১। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন– (ক) রানী কর্নাবতী (খ) রানি শিরোমণি (গ) দেবী চৌধুরানী (ঘ) রানি দুর্গাবতী।
উত্তরঃ (গ) দেবী চৌধুরানী
২। ‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয় – (ক) ১৮৭০ খ্রিস্টাব্দে (খ) ১৮৭২ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ)১৮৭৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
৩। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন – (ক) সংগীত শিল্পী (খ) নাট্যকার (গ) কবি (ঘ) ব্যঙ্গচিত্র শিল্পী।
উত্তরঃ (ঘ) ব্যঙ্গচিত্র শিল্পী
৪। ভারতের ‘হাফ টোন’ প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন- (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (খ) সুকুমার রায় (গ) পঞ্চানন কর্মকার (ঘ) চার্লস উইলকিন্স।
উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
৫। ‘একা’ আন্দোলনের নেতা ছিলেন- (ক) মাদারি পাসি (খ) ড. আম্বেদকর (গ) মহাত্মা গান্ধী (ঘ) বাবা রামচন্দ্র।
উত্তরঃ (ক) মাদারি পাসি
৬। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল- (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে (খ) ১৯২০ খ্রিস্টাব্দে (গ) ১৯২৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯২০ খ্রিস্টাব্দে
৭। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল- (ক) বোম্বাই-এ (খ) পাঞ্জাবে (গ) মাদ্রাজে (ঘ) গুজরাটে।
উত্তরঃ (ঘ) গুজরাটে
৮। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল- (ক) ১৯০৪ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে
৯। মাতঙ্গিনী হাজরা ‘ভারত ছাড়ো’ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে- (ক) তমলুক (খ) সুতাহাটা (গ) বরিশাল (ঘ) পুরুলিয়া।
উত্তরঃ (ক) তমলুক
১০। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন- (ক) বীণা দাস (খ) কল্পনা দত্ত (গ) প্রীতিলতা ওয়াদ্দেদার (ঘ) সুনীতি চৌধুরী।
উত্তরঃ (ক) বীণা দাস
১১। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়- (ক) ১৯৫৩ খ্রিস্টাব্দে (খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে (গ) ১৯৬০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৬০ খ্রিস্টাব্দে
১২। সতীদাহ প্রথা রদ হয়- (ক) ১৮২৮ খ্রিস্টাব্দে (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে (গ) ১৮৩০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
১৩। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন- (ক) বিজয়কৃষ্ণ গোস্বামী (খ) স্বামী বিবেকানন্দ (গ) শ্রীরামকৃষ্ণ (ঘ) কেশবচন্দ্র সেন।
উত্তরঃ (গ) শ্রীরামকৃষ্ণ
১৪। ভারতীয় গণনাট্য তৈরি হয় (আইপিটিএ)– (ক) ১৯৪৩ খ্রিস্টাব্দে (খ) ১৯৪২ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯৪৩ খ্রিস্টাব্দে
১৫। ভারতীয় হকি দল প্রথম অলিম্পিক সোনা জেতে— (ক) ১৯২৮ খ্রিস্টাব্দে (খ) ১৯৩২ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯২৮ খ্রিস্টাব্দে
১৬। মধুসূদন গুপ্ত ছিলেন- (ক) মেডিকেল ছাত্র (খ) বিপ্লবী (গ) সম্পাদক (ঘ) শ্রমিক নেতা।
উত্তরঃ (ক) মেডিকেল ছাত্র
১৭। ‘শব্দকল্পদ্রুম’ গ্রন্থ রচনা করেন- (ক) রামমোহন রায় (খ) রাধাকান্ত দেব (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) স্বামী বিবেকানন্দ।
উত্তরঃ (খ) রাধাকান্ত দেব
১৮। দুর্জন সিং ছিলেন- (ক) কোল বিদ্রোহের নেতা (খ) সাঁওতাল বিদ্রোহের নেতা (গ) মুণ্ডা বিদ্রোহের নেতা (ঘ) চুয়াড় বিদ্রোহের নেতা।
উত্তরঃ (ঘ) চুয়াড় বিদ্রোহের নেতা
১৯। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন- (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) আনন্দমোহন বসু (গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় (ঘ) শিবনাথ শাস্ত্রী।
উত্তরঃ (গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
২০। গোয়া ভারতভুক্ত হয় – (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
২১। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন— (ক) বিহারে (খ) যুক্তপ্রদেশে (গ) রাজস্থানে (ঘ) মহারাষ্ট্রে।
উত্তরঃ (খ) যুক্তপ্রদেশে
২২। ইতিহাসবিদ্যাকে অন্যান্য ‘বিদ্যাচর্চার জননী’ বলে অভিহিত করেছেন—(ক) জুরগেন কোকা (খ) মার্ক ব্লখ (গ) জি এম ড্রেভেলিয়ান (ঘ) লুসিয়েন কেভর।
উত্তরঃ (গ) জি এম ড্রেভেলিয়ান
২৩। কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে— (ক) সামরিক ইতিহাস (খ) খেলাধুলার ইতিহাস (গ) স্থানীয় ইতিহাস (ঘ) পরিবেশের ইতিহাস।
উত্তরঃ (গ) স্থানীয় ইতিহাস
২৪। জেনারেল অ্যাসেম্বলি ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন— (ক) আলেকজান্ডার ডাফ (খ) ডেভিড হেয়ার (গ) উইলিয়াম কেরি (ঘ) বিটন।
উত্তরঃ (ক) আলেকজান্ডার ডাফ
২৫। ‘দামিন-ই-কোহ’ কথাটির অর্থ হল- (ক) জমিদারদের জমি (খ) খাস জমি (গ) অতিরিক্ত খাজনা যুক্ত জমি (ঘ) পাহাড়ের প্রান্তদেশ।
উত্তরঃ (ঘ) পাহাড়ের প্রান্তদেশ
২৬। নীল বিদ্রোহ শুরু হয়— (ক) ১৮০৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে (গ) ১৮৬০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
২৭। মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশিত হয়— (ক) ১৮৫৬ খ্রিস্টাব্দে ১লা ডিসেম্বর (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে ১লা নভেম্বর (গ) ১৮৫৬ খ্রিস্টাব্দে ১লা নভেম্বর (ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে ১লা ডিসেম্বর।
উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে ১লা নভেম্বর
২৮। ‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠিত হয়— (ক) ১৮৭০ খ্রিস্টাব্দে (খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৮৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
২৯। ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন– (ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর (ঘ) দ্বারকানাথ ঠাকুর।
উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
৩০। তেভাগা আন্দোলন সংঘটিত হয়েছিল- (ক) হায়দ্রাবাদে (খ) যুক্তপ্রদেশে (গ) মাদ্রাজে (ঘ) বাংলায়।
উত্তরঃ (ঘ) বাংলায়
৩১। মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠিত হয়- (ক) ১৯১০ খ্রিস্টাব্দে (খ) ১৯১৮ খ্রিস্টাব্দে (গ) ১৯২০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯১৮ খ্রিস্টাব্দে
৩২। ভারতের কমিউনিস্ট পার্টিকে কবে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়- (ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯২১ খ্রিস্টাব্দে (গ) ১৯২৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯২৯ খ্রিস্টাব্দে
৩৩। ভারতী পত্রিকার সম্পাদিকা ছিলেন – (ক) সরলাদেবী চৌধুরানী (খ) কল্পনা দত্ত (গ) বাসন্তী দেবী (ঘ) লীলা নাগ।
উত্তরঃ (ক) সরলাদেবী চৌধুরানী
৩৪। ‘দীপালি সংঘ’ প্রতিষ্ঠা করেছিলেন– (ক) কল্পনা দত্ত (খ) লীলা নাগ (গ) বাসন্ত দেবী (ঘ) বীনা দাস।
উত্তরঃ (খ) লীলা নাগ
৩৫। কলকাতায় ‘প্রত্যক্ষ সংগ্রাম’ সংঘটিত হয়— (ক) ১৯৪৬-এর ১৫ই আগস্ট (খ) ১৯৪৬-এর ১৬ই আগস্ট (গ) ১৯৪৭-এর ১৫ই আগস্ট (ঘ) ১৯৪৭-এর ১৬ই আগস্ট।
উত্তরঃ (খ) ১৯৪৬-এর ১৬ই আগস্ট
৩৬। বামাবোধিনী’ পত্রিকার অন্যতম লক্ষ্য ছিল- (ক) ছাত্রদের সহযোগিতা (খ) নতুন লেখকদের উৎসাহদান (গ) নারীদের উন্নয়ন (ঘ) স্বদেশপ্রেম।
উত্তরঃ (গ) নারীদের উন্নয়ন
৩৭। ‘মেকলে মিনিট’ প্রকাশিত হয় যে বড়লাটের আমলে- (ক) লর্ড আমহার্স্ট (খ) লর্ড হার্ডিঞ্জ (গ) লর্ড মেকলে (ঘ) লর্ড বেন্টিঙ্ক।
উত্তরঃ (গ) লর্ড মেকলে
৩৮। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়- (ক) ১৮২৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৩০ খ্রিস্টাব্দে (গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৪৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
৩৯। ভাগনাডিহির মাঠে যে বিদ্রোহের সূত্রপাত হয়েছিল— (ক) মুন্ডা বিদ্রোহ (খ) কোল বিদ্রোহ (গ) সাঁওতাল বিদ্রোহ (ঘ) রংপুর বিদ্রোহ।
উত্তরঃ (গ) সাঁওতাল বিদ্রোহ
৪০। ‘বন্দেমাতরম’ সংগীতটি নেওয়া হয়েছে- (ক) আনন্দমঠ উপন্যাস থেকে (খ) রাজসিংহ উপন্যাস থেকে (গ) দুর্গেশনন্দিনী উপন্যাস থেকে (ঘ) দেবী চৌধুরানী উপন্যাস থেকে।
উত্তরঃ (ক) আনন্দমঠ উপন্যাস থেকে
৪১। নিম্নলিখিত কোনটি অন্যান্যদের থেকে পৃথক- (ক) ভারতমাতা (খ) বর্তমান ভারত (গ) গোরা (ঘ) আনন্দমঠ।
উত্তরঃ (ক) ভারতমাতা
৪২। নবগোপাল মিত্র কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন– (ক) বঙ্গভাষা প্রকাশিকা সভা (খ) জমিদার সভা (গ) হিন্দু মেলা (ঘ) ভারত সভা।
উত্তরঃ (গ) হিন্দু মেলা
৪৩। মুদ্রণ ব্যবস্থার আধুনিকীকরণে যে বাঙালির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল- (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) গঙ্গাকিশোর ভট্টাচার্য (গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায় (ঘ ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
উত্তরঃ (ঘ ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
৪৪। ‘জাতীয় শিক্ষা পরিষদ’ কবে গড়ে ওঠে– (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে (গ) ১৯১১ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
৪৫। ‘তিন কাঠিয়া’ প্রথার অস্তিত্ব ছিল- (ক) মালাবার উপকূল (খ) বারদৌলিতে (গ) আমেদাবাদে (ঘ) চম্পারনে।
উত্তরঃ (ঘ) চম্পারনে
৪৬। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন– (ক) পি সি যোশি (খ) মানবেন্দ্ৰনাথ রায় (গ) মুজাফ্ফর আহমদ (ঘ) দেওয়ান চমনলাল।
উত্তরঃ (খ) মানবেন্দ্ৰনাথ রায়
৪৭। কার্লাইল সার্কুলার জারি করা হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে যাদের দূরে রাখতে- (ক) কৃষক (খ) নারী (গ) ছাত্র (ঘ) শ্রমিক।
উত্তরঃ (গ) ছাত্র
৪৮। ‘জয়শ্রী’ পত্রিকাটি প্রকাশ করেন- (ক) লীলা রায় (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার (গ) কল্পনা দত্ত (ঘ) বীণা দাস।
উত্তরঃ (ক) লীলা রায়
৪৯। ‘আধার মানিক’ গ্রন্থের রচয়িতা- (ক) প্রফুল্ল রায় (খ) ঋত্বিক ঘটক (গ) মহাশ্বেতা দেবী (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
উত্তরঃ (গ) মহাশ্বেতা দেবী
৫০। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় আলাদা রাজ্যের মর্যাদা লাভ করে- (ক) ১৯৬৬ খ্রিস্টাব্দে (খ) ২০০০ খ্রিস্টাব্দে (গ) ২০০২ খ্রিস্টাব্দে (ঘ) ২০১০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ২০০০ খ্রিস্টাব্দে