একখানি মেঘ উড়ে এল
ময়নামতীর চরে,
কালবোশেখের ঝড়ে,
নদী তখন উথালপাথাল
দু’কূল ছেপে যায়,
সাগর ডাকে-
আয় আয় আয়।
মেঘ বলল, থামো!
বুক ফেটে যায় দেখে তোমায়
করো না পাগলামো।
মেঘের কথায় ময়নামতী
এবার ফুঁসে ওঠে,
কোন সতী তুই রুখবি গতি
চোখ রাঙানির চোটে !
জল শুকিয়ে মেঘ হয়েছিস
একটু রাখিস মনে,
হাওয়ায় হাওয়ায় বেড়াস উড়ে
আকাশ কোণে কোণে,
মেঘ বলল, তাই!
তবে যাই যাই যাই।
আকাশ ঘনঘটা
সারা আকাশ ছেয়ে গেল
মহাদেবের জটা।