মুখেই শুধু বকম বকম, কাজের বেলায় শূন্য
রাখতে পারিস আমার মতন মর্যাদা অক্ষুণ্ণ ?
জবান দিলে জবান রাখি এটাই আমার দস্তুর-
ভাবিসটা কী; গুরুত্ব নেই এ সব বিষয়বস্তুর?
জবান দিলে রাখব আমি নিজের জীবন থাকতে
কম সয়েছি বিঘ্ন বিপদ প্রতিশ্রুতি রাখতে?
আজকালকার ছোকরা তোরা একটুতে যা ঘাবড়াস
মুখেই কেবল বকবকানি, ঘরের মধ্যে দাবড়াস।

বনবিভাগের কর্তা ছিলেন বনবিহারী আদক
নেহাৎ তাকে বচন দিলাম। তাই তো নরখাদক
মারতে গেলাম সোঁদর বনে। মাত্র একটা গুলি
খরচা হল, এসব কথা কেমন করে ভুলি?

জানিস তো ভাই আফ্রিকাতে সিংহ থাকে দঙ্গলে
ঘাপটি মেরে লুকিয়ে থাকে সাবাই ঘাসের জঙ্গলে।
এমনি কত সিংহ মেরে সাফ করেছি সেই দেশে
কিন্তু বাপু আমার কদর বুঝল না কেউ এই দেশে!

সাইবেরিয়ায় ভালুক মারার গল্পটা কি শুনতে চাস?
এইটুকুতেই হেঁচকি তুলিস? জল খেয়ে আয় এক গেলাস।