১। সামাজিক ইতিহাসের স্বর্ণ যুগ বলা হয়- (ক) ১৯৬০–র দশককে (খ) ১৯৭০–র দশককে (গ) ১৯৮০–র দশককে (ঘ) ১৯৯০–র দশককে।
উত্তরঃ (ক) ১৯৬০-র দশককে
২। কবাডির পরিবর্তে জাতীয় খেলার মর্যাদা পায়- (ক) ক্রিকেট (খ) ফুটবল (গ) হকি (ঘ) ভলিবল।
উত্তরঃ (গ) হকি
৩। ‘বামাবোধিনী পত্রিকা’র প্রথম সম্পাদক- (ক) ক্ষেত্রমোহন দত্ত (খ) বসন্তকুমার দত্ত (গ) আনন্দকুমার দত্ত (ঘ) উমেশচন্দ্র দত্ত।
উত্তরঃ (ঘ) উমেশচন্দ্র দত্ত
৪। হিন্দু পেট্রিয়টের প্রথম মালিক- (ক) মধুসূদন দত্ত (খ) গিরিশচন্দ্র ঘোষ (গ) হরিশ্চন্দ্র মুখার্জি (ঘ) হারানচন্দ্র মুখার্জি।
উত্তরঃ (খ) গিরিশচন্দ্র ঘোষ
৫। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় যার সময়ে— (ক) রবার্ট ক্লাইভ (খ) ওয়ারেন হেস্টিংস (গ) লর্ড ওয়েলেসলি (ঘ) জোনাথান ডানকান।
উত্তরঃ (খ) ওয়ারেন হেস্টিংস
৬। ভারতে প্রথম অরণ্য আইন প্রণয়ন হয়- (ক) ১৮৬৫ খ্রিস্টাব্দ (খ) ১৮৬৭ খ্রিস্টাব্দ (গ) ১৮৭২ খ্রিস্টাব্দ (ঘ) ১৯২৭ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (ক) ১৮৬৫ খ্রিস্টাব্দ
৭। পাইকান জমি যে কাজের বিনিময়ে পাওয়া যেত- (ক) পালকি বহন (খ) পাইকারি বাজার (গ) সৈনিকের কাজ (ঘ) পঠন-পাঠনের কাজ।
উত্তরঃ (গ) সৈনিকের কাজ
৮। ১৮৫৭–এর বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ‘ বলেছেন– (ক) ভি ভি সাভারকার (খ) শশীভূষণ চৌধুরী (গ) গৌতম ভদ্র (ঘ) রণজিৎ গুহ।
উত্তরঃ (ক) ভি ভি সাভারকার
৯। মহারানির ঘোষণাপত্রটি প্রথম পাঠ করা (১৮৫৮) হয়— (ক) কলকাতায় ভিক্টোরিয়া হলে (খ) দিল্লিতে (গ) লক্ষ্ণৌতে (ঘ) এলাহাবাদে।
উত্তরঃ (ঘ) এলাহাবাদে
১০। জমিদার সভার ‘ল্যান্ড হোল্ডার্স সোসাইটি‘ নাম দেন- (ক) দ্বারকানাথ ঠাকুর (খ) প্রসন্নকুমার ঠাকুর (গ) রাধাকান্ত দেব (ঘ) রাজেন্দ্রলাল মিত্র।
উত্তরঃ (ক) দ্বারকানাথ ঠাকুর
১১। ১৮৩৫ খ্রিস্টাব্দে ছাপাখানার প্রাক্ আধুনিক যুগ শুরু হয়— কারণ— (ক) চার্লস মেটকাফ ছাপাখানার স্বাধীনতা ঘোষণা করেন (খ) লাইনো টাইপ শুরু হয় (গ) রঙিন অক্ষর ছাপা হয় (ঘ) ছবি ছাপার ব্যবস্থা হয়।
উত্তরঃ (গ) রঙিন অক্ষর ছাপা হয়
১২। ভারতে প্রথম মে দিবস পালন করেন– (ক) মুজফ্ফর আহমদ (খ) সিঙ্গারভেল্লু (গ) শ্রীপাদ অমৃত ডাঙ্গে (ঘ) মানবেন্দ্রনাথ রায়।
উত্তরঃ (খ) সিঙ্গারভেল্লু
১৩। মেদিনীপুরে ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার’ যার নেতৃত্বে গড়ে ওঠে— (ক) সুশীল ধাড়া (খ) মাতঙ্গিনী হাজরা (গ) অজয় মুখার্জি (ঘ) সতীশ সামন্ত।
উত্তরঃ (ঘ) সতীশ সামন্ত
১৪। ‘অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি‘ যার সভাপতিত্বে গড়ে ওঠে— (ক) আর এস নিম্বকার (খ) মুজফ্ফর আহমদ (গ) নজরুল ইসলাম (ঘ) পি সি যোশি।
উত্তরঃ (ক) আর এস নিম্বকার
১৫। ভারতের বুলবুল নামে পরিচিত- (ক) সরোজিনী নাইডু (খ) অরুণা আসফ আলি (গ) পারুল মুখার্জি (ঘ) জ্যোতিকণা দত্ত।
উত্তরঃ (ক) সরোজিনী নাইডু
১৬। পশ্চিমবাংলায় খাদ্য আন্দোলনের জন্ম নেয় যার থেকে- (ক) খাজনা বৃদ্ধি (খ) ক্যানেল কর (গ) জমিদারি ব্যবস্থা (ঘ) খাদ্য সঙ্কট
উত্তরঃ (ঘ) খাদ্য সঙ্কট
১৭। বিজন ভট্টাচার্য কোন বিষয়ে স্মরণীয়?—(ক) নাটক (খ) খেলাধুলোর ইতিহাস (গ) বিজ্ঞান চর্চা (ঘ) চিত্রাঙ্কন।
উত্তরঃ (ক) নাটক
১৮। সোমপ্রকাশ পত্রিকা যে আইনে সাময়িকভাবে বন্ধ ছিল– (ক) ১৯১৯–এর আইন (খ) ১৮৭৬–এর আইন (গ) ১৮৫৮–এর আইন (ঘ) ১৮৭৮–এর আইন।
উত্তরঃ (ঘ) ১৮৭৮–এর আইন
১৯। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার নামকরণ করেন- (ক) হরিশচন্দ্র মুখার্জী (খ) হরিশচন্দ্র ঘোষ (গ) গিরিশচন্দ্র ঘোষ (ঘ) উমেশচন্দ্র দত্ত।
উত্তরঃ (গ) গিরিশচন্দ্র ঘোষ
২০। জেসুইট মিশনারীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়- (ক) স্কটিশচার্চ কলেজ (খ) বিশপ কলেজ (গ) ওরিয়েন্টাল সেমিনারি (ঘ) সেন্ট জেভিয়ার্স কলেজ।
উত্তরঃ (ঘ) সেন্ট জেভিয়ার্স কলেজ
২১। বিধবা বিবাহের সমর্থনে বিদ্যাসাগরের জোরালো প্রবন্ধ প্রকাশিত হয়- (ক) সোমপ্রকাশ (খ) বঙ্গদর্শন (গ) তত্ত্ববোধিনী (ঘ) বামাবোধিনী।
উত্তরঃ (গ) তত্ত্ববোধিনী
২২। কোন বিদ্রোহের ফলশ্রুতিতে জঙ্গলমহল জেলা গঠিত হয়— (ক) কোল (খ) চুয়াড় (গ) সাঁওতাল (ঘ) মুণ্ডা।
উত্তরঃ (খ) চুয়াড়
২৩। হুল দিবস পালিত হয়— (ক) ৩০ শে জুন (খ) ৩০ জুলাই (গ) ১লা আগস্ট (ঘ) ১০ ডিসেম্বর।
উত্তরঃ (ক) ৩০শে জুন
২৪। Indian Society of Oriental Art-এর প্রতিষ্ঠাতা ছিলেন— (ক) গগনেন্দ্রনাথ (খ) নন্দলাল বসু (গ) অবনীন্দ্রনাথ (ঘ) বলেন্দ্রনাথ।
উত্তরঃ (গ) অবনীন্দ্রনাথ
২৫। ১৮৫৮-তে ভাইসরয়ের মাধ্যমে ভারত শাসনভার গ্রহণ করেন– (ক) এটলি (খ) এলিজাবেথ (গ) ভিক্টোরিয়া (ঘ) থ্যাচার।
উত্তরঃ (গ) ভিক্টোরিয়া
২৬। The Abbey of Bliss-এর মূল রচয়িতা কে?- (ক) মধুসুদন দত্ত (খ) রণজিৎ গুহ (গ) দীনবন্ধু মিত্র (ঘ) বঙ্কিমচন্দ্র।
উত্তরঃ (ঘ) বঙ্কিমচন্দ্র
২৭। Indian Stastistical Institute -এর কে প্রতিষ্ঠা করেন— (ক) মহেন্দ্র গুপ্ত (খ) মহেন্দ্রলাল সরকার (গ) জগদীশচন্দ্র (ঘ) পি সি মহালনবিস।
উত্তরঃ (ঘ) পি সি মহালনবিস
২৮। ছেলেদের ‘রামায়ণ’ গ্রন্থের ছবিগুলি কার আঁকা?– (ক) উপেন্দ্রকিশোর (খ) অবনীন্দ্রনাথ (গ) গগনেন্দ্রনাথ (ঘ) নন্দলাল বসু।
উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর
২৯। বঙ্গভঙ্গকে জাতীয় বিপর্যয় আখ্যা দেন— (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) তিলক (গ) বিপিনচন্দ্র পাল (ঘ) সুভাষচন্দ্র বসু।
উত্তরঃ (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
৩০। কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল– (ক) বলদ (খ) হাতুড়ি (গ) সূর্য (ঘ) লাঙল।
উত্তরঃ (ঘ) লাঙল
৩১। ঝাঁসিরানী ব্রিগেডের নেতৃত্ব দেন – (ক) সরোজিনী নাইডু (খ) প্রীতিলতা (গ) কল্পনা (ঘ) লক্ষ্মী স্বামীনাথন।
উত্তরঃ (ঘ) লক্ষ্মী স্বামীনাথন
৩২। ‘হাতে কাম, মুখে নাম’- এর প্রবক্তা ছিলেন- (ক) আম্বেদকর (খ) গান্ধীজি (গ) হরিচাঁদ (ঘ) গুরুচাঁদ।
উত্তরঃ (গ) হরিচাঁদ
৩৩। ‘উদ্বাস্তু’ গ্রন্থটির লেখক– (ক) দক্ষিণারঞ্জন বসু (খ) অন্নদাশঙ্কর (গ) খুশবন্ত সিং (ঘ) হিরন্ময় বন্দ্যোপাধ্যায়।
উত্তরঃ (ঘ) হিরন্ময় বন্দ্যোপাধ্যায়
৩৪। গোয়া দখলের আনুষ্ঠানিক নাম ছিল— অপারেশন— (ক) বিজয় (খ) শান্তি (গ) দখল (ঘ) স্বাধীনতা।
উত্তরঃ (ক) বিজয়
৩৫। প্রাচ্যের ইতিহাস রচনার উপাদান সংগ্রহের জন্য তৈরি “ইন্ডিয়া হাউস” অবস্থিত- (ক) দিল্লি (খ) লন্ডন (গ) কলকাতা (ঘ) ফ্রান্সে।
উত্তরঃ (খ) লন্ডন
৩৬। ‘সাধারণ জনশিক্ষা কমিটি’ প্রতিষ্ঠিত হয়— (ক) ১৮১৩ খ্রিস্টাব্দে (খ) ১৮২৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৪২ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৮২৩ খ্রিস্টাব্দে
৩৭। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন- (ক) ডঃ এম জে ব্রামলি (খ) ডঃ এইচ এইচ গুড়িভ (গ) ডঃ এন ওয়ালিশ (ঘ) ডঃ জে গ্রান্ট।
উত্তরঃ (ক) ডঃ এম জে ব্রামলি
৩৮। বাঁশের কেল্লা ধ্বংস হয়- (ক) লর্ড ডালহৌসির আদেশে (খ) লর্ড লিটনের আদেশে (গ) লর্ড বেন্টিঙ্কের আদেশে (ঘ) লর্ড আমহার্স্টের আদেশে।
উত্তরঃ (গ) লর্ড বেন্টিঙ্কের আদেশে
৩৯। সুই মুণ্ডা ছিলেন যে বিদ্রোহের নেতা- (ক) সাঁওতাল বিদ্রোহ (খ) চুয়াড় বিদ্রোহ (গ) মুণ্ডা বিদ্রোহ (ঘ) কোল বিদ্রোহ।
উত্তরঃ (ঘ) কোল বিদ্রোহ
৪০। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন- (ক) গৌরীশঙ্কর ভট্টাচার্য (খ) দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন (গ) দ্বারকানাথ ঠাকুর (ঘ) যোগেশচন্দ্র বাগল।
উত্তরঃ (ক) গৌরীশঙ্কর ভট্টাচার্য
৪১। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনের অবসান ঘটে— (ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
৪২। মেদিনীপুরে অসহযোগ আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দেন- (ক) সতীশ সামন্ত (খ) অশ্বিনীকুমার দত্ত (গ) বীরন্দ্রেনাথ শাসমল (ঘ) সুশীল ধাড়া।
উত্তরঃ (ক) সতীশ সামন্ত
৪৩। ‘লাঙল’ পত্রিকার সম্পাদক- (ক) সন্তোষ সিং (খ) নজরুল ইসলাম (গ) পি সি যোশী (ঘ) মুজফ্ফর আহমদ।
উত্তরঃ (খ) নজরুল ইসলাম
৪৪। সারা ভারত কিষান কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন– (ক) এন জি রঙ্গ (খ) জয়প্রকাশ নারায়ণ (গ) স্বামী সহজানন্দ সরস্বতী (ঘ) আচার্য নরেন্দ্র দেব।
উত্তরঃ (গ) স্বামী সহজানন্দ সরস্বতী
৪৫। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একজন নেত্রী ছিলেন– (ক) সরোজিনী নাইডু (খ) কমলা নেহরু (গ) লীলাবতী মিত্র (ঘ) মাতঙ্গিনী হাজরা।
উত্তরঃ (গ) লীলাবতী মিত্র
৪৬। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়, যে আন্দোলন পর্বে— (ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন (খ) অসহযোগ আন্দোলন (গ) আইন অমান্য আন্দোলন (ঘ) ভারত ছাড়ো আন্দোলন।
উত্তরঃ (গ) আইন অমান্য আন্দোলন
৪৭। সিকিম ভারতভুক্ত হয়- (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৯৫০ খ্রিস্টাব্দে (গ) ১৯৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৬১ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
৪৮। মল্লিকা সারাভাই কিসের জন্য খ্যাতি লাভ করেছেন- (ক) সংগীত (খ) নৃত্য (গ) চিত্রকলা (ঘ) চলচ্চিত্র।
উত্তরঃ (খ) নৃত্য
৪৯। ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন- (ক) রণজিৎ গুহ (খ) সুমিত সরকার (গ) বিপানচন্দ্র (ঘ) রমেশচন্দ্র দত্ত।
উত্তরঃ (ক) রণজিৎ গুহ
৫০। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল- (ক) ১৭১৩ খ্রিস্টাব্দ (খ) ১৮১৩ খ্রিস্টাব্দ (গ) ১৯১৩ খ্রিস্টাব্দ (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দ