একদিন কিনা কলা নাপিত লাঙ্গল নিয়ে কাঁধে
ক্ষেতে গেছল চাষ করতে। আর কে পাওল কাঁদে।
বাঘ এসে বললে তখন, ‘তুই না বেটা চাই?
কোথা যাবি কমলা নাপিত, তোরে ধরে খাই।’
নাপিত বললে, ‘ওরে বাঘ। তুই যে ভারি বোকা!
ভরবে না পেট এখন খেলে, দেখছিল আমি রোগা।
ধান হলে ভাত খেয়ে হব মোটা তাজা;
তখন বরং আমায় খেয়ে দিস রে ব্যাটা সাজা।’
বাঘ ভাবলে ভালই কথা, ‘ধান হবে কবে?
‘তোমরা এসে লাঙল টান, জলদি হবে তবে।’
বুড়া বাঘ বন থেকে আরেক বাঘ এনে,
চাষ করে দিল ক্ষেত, লাগুল টেনে টেনে।
তার পরে হলো ধান; বাঘেরা সব মিলে
ধানের বোঝা বয়ে নিয়ে ঘরে পৌঁছে দিলে।
ঘরের দুয়ার বন্ধ করে বললে নাপিত আস্তে,
‘ল্যাজে বেঁধে ফুটো দিয়ে, দাও তো বাঘ, কাস্তে।’
বুড়া বাঘ লেজ বাড়িয়ে কাস্তে যেই দিল,
অমনি নাপিত কুচ করে লেজটি কেটে নিল।
বেজায় রেগে বাঘের পাল বলে, ‘ওরে দুষ্ট!
বাগে পেলেই করব তোরে ভাত খাইয়ে পুষ্ট!’
বলে গেলে বাঘের পাল, নাপিত বলে হেসে-
‘আমি হচ্ছি বাঘের চাঁই, নইকো আমি যে সে।’