ফুল ফুটেছে রংবেরঙের
কাটছে আঁধার কালো,
বাইরে তখন আলো।
আলোর ভিতর ঝিকমিকানো
রামধনু-রং হাসি,
সবাই ভালোবাসি।
বাসতে বাসতে আকাশ জুড়ে
মেঘবালিকার ছবি,
আঁকছে হাজার করি।
কবির হাতে সোনার কলম
কেউ রাখে না খোঁজ,
পদ্য লেখেন রোজ।
লেখার ভিতর টাক ডুমা ডুম
খুশিতে প্রাণ জাগে
এই কটা দিন প্যান্ডেলেতে
ঘুরতে ভালো লাগে।