ছুটি মানেই ঢাকের বাজনা
কাশের বনে খুশি,
ছুটি মানেই গাছের ডালে
এসেছে মৌটুসি।
ছুটি মানেই টিকিট কাটা হ
কোথাও দেওয়া পাড়ি
ছুটি মানেই নতুন জামা
বাবাও আসছে বাড়ি।
ছুটি মানেই দারুণ মজা
ভোরে নতুন আলো,
ছুটি মানেই আকাশটা নীল
সবাই থাকুক ভালো।
ছুটি মানেই সোনার সকাল
ছুটি মানেই পুজো
ছুটি মানেই আনন্দ আর
স্বপ্নকে সব খুঁজো।
ছুটির ছড়া (কবিতা) – প্রতিম চট্টোপাধ্যায়
Related Posts
স্বপ্ন কবে সত্যি হবে(কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার
তোমরা যদিফুলের মতো ফুটতে পারোনদীর মতো ছুটতে পারোচাঁদের মতো উঠতে পারোবাতাস হয়ে লুটতে পারোদল বেঁধে সব জুটতে পারোতবেএই পৃথিবী সত্যি মধুরহবে! তোমরা যদিপাখির মতো উড়তে পারোমেঘের মতো ঘুরতে পারোআনন্দে গান…
জলছবি (কবিতা)- ভবানীপ্রসাদ মজুমদার
ওই যে হোথায় নদীর বুকে ভাসছে গাঁদাফুলওইখানেতেই ছিল আমাদের প্রাইমারি ইসকুল।আর ওই যে বাঁদিক-পানে ভাসছে ছেঁড়া-শাড়িওইখানটায় বলি শোনো হায়,ছিল আমাদের বাড়ি। বাড়ির পাশেই সবজি-বাগান, বিশাল খেলার মাঠডানদিকে ঠায় এগিয়ে গেলেই…