১। সোমপ্রকাশ ছিল একটি— (ক) দৈনিক পত্রিকা (খ) সাপ্তাহিক পত্রিকা (গ) পাক্ষিক পত্রিকা (ঘ) মাসিক পত্রিকা।
উত্তরঃ (খ) সাপ্তাহিক পত্রিকা
২। বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী- (ক) সত্তর বৎসর (খ) জীবনস্মৃতি (গ) বর্তমান ভারত (ঘ) আনন্দমঠ।
উত্তরঃ (ক) সত্তর বৎসর
৩। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল— (ক) ভারত সভা (খ) ভারতের জাতীয় কংগ্রেস (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা (ঘ) কমিউনিস্ট দল।
উত্তরঃ (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
৪। এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়— (ক) ১৭৮১ খ্রিস্টাব্দে (খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে (গ) ১৭৮৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৭৯৩ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
৫। ‘হুতোম প্যাঁচার নকসা’-র রচয়িতা ছিলেন— (ক) গিরীশচন্দ্র ঘোষ (খ) প্যারীচাঁদ মিত্র (গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত (ঘ) কালীপ্রসন্ন সিংহ।
উত্তরঃ (ঘ) কালীপ্রসন্ন সিংহ
৬। ‘সর্বধর্মের সমন্বয়’ আদর্শ প্রচার করেন- (ক) বিজয়কৃষ্ণ গোস্বামী (খ) স্বামী বিবেকানন্দ (গ) শ্রীরামকৃষ্ণ (ঘ) কেশবচন্দ্র সেন।
উত্তরঃ (গ) শ্রীরামকৃষ্ণ
৭। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে— (ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৯১৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
৮। ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয় (ক) মেকলে মিনিটকে (খ) উডের ডেসপ্যাচকে (গ) বেন্টিঙ্কের ঘোষণাকে (ঘ) সনদ আইনকে।
উত্তরঃ (খ) উডের ডেসপ্যাচকে
৯। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন- (ক) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় (খ) আশুতোষ মুখোপাধ্যায় (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) রথীন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ (ক) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
১০। রংপুরের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন– (ক) নুরুলউদ্দিন (খ) দেবী সিংহ (গ) সিধু (ঘ) বিরসা মুণ্ডা।
উত্তরঃ (ক) নুরুলউদ্দিন
১১। History of Hindu Chemistry’ গ্রন্থের লেখক হলেন— (ক) জগদীশচন্দ্র বসু (খ) মেঘনাদ সাহা (গ) সি ভি রমন (ঘ) প্রফুল্লচন্দ্র রায়।
উত্তরঃ (ঘ) প্রফুল্লচন্দ্র রায়
১২। জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি হন- (ক) রাসবিহারী ঘোষ (খ) আশুতোষ মুখোপাধ্যায় (গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর (ঘ) নীলরতন সরকার।
উত্তরঃ (ক) রাসবিহারী ঘোষ
১৩। মহাত্মা গান্ধীর ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল— (ক) লবণ সত্যাগ্রহ (খ) চম্পারণ সত্যাগ্রহ (গ) খেদা আন্দোলন (ঘ) আমেদাবাদ আন্দোলন।
উত্তরঃ (খ) চম্পারণ সত্যাগ্রহ
১৪। সারা ভারত কিষান কংগ্রেস প্রতিষ্ঠিত হয়- (ক) ১৯৩৪ খ্রিস্টাব্দে (খ) ১৯২০ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৭ খ্রিস্টাব্দ (ঘ) ১৯৩৬ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (ঘ) ১৯৩৬ খ্রিস্টাব্দ
১৬। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন – (ক) কল্পনা দত্ত (খ) লীলা নাগ (গ) বাসন্তী দেবী (ঘ) বীণা দাস।
উত্তরঃ (খ) লীলা নাগ
১৭। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়- (ক) ১৯৫০ খ্রিস্টাব্দে (খ) ১৯৫১ খ্রিস্টাব্দে (গ) ১৯৫২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
১৮। ভারতে ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল- (ক) ভরতনাট্যম (খ) কথাকলি (গ) মণিপুরি (ঘ) কত্থক।
উত্তরঃ (ক) ভরতনাট্যম
১৯। ‘ট্রেসেস অন দ্য রোডিয়ান শোর‘ গ্রন্থটি লেখেন- (ক) ব্ল্যাচার কারসেন (খ) ক্লারেন্স গ্লাকেন (গ) ক্রসবি (ঘ) গ্রোভ।
উত্তরঃ (গ) ক্রসবি
২০। পাবনায় নীল বিদ্রোহের নেতা ছিলেন– (ক) রফিক মণ্ডল (খ) মহেশ চট্টোপাধ্যায় (গ) কেদার মোল্লা (ঘ) বিষ্ণুচরণ বিশ্বাস।
উত্তরঃ (খ) মহেশ চট্টোপাধ্যায়
২১। কুনওয়ার সিংহ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন— (ক) বিহারে (খ) কানপুরে (গ) রায়বেরিলিতে (ঘ) গোয়ালিয়রে।
উত্তরঃ (খ) কানপুরে
২২। সারা ভারত কিষান কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৯৩৬ সালের- (ক) ১৯ এপ্রিল (খ) ১১ মে (গ) ১১ জুন (ঘ) ১১ জানুয়ারি।
উত্তরঃ (ক) ১৯ এপ্রিল
২৩। বাংলার প্রথম মহিলা চিকিৎসক- (ক) চন্দ্ৰমুখী বসু (খ) স্বর্ণকুমারী দেবী (গ) কাদম্বিনী গাঙ্গুলী (ঘ) সরলাদেবী চৌধুরানী।
উত্তরঃ (গ) কাদম্বিনী গাঙ্গুলী
২৪। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়— (ক) ১৯৩০ সালে (খ) ১৯৩১ সালে (গ) ১৯৩২ সালে (ঘ) ১৯৩৩ সালে।
উত্তরঃ (গ) ১৯৩২ সালে
২৫। পাকিস্তান ডোমেনিয়নের প্রথম গভর্নর জেনারেল ছিলেন— (ক) মাউন্টব্যাটেন (খ) মহঃ আয়ুব খান (গ) মহঃ আলি জিন্না (ঘ) আবুল কালাম আজাদ।
উত্তরঃ (গ) মহঃ আলি জিন্না
২৬। কাওয়ালির জনক বলা হয়— (ক) আমির খসরুকে (খ) মিয়া গোলাম নবিকে (গ) করুণাময় গোস্বামীকে (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরকে।
উত্তরঃ (ক) আমির খসরুকে
২৭। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন- (ক) মুনসি প্রেমচাঁদ (খ) বিপিনচন্দ্র পাল (গ) কাজী নজরুল ইসলাম (ঘ) সরোজিনী নাইডু।
উত্তরঃ (ক) মুনসি প্রেমচাঁদ
২৮। বামাবোধিনীর ‘বামা’ আসলে কারা (ক) সধবারা (খ) বালিকারা (গ) বিধবারা (ঘ) নারী জাতি।
উত্তরঃ (ঘ) নারী জাতি
২৯। ১৮২৯ খ্রিস্টাব্দের ১৭ নং রেগুলেশনে জড়িত নিম্নলিখিত কোন বিষয়টির সাথে— (ক) বাল্যবিবাহ রদ (খ) বহু বিহি রম (গ) সতীদাহ রদ (ঘ) বিধবা বিবাহ প্রচলন।
উত্তরঃ (গ) সতীদাহ রদ
৩০। কেশবচন্দ্র সেনকে “ব্রহ্মানন্দ” উপাধি দেন– (ক) রাজা রামমোহন রায় (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) শিবনাথ শাস্ত্রী (ঘ) আনন্দমোহন বসু।
উত্তরঃ (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
৩১। “পাগলা”পন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন- (ক) মজনু শাহ (খ) করিম শাহ (গ) টিপু (ঘ) তিতুমির।
উত্তরঃ (গ) টিপু
৩২। ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে আসামে নেতৃত্ব দেন— (ক) বেগম হজরত মহল (খ) মণিরাম দেওয়ান (গ) কুনওয়ার সিং (ঘ) তাঁতিয়া টোপি।
উত্তরঃ (খ) মণিরাম দেওয়ান
৩৩। হিন্দুমেলা বা চৈত্রমেলা প্রতিষ্ঠিত হয়- (ক) ১৮৬১ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৭ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৮৬৭ খ্রিস্টাব্দে
৩৪। “রাষ্ট্রগুরু” নামে খ্যাত হলেন– (ক) দাদাভাই নৌরজি (খ) স্বামী বিবেকানন্দ (গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (ঘ) জওহরলাল নেহরু।
উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
৩৫। ভারতে প্রথম ছাপাখানা স্থাপিত হয়— (ক) গোয়ায় (খ) মাদ্রাজে (গ) কলকাতায় (ঘ) হুগলীতে।
উত্তরঃ (ক) গোয়ায়
৩৬। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) রথীন্দ্রনাথ ঠাকুর (গ) গনেন্দ্রনাথ ঠাকুর (ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ (খ) রথীন্দ্রনাথ ঠাকুর
৩৭। বঙ্গভঙ্গের সময় যে পত্রিকাটি প্রথম “বয়কটের” ডাক দিয়েছিল- (ক) সঞ্জীবনী পত্রিকা (খ) বেঙ্গলি পত্রিকা (গ) সমাচার দর্পণ পত্রিকা (ঘ) বঙ্গদর্শন পত্রিকা।
উত্তরঃ (ক) সঞ্জীবনী পত্রিকা
৩৯। ‘হালি’ প্রথা প্রচলিত ছিল– (ক) খেদায় (খ) বারদৌলতে (গ) চম্পারণে (ঘ) কোরাপুটে।
উত্তরঃ (খ) বারদৌলতে
৪০। ভাইকম সত্যাগ্রহ হয়েছিল— (ক) মাদ্রাজে (খ) গোদাবরী উপত্যকায় (গ) মালাবার উপকূলে (ঘ) আমেদাবাদে।
উত্তরঃ (গ) মালাবার উপকূলে
৪১। প্রথম নমঃশূদ্র আন্দোলন শুরু হয়েছিল— (ক) ফরিদপুরে (খ) ঢাকায় (গ) বরিশালে (ঘ) রংপুরে।
উত্তরঃ (ক) ফরিদপুরে
৪২। “A Train to Pakistan” গ্রন্থটি লিখেছিলেন— (ক) খুশবন্ত সিং (খ) ভীষ্ম সাহানি (গ) মৃণাল সেন (ঘ) প্রফুল্ল চক্রবর্তী।
উত্তরঃ (ক) খুশবন্ত সিং
৪৩। কেকের দেশ” বলা হয়—(ক) নেদারল্যান্ডকে (খ) আয়ারল্যান্ডকে (গ) ইংল্যান্ডকে (ঘ) স্কটল্যান্ডকে।
উত্তরঃ (ঘ) স্কটল্যান্ডকে
৪৪। ‘পাঞ্জাবে উটচালকদের গানকে’ বলা হতো— (ক) খেয়াল (খ) গজল (গ) টপ্পা (ঘ) ঠুংরি।
উত্তরঃ (গ) টপ্পা
৪৫। চন্দ্রমুখী বোস অধ্যক্ষা ছিলেন– (ক) বেথুন কলেজের (খ) লেডি ব্রেবোর্ন কলেজের (গ) কৃষ্ণনগর উইমেন্স কলেজের (ঘ) বহরমপুর গার্লস কলেজের।
উত্তরঃ (ক) বেথুন কলেজের
৪৬। ‘নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন- (ক) স্বামী বিবেকানন্দ (খ) বিজয়কৃষ্ণ গোস্বামী (গ) শ্রী চৈতন্যদেব (ঘ) রামমোহন রায়।
উত্তরঃ (খ) বিজয়কৃষ্ণ গোস্বামী
৪৭। গোবর্ধন দিকপতি নেতৃত্ব দেন- (ক) চুয়াড় বিদ্রোহে (খ) কোল বিদ্রোহে (গ) মুন্ডা বিদ্রোহে (ঘ) রংপুর বিদ্রোহে।
উত্তরঃ (ক) চুয়াড় বিদ্রোহে
৪৮। মজনু শাহ কোন যুদ্ধে নিহত হন- (ক) মাইলরাকার যুদ্ধে (খ) চাঁইবাসার যুদ্ধে (গ) মঞ্জুরার যুদ্ধে (ঘ) পাটগ্রামের যুদ্ধে।
উত্তরঃ (ঘ) পাটগ্রামের যুদ্ধে
৪৯। ‘আনন্দমঠ’ প্রকাশিত হয়- (ক) ১৮৭০ খ্রিস্টাব্দে (খ) ১৮৭২ খ্রিস্টাব্দে (গ) ১৮৮০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দে
৫০। সিপাহী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন- (ক) আউট্রাম (খ) লর্ড ক্যানিং (গ) ডিজরেইলি (ঘ) আর্ল স্ট্যানলি।
উত্তরঃ (ঘ) আর্ল স্ট্যানলি