বিরুবাবু
বেরিয়ে কাবু
হওনি তো!
রোদে টোদে হিমে টিমে
যাওনি তো?
রোগা টোগা কালো টালো
হইও না।
গাছে টাছে ডালে ডোলে
বেরিও না।
বই টই ছবি টবি
দেখছো তো?
হিরে টিরে খুঁজে খাঁজে
পাচ্ছো তো?
সায়েব টায়েব মেম্ টেম্
দেখিয়াছো।
মুর্গি টুর্গি ডিম্ টিম্
খাইয়াছো ?
রুটি টুটি কেক্ টেক্
চলচে ঠিক্ !
পান টান খেয়ে টেয়ে
গিলছো পিক্?
বিরুবাবু(কবিতা)- অবনীন্দ্রনাথ ঠাকুর
Related Posts
স্বপ্ন কবে সত্যি হবে(কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার
তোমরা যদিফুলের মতো ফুটতে পারোনদীর মতো ছুটতে পারোচাঁদের মতো উঠতে পারোবাতাস হয়ে লুটতে পারোদল বেঁধে সব জুটতে পারোতবেএই পৃথিবী সত্যি মধুরহবে! তোমরা যদিপাখির মতো উড়তে পারোমেঘের মতো ঘুরতে পারোআনন্দে গান…
জলছবি (কবিতা)- ভবানীপ্রসাদ মজুমদার
ওই যে হোথায় নদীর বুকে ভাসছে গাঁদাফুলওইখানেতেই ছিল আমাদের প্রাইমারি ইসকুল।আর ওই যে বাঁদিক-পানে ভাসছে ছেঁড়া-শাড়িওইখানটায় বলি শোনো হায়,ছিল আমাদের বাড়ি। বাড়ির পাশেই সবজি-বাগান, বিশাল খেলার মাঠডানদিকে ঠায় এগিয়ে গেলেই…