কবে সত্যি হবে(কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার
তোমরা যদিফুলের মতো ফুটতে পারোনদীর মতো ছুটতে পারোচাঁদের মতো উঠতে পারোবাতাস হয়ে লুটতে পারোদল বেঁধে সব জুটতে পারোতবেএই পৃথিবী সত্যি মধুরহবে! তোমরা যদিপাখির মতো উড়তে পারোমেঘের মতো ঘুরতে পারোআনন্দে গান…
জলছবি (কবিতা)- ভবানীপ্রসাদ মজুমদার
ওই যে হোথায় নদীর বুকে ভাসছে গাঁদাফুলওইখানেতেই ছিল আমাদের প্রাইমারি ইসকুল।আর ওই যে বাঁদিক-পানে ভাসছে ছেঁড়া-শাড়িওইখানটায় বলি শোনো হায়,ছিল আমাদের বাড়ি। বাড়ির পাশেই সবজি-বাগান, বিশাল খেলার মাঠডানদিকে ঠায় এগিয়ে গেলেই…