বিরুবাবু
বেরিয়ে কাবু
হওনি তো!
রোদে টোদে হিমে টিমে
যাওনি তো?
রোগা টোগা কালো টালো
হইও না।
গাছে টাছে ডালে ডোলে
বেরিও না।
বই টই ছবি টবি
দেখছো তো?
হিরে টিরে খুঁজে খাঁজে
পাচ্ছো তো?
সায়েব টায়েব মেম্ টেম্
দেখিয়াছো।
মুর্গি টুর্গি ডিম্ টিম্
খাইয়াছো ?
রুটি টুটি কেক্ টেক্
চলচে ঠিক্ !
পান টান খেয়ে টেয়ে
গিলছো পিক্‌?