খুকু যাবে কাজলডাঙা সু-দূর পাড়াগাঁয়
সেথায় গাছের শীতল ছায়া দুলছে উড়নি বায়।
সেথায় তাহার ছবিখানি আঁকতে চিরতরে,
বন মোছে তার দীঘি জলের আরসি খানি ধরে।
হিজল শাখায় দুলিয়ে দেবে তাহার তরে মালা,
অন্ধকারে রাখবে জ্বেলে জোনাক মতির আলা।
তেলাকুচের পাকাফলে ধরবে মুখের চুমো
ঝিঁঝি পোকার বাজবে নূপুর ঘুম ঘুমাঘুম ঘুমো।
হলদে পাখির পালক দিয়ে বুনট করে শাড়ি।
সোনার বরণ অঙ্গখানি জড়িয়ে দেবে তারি।
খুকু যাবে সু-দূর গাঁয়ে, মন তাহারে ধ’রে
বনের ফুলে সাজিয়ে দেবে মনের মতন ক’রে।
বাঁশের পাতার নথ গড়িয়ে পরিয়ে দেবে নাকে,
‘কানাই লাঠির’ হলুদ ফুলে জড়িয়ে খোঁপাটাকে
শিমুল ফুলের গালচে পাতি বসতে দেবে তাতে,
বৈঁচি ফুলে পৈঁচি গড়ে পরাবে দুই হাতে।
খুকু যাবে কাজলডাঙা (কবিতা)- জসীম উদ্দিন
Related Posts
স্বপ্ন কবে সত্যি হবে(কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার
তোমরা যদিফুলের মতো ফুটতে পারোনদীর মতো ছুটতে পারোচাঁদের মতো উঠতে পারোবাতাস হয়ে লুটতে পারোদল বেঁধে সব জুটতে পারোতবেএই পৃথিবী সত্যি মধুরহবে! তোমরা যদিপাখির মতো উড়তে পারোমেঘের মতো ঘুরতে পারোআনন্দে গান…
জলছবি (কবিতা)- ভবানীপ্রসাদ মজুমদার
ওই যে হোথায় নদীর বুকে ভাসছে গাঁদাফুলওইখানেতেই ছিল আমাদের প্রাইমারি ইসকুল।আর ওই যে বাঁদিক-পানে ভাসছে ছেঁড়া-শাড়িওইখানটায় বলি শোনো হায়,ছিল আমাদের বাড়ি। বাড়ির পাশেই সবজি-বাগান, বিশাল খেলার মাঠডানদিকে ঠায় এগিয়ে গেলেই…