রঙের খেলা খালে বিলে, রঙের ওড়াউড়ি,
গরিব ঘরেও ফুটে থাকে রঙের একটি কুঁড়ি
আসল রং বর্ণমালার রং এনে দেয় মনে
লিখতে লিখতে হারিয়ে যাই কোন দিকে কার সনে।

বর্ণমালা গান হয়ে যায় বনের মধ্যে একা
বর্ণমালা বলতে পারে কার সাথে কার দেখা,
দেখা মানে যশোর রোড ভালোবাসায় পাতা
বর্ণমালা খুঁজতে থাকে পদ্য লেখার খাতা
পদ্য জানে বর্ণমালা কোন মহাদেশ ঘুরে
ভিজতে ভিজতে ঘর খুঁজে পায় কখন অন্তঃপুরে।

বর্ণমালা কাঁদে; যখন ছিনিয়ে নিচ্ছে কেউ,
বুকের মধ্যে বাংলাদেশ, পদ্মানদীর ঢেউ,
বর্ণমালার দুঃখী দেশে সবাই তখন জেদি
‘তোমায় রাখছি বুকের মধ্যে, কল্জে ছিঁড়ে দি’,

বর্ণমালার হাতে কাঁকন, বসেছে চৌকাঠে,
নৌকো ভর্তি সোনার ধান সুজন বেদের ঘাটে,
কই যাও রে সোনার ধান, আসবা না মোর বাড়ি?
বাটি ভইরা ইলিশ দিমু, দিমু ঢাকাই শাড়ি।