১।ভারতীয় পোশাকের নৃ–তাত্ত্বিক বিশ্লেষণের ওপর গুরুত্ব দেন—(ক) অরেল স্টাইন (খ) কানিংহাম (গ) জন মার্শাল (ঘ) কর্নেল ডালটন।
উত্তরঃ (ঘ) কর্নেল ডালটন
২। কত খ্রিস্টাব্দে ‘ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি‘ গড়ে?— (ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে (খ) ১৯৭৬ খ্রিস্টাব্দে (গ) ১৯৮২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৮৪ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৮২ খ্রিস্টাব্দে
৩। কে বলেছেন যে “বাংলার নবজাগরণ আন্দোলন ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীত মুখী”– (ক) যদুনাথ সরকার (খ) সুপ্রকাশ রায় (গ) অমলেশ ত্রিপাঠি (ঘ) বিনয় ঘোষ।
উত্তরঃ (খ) সুপ্রকাশ রায়
৪। বাংলায় সর্ব ধর্ম সমন্বয়ের আদর্শের প্রধান প্রচারক ছিলেন?— (ক) শ্রীরামকৃষ্ণ (খ) তৈলঙ্গস্বামী (গ) বিজয়কৃষ্ণ গোস্বামী (ঘ) স্বামী বিবেকানন্দ।
উত্তরঃ (ক) শ্রীরামকৃষ্ণ
৫। ‘শব্দ কল্প দ্রুম’ নামক সংস্কৃতি অভিধানের রচয়িতা হলেন?– (ক) কেশবচন্দ্র সেন (খ) রাধাকান্ত দেব (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর (ঘ) রাজা রামমোহন রায়।
উত্তরঃ (খ) রাধাকান্ত দেব
৬। ব্রিটিশ সরকার বর্ণবিভাগের ইনস্টেপক্টর জেনারেল নিয়োগ করেন- (ক) ম্যাকডোনাল্ডকে (খ) ভায়াট্রিস ব্রান্ডিসকে (গ) জেমস্ লঙকে (ঘ) চার্লস কুইন্টালকে।
উত্তরঃ (খ) ভায়াট্রিস ব্রান্ডিসকে
৭। কোন গভর্নর জেনারেলের নির্দেশে কোল বিদ্রোহ দমিত হয়েছিল?— (ক) লর্ড উইলিয়াম বেন্টিক (খ) লর্ড ক্যানিং (গ) লর্ড কার্জন (ঘ) লর্ড মেয়ো।
উত্তরঃ (ক) লর্ড উইলিয়াম বেন্টিক
৮। পাকুড়ের রাজবাড়ি দখল করে কোন উপজাতি বিদ্রোহীরা?– (ক) সাঁওতালরা (খ) কোলরা (গ) ভীলরা (ঘ) মুণ্ডারা।
উত্তরঃ (ক) সাঁওতালরা
৯। ‘আনন্দমঠ‘ উপন্যাসে বিদ্রোহের নেতা ছিলেন— (ক) সত্যানন্দ (খ) দয়ানন্দ (গ) ভবানন্দ (ঘ) নবীনানন্দ।
উত্তরঃ (ক) সত্যানন্দ
১০। ব্রিটিশ আমলে সর্বপ্রথম কোথায় রাজনৈতিক সংগঠনগুলির প্রতিষ্ঠা শুরু হয়?— (ক) পাঞ্জাব (খ) বাংলা (গ) মাদ্রাজ (ঘ) বোম্বাই।
উত্তরঃ (খ) বাংলা
১১। টেগোর অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন— (ক) দ্বারকানাথ ঠাকুর (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) রথীন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ (ক) দ্বারকানাথ ঠাকুর
১২। মেলা, যাত্রা, কথকতা ইত্যাদি জনপ্রিয় লোকমাধ্যমকে শিক্ষা প্রদানের কাজে লাগানোর উপর জোর দেন— (ক) রামমোহন রায় (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) স্বামী বিবেকানন্দ।
উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
১৩। অসহযোগ আন্দোলনে বীরভূমের কৃষক আন্দোলনের প্রধান নেতা ছিলেন— (ক) বীরেন্দ্রনাথ শাসমল (খ) সোমেশ্বর চৌধুরী (গ) জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় (ঘ) স্বামী বিদ্যানন্দ৷
উত্তরঃ (গ) জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়
১৪। গুজরাটের ব্রোচ জেলার যে স্থানে আইন অমান্যকালে খাজনা বন্ধের আন্দোলন হয়েছিল, সেটি হল— (ক) বারদৌলি (খ) খেদা (গ) জাম্বুসার (ঘ) রাজকোট।
উত্তরঃ (ঘ) রাজকোট
১৫। রশিদ আলি দিবস পালনের উদ্যোগ নেয়— (ক) বামপন্থী ছাত্র সংগঠন (খ) মুসলিম লীগ (গ) কংগ্রেস ছাত্র পরিষদ (ঘ) জাতীয়বাদী ছাত্র সংগঠন।
উত্তরঃ (খ) মুসলিম লীগ
১৬। ভারতীয় বিপ্লব কমিটি গঠন করেন— (ক) সুভাষচন্দ্র বসু (খ) মানবেন্দ্রনাথ রায় (গ) সূর্য সেন (ঘ) মুজফফ্র আহমদ।
উত্তরঃ (গ) সূর্য সেন
১৭। বাঘাযতীনের নির্দেশে কোন জাহাজে করে অস্ত্রশস্ত্র প্রেরণ করেন সি এফ মার্টিন— (ক) ম্যাভেরিক (খ) কামাগাথা মারু (গ) তোষামারু (ঘ) প্রিন্স অব ওয়েলস।
উত্তরঃ (ক) ম্যাভেরিক
১৮। সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন কমিশনের সদস্য ছিলেন?– (ক) রাজ্য পুনর্গঠন কমিশন (খ) সরকারি ভাষা কমিশন (গ) ভাষাভিত্তিক প্রদেশ কমিশন (ঘ) জে ভি পি কমিটি।
উত্তরঃ (খ) সরকারি ভাষা কমিশন
১৯। হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন?— (ক) সিঙ্গারাভেলু চেট্টিয়া (খ) চিন কিলিচ খাঁ (গ) মীর মহম্মদ ওসমান আলি (ঘ) পট্টি শ্রীরামালু।
উত্তরঃ (খ) চিন কিলিচ খাঁ
২০। ‘সূর্য দীঘল বাড়ি‘ স্মৃতি কথা লেখেন- (ক) আবু ইসাক (খ) নীলিমা ইব্রাহিম (গ) চৌধুরী খালিকুজ্জমান (ঘ) বাবলুকুমার পাল।
উত্তরঃ (ক) আবু ইসাক
২১। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর নাম কোন্ খেলার সাথে যুক্ত?– (ক) ফুটবল (খ) হকি (গ) ক্রিকেট (ঘ) মল্লযুদ্ধ।
উত্তরঃ (ক) ফুটবল
২২। ‘ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন‘ গঠিত হয়— (ক) ১৯০২ খ্রিস্টাব্দে (খ) ১৯০৪ খ্রিস্টাব্দে (গ) ১৯১১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯০৪ খ্রিস্টাব্দে
২৩। সতীদাহ প্রথা উচ্ছেদের বিরোধী ছিলেন- (ক) নবকৃষ্ণ দেব (খ) শ্রীশচন্দ্র দেব (গ) নীহারকৃষ্ণ দেব (ঘ) রাধাকান্ত দেব।
উত্তরঃ (ঘ) রাধাকান্ত দেব
২৪। মুন্ডাবিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল- (ক) হাজারিবাগ (খ) রাঁচি (গ) পালামৌ (ঘ) চাঁইবাসা।
উত্তরঃ (খ) রাঁচি
২৫। ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ‘ নামে পরিচিত ছিলেন- (ক) রানী রাসমণি (খ) রানী দুর্গাবাঈ (গ) রানী শিরোমণি (ঘ) রানী তারাবাঈ।
উত্তরঃ (গ) রানী শিরোমণি
২৬। অবনীন্দ্রনাথ ঠাকুর ‘বঙ্গমাতা’ চিত্রটি অঙ্কন করেন- (ক) ১৮৮৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৯১ খ্রিস্টাব্দে (গ) ১৯০২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে
২৭। মহাবিদ্রোহে যোগ দেয়নি যে রাজ্যটি- (ক) বিহার (খ) উত্তর প্রদেশ (গ) মধ্যপ্রদেশ (ঘ) পাঞ্জাব।
উত্তরঃ (ঘ) পাঞ্জাব
২৮। জমিদার সভার সভাপতি ছিলেন— (ক) রাজা রাধাকান্ত দেব (খ) রাজনারায়ণ বসু (গ) প্রসন্নকুমার ঠাকুর (ঘ) দ্বারকানাথ ঠাকুর।
উত্তরঃ (ক) রাজা রাধাকান্ত দেব
২৯। বিদ্যাসাগরের ‘বর্ণ পরিচয় বইটি প্রথম প্রকাশিত হয়েছিল- (ক) ১৮৫৩ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
৩০। রাম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়- (ক) মালাবার অঞ্চলে (খ) কোঙ্কন উপকূলে (গ) উড়িষ্যা উপকূলে (ঘ) গোদাবরী উপত্যকায়।
উত্তরঃ (ঘ) গোদাবরী উপত্যকায়
৩১। ‘ফ্লাউড কমিশন‘ কোন্ বিদ্রোহের সাথে যুক্ত- (ক) চম্পারণ (খ) তেভাগা (গ) তেলেঙ্গানা (ঘ) কুম্ফা।
উত্তরঃ (খ) তেভাগা
৩২। ‘পতিদার যুবক মণ্ডল‘ গড়ে উঠেছিল- (ক) বারদৌলিতে (খ) সীতাপুরে (গ) মির্জাপুরে (ঘ) বারাবাকিতে।
উত্তরঃ (ক) বারদৌলিতে
৩৩। ‘নারী কর্মমন্দির’ প্রতিষ্ঠা করেছিলেন- (ক) উর্মিলাদেবী (খ) বাসন্তীদেবী (গ) কল্পন দত্ত (ঘ) লীলা রায় (নাগ)।
উত্তরঃ (ক) উর্মিলাদেবী
৩৪। ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি‘ যে ঘটনার সাথে যুক্ত ছিল— (ক) অলিন্দ যুদ্ধ (খ) ডান্ডি অভিযান (গ) লাহোর ষড়যন্ত্র মামলা (ঘ) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন।
উত্তরঃ (ঘ) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
৩৫। মাহাদ মার্চ পরিচালিত হয়েছিল- (ক) অস্পৃশ্যদের আইনসভায় আসন সংরক্ষণের জন্য (খ) গ্রামের পুকুরের জল ব্যবহারের জন্য (গ) মন্দিরে প্রবেশের জন্য (ঘ) অস্পৃশ্যদের চাকরির সংরক্ষণের জন্য।
উত্তরঃ (খ) গ্রামের পুকুরের জল ব্যবহারের জন্য
৩৬। গণভোটের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয়— (ক) কাশ্মীর (খ) হায়দরাবাদ (গ) জুনাগড় (ঘ) গোয়ালিয়র।
উত্তরঃ (গ) জুনাগড়
৩৭। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় – (ক) ৮ই জুন (খ) ২২শে ফেব্রুয়ারি (গ) ৮ই মার্চ (ঘ) ৫ই জুন।
উত্তরঃ (ঘ) ৫ই জুন
৩৮। প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয়— (ক) ১৮৭২ খ্রিস্টাব্দে (খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৮২ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৮৮২ খ্রিস্টাব্দে
৩৯। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা- (ক) রামমোহন রায় (খ) কেশবচন্দ্র সেন (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর (ঘ) স্বামী বিবেকানন্দ।
উত্তরঃ (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
৪০। ‘হুল‘ কথাটির অর্থ হল- (ক) ঈশ্বর (খ) স্বাধীনতা (গ) অস্ত্র (ঘ) বিদ্রোহ।
উত্তরঃ (ঘ) বিদ্রোহ
৪১। মহারানীর ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য (ক) ভারতবাসীর আনুগত্য অর্জন (খ) ভারতে ব্রিটিশদের একচেটিয়া অধিকার লোপ (গ) ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার দান (ঘ) মহাবিদ্রোহে (১৮৫৭) ভারতীয়দের মুক্তি।
উত্তরঃ (ক) ভারতবাসীর আনুগত্য অর্জন
৪২। ল্যান্ড হোল্ডার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন- (ক) রাজা রাধাকান্ত দেব (খ) প্রসন্নকুমার ঠাকুর (গ) রাজা রামমোহন রায় (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ (ক) রাজা রাধাকান্ত দেব
৪৩। বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়— (ক) ১৫৫৬ খ্রিস্টাব্দে (খ) ১৭৭৮ খ্রিস্টাব্দে (গ) ১৭৮৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে
৪৪। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউড–এর প্রথম অধ্যক্ষ- (ক) অরবিন্দ ঘোষ (খ) সতীশচন্দ্ৰ বসু (গ) যোগেশচন্দ্র ঘোষ (ঘ) প্রমথনাথ বসু।
উত্তরঃ (ঘ) প্রমথনাথ বসু
৪৫। ‘দেশ প্রাণ‘ নামে পরিচিত ছিলেন- (ক) সতীশচন্দ্র সামন্ত (খ) অশ্বিনীকুমার দত্ত (গ) বীরেন্দ্র শাসমল (ঘ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত।
উত্তরঃ (গ) বীরেন্দ্র শাসমল
৪৬। মোপলা বিদ্রোহ (১৯২১) হয়েছিল- (ক) মালাবার উপকূলে (খ) কোঙ্কন উপকূলে (গ) গোদাবরী উপত্যকায় (ঘ) তেলেঙ্গানা অঞ্চলে।
উত্তরঃ (ক) মালাবার উপকূলে
৪৭। মীরাট ষড়যন্ত্র মামলা (১৯২৯) হয়েছিল— (ক) জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে (খ) বিপ্লবীদের বিরুদ্ধে (গ) শ্রমিক নেতাদের বিরুদ্ধে (ঘ) কৃষক নেতাদের বিরুদ্ধে।
উত্তরঃ (গ) শ্রমিক নেতাদের বিরুদ্ধে
৪৮। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল— ক) কাশ্মীর (খ) জুনাগড় (গ) হায়দ্রারাবাদ (ঘ) জয়পুর।
উত্তরঃ (গ) হায়দ্রারাবাদ
৪৯। ভারতের স্বাধীনতা আইন পাশ হয়– (ক) ১৯৪৮–এর ৪ই জুলাই (খ) ১৯৪৭–এর ১৮ই জুলাই (গ) ১৯৪৭- এর ৩০শে জুলাই (ঘ) ১৯৪৭–র ১৫ই আগস্ট।
উত্তরঃ (খ) ১৯৪৭-এর ১৮ই জুলাই
৫০। বাংলা ভাষায় লিখিত প্রথম ঐতিহাসিক উপন্যাস- (ক) দূর্গেশনন্দিনী (খ) আনন্দমঠ (গ) কপালকুণ্ডলা (ঘ) বিষবৃক্ষ।
উত্তরঃ (ক) দূর্গেশনন্দিনী