-‘নাম কি তোমার?’—‘রাজা রে?’
—’যাচ্ছো কোথায় ?’—‘বাজারে।
—‘কিনবে কী কী?’—‘বীন আলু।’
–‘রাঁধবেটা কী?’—‘ভিনদালু।’
—‘তোমরা বুঝি নিরামিষ?’
‘ঠিক সেটা নয়, কী জানিস্,
দেশটা বড্ড পুয়োর কিনা?
মাংস নেইকো শুয়োর বিনা।’
— মাছ আছে তো, সরল পুঁটি ??
——কালই খেলাম আস্ত দুটি।
—আজকে মেনু নিম বেগুন—
মাসটা কিনা চোত্-ফাগুন?
আসবি নাকি, ডিনারে?
গিন্নি আমার, রীণা রে,
ভিনদালুতে এক্সপারট—’
—’আসবো বৈকি, নেক্সটবার।
আজকে খাবো বাড়িতেই
ভাত ফুটছে হাঁড়িতে।’