গাছ গাছালি ছিল কত
কোথায় গেল তারা?
বহুতল বাড়ির মেলায়
গাছ গাছালি হারা।
পাখ পাখালি ছিল কত
কোথায় গেল তারা?
গাছ বিনা কে বাঁধে বাসা?
তারাও দেশছাড়া।
নির্মল বাতাস ছিল
কোথায় গেল সে বা?
বৃক্ষ বিনা দূষণ রোধ
করতে পারে কে বা?
পার্কগুলো নীলাম করে
পুকুর করে ভরাট
আমরা দিয়ে যাচ্ছি ভায়া,
শ্বাস কষ্টের বরাত।
তরুহীন মরু (কবিতা)- অন্নদাশঙ্কর রায়
Related Posts
স্বপ্ন কবে সত্যি হবে(কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার
তোমরা যদিফুলের মতো ফুটতে পারোনদীর মতো ছুটতে পারোচাঁদের মতো উঠতে পারোবাতাস হয়ে লুটতে পারোদল বেঁধে সব জুটতে পারোতবেএই পৃথিবী সত্যি মধুরহবে! তোমরা যদিপাখির মতো উড়তে পারোমেঘের মতো ঘুরতে পারোআনন্দে গান…
জলছবি (কবিতা)- ভবানীপ্রসাদ মজুমদার
ওই যে হোথায় নদীর বুকে ভাসছে গাঁদাফুলওইখানেতেই ছিল আমাদের প্রাইমারি ইসকুল।আর ওই যে বাঁদিক-পানে ভাসছে ছেঁড়া-শাড়িওইখানটায় বলি শোনো হায়,ছিল আমাদের বাড়ি। বাড়ির পাশেই সবজি-বাগান, বিশাল খেলার মাঠডানদিকে ঠায় এগিয়ে গেলেই…