কাজের মাসির ছোট্ট ছেলে
আমার ভীষণ বন্ধু
নাম রেখেছে আদর করে।
শ্রীমান কিশোর নন্দু।
আমি যখন হাঁকিয়ে পড়ি
সহজপাঠের গল্প
চুপটি করে কিশোর বাবু
শোনেন যেন স্বল্প।
চেষ্টা করে তাকে যখন
শিখিয়ে দিলাম পড়তে
কী খুশি তার স্লেটের উপর
বর্ণমালা গড়তে
আমার প্রাণেও জ্বললো সেদিন
নরম খুশির আলো
যেদিন কিশোর বললো হেসে
তুমি কত ভালো।