প্রিয় শিক্ষক,
জীবন মানেই গতি। জীবনের গতির তাল মিলিয়েই আপনি একদিন আমাদের এই বিদ্যালয়ে যোগদান করেছিলেন। বিদ্যালয়ে যোগদানের সাথে সাথে আমরা লক্ষ্য করেছি আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অক্লান্ত পরিশ্রম ও নিরলস ভালোবাসা। খুব অল্পদিনেই আপনি সবার কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে শিক্ষামূলক ভ্রমণ সবকিছুতেই ছিল আপনার উজ্জ্বল উপস্থিতি। বিদ্যালয়ের প্রত্যেক সহকর্মীর সাথে আপনার সম্পর্ক ছিল সুমধুর ও স্বতঃস্ফূর্ত। পরবর্তীতে নিজ বাড়ির কাছে কর্মক্ষেত্রের সুযোগ হওয়ায় আপনি তা বেছে নিয়েছিলেন। আপনার অনুপস্থিতি আমাদের সবার মন ভারাক্রান্ত করলেও আমরা আপনাকে অভিনন্দন জানিয়েছিলাম।
আজও যখন শত ব্যস্ততার মাঝে আপনার কথা মনে পড়ে, হৃদয়ের জানালা দিয়ে এক মৃদু দক্ষিণা বাতাস প্রবাহিত হয়। আজকের এই বিদায় সম্বর্ধনা জীবনের গতিপথে একটি স্মৃতির স্টেশন হয়ে থাকুক, যেখানে আপনি-আমরা একসাথে একটি সুসময় অতিবাহিত করেছি।
ভালো থাকবেন।