রাত যেই নেমে আসে
স্বপ্নের ফেরিঅলা
জানালার কাছে এসে দাঁড়াবেই!
উঁকি দিয়ে তারপর
চোখ ভরে ঘুম এনে
খুশি খুশি ঘুম যেন পাড়াবেই!
টিপ্টিপ্ তারাদের
ঝিল্মিল্ আলো ছুঁয়ে
ঘুম এসে চোখে নামে যখুনি;
স্বপ্নের ফেরিঅলা
ঝুলি তার মেলে ধরে
স্বপ্ন ছড়িয়ে দেয় তখুনি!
সারারাত তারপর
স্বপ্ন কুড়িয়ে শুধু
চেনা-অচেনায় যাওয়া হারিয়ে!
রাত নামলেই তাই
খুশি খুশি মন সেই
জানালায় চোখ দেয় বাড়িয়ে!
রাত যেই নেমে আসে (কবিতা)- নির্মলেন্দু গৌতম
Related Posts
স্বপ্ন কবে সত্যি হবে(কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার
তোমরা যদিফুলের মতো ফুটতে পারোনদীর মতো ছুটতে পারোচাঁদের মতো উঠতে পারোবাতাস হয়ে লুটতে পারোদল বেঁধে সব জুটতে পারোতবেএই পৃথিবী সত্যি মধুরহবে! তোমরা যদিপাখির মতো উড়তে পারোমেঘের মতো ঘুরতে পারোআনন্দে গান…
জলছবি (কবিতা)- ভবানীপ্রসাদ মজুমদার
ওই যে হোথায় নদীর বুকে ভাসছে গাঁদাফুলওইখানেতেই ছিল আমাদের প্রাইমারি ইসকুল।আর ওই যে বাঁদিক-পানে ভাসছে ছেঁড়া-শাড়িওইখানটায় বলি শোনো হায়,ছিল আমাদের বাড়ি। বাড়ির পাশেই সবজি-বাগান, বিশাল খেলার মাঠডানদিকে ঠায় এগিয়ে গেলেই…