১।  উনিশ শতকের নারী শিক্ষার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল- (ক) বিটন (বেথুন) স্কুল (খ) স্কটিশচার্চ স্কুল (গ) হেয়ার স্কুল (ঘ) হিন্দু স্কুল।

উত্তরঃ (ক) বিটন (বেথুন) স্কুল  

২। ‘গ্রামবার্তা পত্রিকা‘ প্রকাশিত হত- (ক) যশোর থেকে (খ) রানাঘাট থেকে (গ) বারাসত থেকে (ঘ) কুষ্ঠিয়া থেকে।

উত্তরঃ (ঘ) কুষ্ঠিয়া থেকে  

৩। ‘বারাসত বিদ্রোহ‘–এর সময় বাংলার গভর্নর ছিলেন- (ক) লর্ড ক্যানিং (খ) লর্ড ডালহৌসি (গ) লর্ড ময়রা (ঘ) লর্ড বেন্টিঙ্ক।

উত্তরঃ (ঘ) লর্ড বেন্টিঙ্ক  

৪। খুৎকাটি প্রথা যে সমাজে প্রচলিত ছিল- (ক) মুণ্ডা সমাজে (খ) কোল সমাজে (গ) সাঁওতাল সমাজে (ঘ) চুয়াড় সমাজে।

উত্তরঃ (ক) মুণ্ডা সমাজে  

৫। ‘বন্দেমাতরম্’ সংগীতটি রচিত হয়— (ক) ১৮৭০ খ্রিস্টাব্দে (খ) ১৮৭২ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে  

৬। বাংলার ‘মুকুটহীন রাজা‘ বলা হতো- (ক) নবগোপাল মিত্রকে (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে (গ) আনন্দমোহন বসুকে (ঘ) অরবিন্দ ঘোষকে।

উত্তরঃ (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে  

৭। কার্টুনের মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর (গ) রথীন্দ্রনাথ ঠাকুর (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর  

৮। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল- (ক) বর্ণপরিচয় (খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ (গ) মঙ্গল সমাচার মতিয়ের (ঘ) অন্নদামঙ্গল।

উত্তরঃ (খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ  

৯। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়- (ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯২১ খ্রিস্টাব্দে (গ) ১৯২২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৪ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৯২১ খ্রিস্টাব্দে  

১০।  কংগ্রেস সমাজতন্ত্রী দল (সোশ্যালিস্ট পার্টি) প্রতিষ্ঠিত হয়েছিল – (ক) কলকাতায় (খ) দিল্লিতে (গ) বোম্বাইতে (ঘ) মাদ্রাজে।

উত্তরঃ (গ) বোম্বাইতে  

১১। ‘গিরনি কামগার ইউনিয়ন’ কোন্ শ্রমিকদের সংগঠন ছিল— (ক) পাট শিল্প শ্রমিক (খ) চা শিল্প শ্রমিক (গ) রেলওয়ে শিল্প শ্রমিক (ঘ) বস্ত্রশিল্প শ্রমিক।

উত্তরঃ (গ) রেলওয়ে শিল্প শ্রমিক  

১২। ‘অ্যান্টি সার্কুলার সোসাইটি‘–এর সম্পাদক ছিলেন- (ক) শচীন্দ্রপ্রসাদ বসু (খ) কৃষ্ণকুমার মিত্র (গ) চিত্তরঞ্জন দাস (ঘ) আনন্দমোহন বসু।

উত্তরঃ (ক) শচীন্দ্রপ্রসাদ বসু  

১৩। ‘জাস্টিস পার্টি‘ গঠিত হয়েছিল- (ক) ১৯১৬ খ্রিস্টাব্দে (খ) ১৯১৫ খ্রিস্টাব্দে (গ) ১৯১৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে  

১৪। দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন— (ক) মহাত্মা গান্ধী (খ) লিয়াকত আলি (গ) বল্লভভাই প্যাটেল (ঘ) মহম্মদ আলি জিন্না।

উত্তরঃ (গ) বল্লভভাই প্যাটেল  

১৫।  নীচের কোনটি দেশীয় রাজ্য ছিল না- (ক) বম্বে (খ) ভোপাল (গ) হায়দরাবাদ  (ঘ) জয়পুর

উত্তরঃ (ক) বম্বে

১৬।  ‘ফোর্ট উইলিয়াম কলেজ‘ প্রতিষ্ঠা করেন- (ক) লর্ড কার্জন (খ) লর্ড বেন্টিঙ্ক (গ) লর্ড মেকলে (ঘ) লর্ড ওয়েলেসলি।

উত্তরঃ (ঘ) লর্ড ওয়েলেসলি  

১৭। সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন পাশ হয়- (ক) ১৭২৯ খ্রিস্টাব্দে (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে (গ) ১৯২৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৮-৩৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে  

১৮। ইংরেজ সরকার প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করেন- (ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে  

১৯।  রংপুর বিদ্রোহের একজন নেতা ছিলেন- (ক) মজনু শাহ (খ) দীগম্বর বিশ্বাস (গ) নুরুলউদ্দিন (ঘ) রামরতন মল্লিক।

উত্তরঃ (গ) নুরুলউদ্দিন  

২০। ভারতে প্রথম ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন- (ক) তিতুমির (খ) সৈয়দ আহমেদ (গ) দুদুমিঞা (ঘ) আব্দুল ওয়াহাব।

উত্তরঃ (খ) সৈয়দ আহমেদ  

২১। ভারতের ‘প্রথম ভাইসরয়‘ ছিলেন- (ক) লর্ড লিটন (খ) লর্ড ক্যানিং (গ) লর্ড ময়রা (ঘ) লর্ড ডালহৌসি।

উত্তরঃ (খ) লর্ড ক্যানিং  

২২। ‘জমিদার সভা‘ স্থাপিত হয়— (ক) ১৮৩৬ খ্রিস্টাব্দ (খ) ১৮৩৮ খ্রিস্টাব্দ (গ) ১৮৩৯ খ্রিস্টাব্দ (ঘ) ১৮৪০ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৮৩৮ খ্রিস্টাব্দ  

২৩।  ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন- (ক) নন্দলাল বসু (খ) গগণেন্দ্রনাথ ঠাকুর (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর  

২৪। ‘বর্তমান ভারত‘ গ্রন্থের রচয়িতা- (ক) স্বামী বিবেকানন্দ (খ) ডিরোজিও (গ) ডেভিড হেয়ার (ঘ) বিদ্যাসাগর।

উত্তরঃ (ক) স্বামী বিবেকানন্দ  

২৫। আধুনিক বাংলা বই ব্যবসার পথ প্রদর্শক বলা হয়- (ক) রাধাকান্ত দেব (খ) রামমোহন রায় (গ) বিদ্যাসাগর (ঘ) স্বামী বিবেকানন্দ।

উত্তরঃ (গ) বিদ্যাসাগর 

২৬। শ্রীরামপুর ছাপাখানার প্রথম প্রতিষ্ঠাতা- (ক) উইলিয়াম কেরি (খ) জন অ্যান্ড্রুজ (গ) পঞ্চানন কর্মকার (ঘ) চার্লস উইলকিন্স।

উত্তরঃ (ক) উইলিয়াম কেরি  

২৭। আধুনিক রসায়ন শাস্ত্রের জনক বলা হয়— (ক) জগদীশচন্দ্র বসুকে (খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে (গ) মেঘনাদ সাহাকে (ঘ) রাসবিহারী ঘোষকে।

উত্তরঃ (খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে  

২৮। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসাবে সরকারি অনুমোদন পায়– (ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯২১ খ্রিস্টাব্দে (গ) ১৯১৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২১ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৯২১ খ্রিস্টাব্দে

২৯। প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল—(ক) ইংল্যান্ডে (খ) গ্রিসে (গ) ভারতে (ঘ) ফ্রান্সে।

উত্তরঃ (খ) গ্রিসে  

৩০। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা হল- (ক) বঙ্গদর্শন (খ) বামাবোধিনী (গ) সোমপ্রকাশ (ঘ) সমাচার চন্দ্রিকা।

উত্তরঃ (গ) সোমপ্রকাশ  

৩১। ‘এশিয়াটিক সোসাইটি‘ প্রতিষ্ঠা করেন— (ক) উইলিয়াম কেরি (খ) উইলিয়াম ওয়ার্ড (গ) উইলিয়াম বেন্টিঙ্ক (ঘ) উইলিয়াম জোন্স।

উত্তরঃ (ঘ) উইলিয়াম জোন্স  

৩২।  কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন- (ক) লর্ড ক্যানিং (খ) লর্ড ডালহৌসি (গ) লর্ড লিটন (ঘ) লর্ড রিপন।

উত্তরঃ (ক) লর্ড ক্যানিং  

৩৩। ‘তিন আইন পাশ হয়- (ক) ১৮৭২ খ্রিস্টাব্দে (খ) ১৮৭৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (ক) ১৮৭২ খ্রিস্টাব্দে  

৩৪। ‘বাংলার নানা সাহেব‘ নামে পরিচিত- (ক) তিতুমির (খ) দীগম্বর বিশ্বাস (গ) রামরতন মল্লিক (ঘ) ঈশানচন্দ্র রায়।

উত্তরঃ (গ) রামরতন মল্লিক  

৩৫। ‘মহারানীর ঘোষণাপত্র’টি রচনা করেন- (ক) ডিসরেলি (খ) ক্যানিং (গ) আউট্রাম (ঘ) ডারবি।

উত্তরঃ (ঘ) ডারবি  

৩৬। সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন- (ক) রামগোপাল ঘোষ (খ) প্যারিচাঁদ মিত্র (গ) রামতনু লাহিড়ী (ঘ) নবগোপাল মিত্র।

উত্তরঃ (গ) রামতনু লাহিড়ী  

৩৮।  ‘গোরা‘ উপন্যাসটি প্রথমে প্রকাশিত হয়- (ক) দেশ পত্রিকায় (খ) প্রবাসী পত্রিকায় (গ) অমৃতবাজার পত্রিকায় (ঘ) উদ্বোধন পত্রিকায়।

উত্তরঃ (খ) প্রবাসী পত্রিকায় 

৩৯। ভারতে সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে- (ক) ইংরেজরা (খ) পর্তুগীজরা (গ) ফরাসিরা (ঘ) জার্মানরা।

উত্তরঃ (খ) পর্তুগীজরা  

৪০। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন- (ক) জওহরলাল নেহরু (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) রথীন্দ্রনাথ ঠাকুর (ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ (গ) রথীন্দ্রনাথ ঠাকুর  

৪১। বখস্ত আন্দোলন শুরু হয়েছিল-  (ক) বিহারে (খ) উড়িষ্যায় (গ) পাঞ্জাবে (ঘ) রাজস্থানে।

উত্তরঃ (ক) বিহারে  

৪২। সর্বভারতীয় কিষান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়— (ক) মাদ্রাজে (খ) লক্ষ্ণৌ–এ (গ) বোম্বাই–এ (ঘ) দিল্লিতে।

উত্তরঃ (খ) লক্ষ্ণৌ–এ  

৪৩। ‘কংগ্রেস সমাজতন্ত্রী দল‘ প্রতিষ্ঠিত হয়— (ক) ১৯৩০ খ্রিস্টাব্দে (খ) ১৯৩২ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩৬ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে  

৪৪। ‘ভারতের বিপ্লববাদের জনক’ বলা হয়- (ক) বাসুদেব বলবন্ত ফাদক–কে (খ) সূর্য সেনকে (গ) লালা হরদয়ালকে (ঘ) রাসবিহারী বসুকে।

উত্তরঃ (ক) বাসুদেব বলবন্ত ফাদক–কে  

৪৫। ‘সত্যশোধক সমাজ‘–এর মুখপত্রের নাম- (ক) প্রবাসী (খ) দেশ (গ) দীনমিত্র (ঘ) সঞ্জীবনী।

উত্তরঃ (গ) দীনমিত্র  

৪৬।  ‘সেদিনের কথা‘ গ্রন্থটি রচনা করেন- (ক) দক্ষিণারঞ্জন বসু (খ) মণিকুন্তলা সেন (গ) মহাশ্বেতা দেবী (ঘ) বুদ্ধদেব বসু।

উত্তরঃ (খ) মণিকুন্তলা সেন  

৪৭।  ‘রাজ্য পুনর্গঠন কমিশন’- এর সভাপতি ছিলেন- (ক) ফজল আলি (খ) এস কে দেব (গ) কে এম পানিক্কর (ঘ) হৃদয়নাথ কুঞ্জরু

উত্তরঃ (ক) ফজল আলি

৪৮। মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল- (ক) ১৮৯০ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯১১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৯১১ খ্রিস্টাব্দে  

৪৯। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়— (ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে  

৫০। তিতুমিরের প্রকৃত নাম ছিল- (ক) চিরাগ আলি (খ) হায়দর আলি (গ) মীর নিসার আলি (ঘ) তোরাপ আলি।

উত্তরঃ (গ) মীর নিসার আলি