১। বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর  

২।।মোপলা বিদ্রোহ হয়েছিল- (ক) কোঙ্কন উপকূলে (খ) কাথিয়াবাড় উপকূলে (গ) মাদ্রাজে (ঘ) মালাবার উপকূলে।

উত্তরঃ (ঘ) মালাবার উপকূলে  

৩।  অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০ খ্রিস্টাব্দ)-এর প্রথম সভাপতি ছিলেন- (ক) লালা লাজপৎ রায় (খ) স্বামী সহজানন্দ (গ) এন জি রঙ্গ (ঘ) মুজাফ্ফর আহমদ।

উত্তরঃ (ক) লালা লাজপৎ রায়  

৪। বাংলায় কৃষক প্রজা পার্টি (১৯২৯ খ্রিস্টাব্দ) প্রতিষ্ঠা করেন- (ক) এ কে ফজলুল হক (খ) চারু মজুমদার (গ) বীরেন্দ্রনাথ শাসমল (ঘ) নলিনী গুপ্ত।

উত্তরঃ (ক) এ কে ফজলুল হক  

৫। স্বদেশী আন্দোলনের সময় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রতিষ্ঠা করেন– (ক) ননীবালা দেবী (খ) কুমুদিনী মিত্র (গ) ঊর্মিলা দেবী (ঘ) সরলাদেবী চৌধুরানী।

উত্তরঃ (ঘ) সরলাদেবী চৌধুরানী।  

৬। ‘অ্যান্টি-সার্কুলার সোস্যাইটি’ (১৯০৫ খ্রিস্টাব্দ) গঠন করেন– (ক) শচীন্দ্রপ্রসাদ বসু (খ) সতীশচন্দ্র বসু (গ) প্রমথনাথ বসু (ঘ) হেমচন্দ্ৰ ঘোষ।

উত্তরঃ (ক) শচীন্দ্রপ্রসাদ বসু  

৭। ‘সেলফ-রেসপেক্ট’ আন্দোলনে নেতৃত্ব দেন- (ক) নারায়ণ গুরু (খ) ই ভি রামস্বামী নায়কার (গ) জ্যোতিরাও ফুলে (ঘ) বি আর আম্বেদকর।

উত্তরঃ (খ) ই ভি রামস্বামী নায়কার  

৮। জুনাগড় কবে ভারতভুক্ত হয় ?– (ক) ১৯৪৮ খ্রিস্টাব্দ (খ) ১৯৪৭ খ্রিস্টাব্দ (গ) ১৯৪৯ খ্রিস্টাব্দ (ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দ।

উত্তরঃ (গ) ১৯৪৯ খ্রিস্টাব্দ  

৯। ‘উদ্বাস্তু’ গ্রন্থটির রচয়িতা- (ক) প্রফুল্লকুমার চক্রবর্তী (খ) মণিকুন্তলা সেন (গ) সুনন্দা সিকদার (ঘ) হিরন্ময় বন্দ্যোপাধ্যায়।

উত্তরঃ (ঘ) হিরন্ময় বন্দ্যোপাধ্যায়।

১০। ভারতে চিপকো আন্দোলন ছিল–(ক) শ্রমিক আন্দোলন (খ) পরিবেশ আন্দোলন (গ) কৃষক আন্দোলন (ঘ) ভাষা আন্দোলন।

উত্তরঃ (খ) পরিবেশ আন্দোলন  

১১।  পৃথিবীর প্রাচীন খেলার নাম– (ক) কাবাডি (খ) জুডো (গ) মানাকালী (ঘ) হকি।

উত্তরঃ (গ) মানাকালী  

১২। হিন্দু কলেজের বর্তমান নাম– (ক) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (খ) সুরেন্দ্রনাথ কলেজ (গ) রামমোহন কলেজ (ঘ) বিদ্যাসাগর কলেজ।

উত্তরঃ (ক) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়  

১৩। “গ্রামবার্তা প্রকাশিকা” প্রকাশ করেন- (ক) হরিনাথ মজুমদার (খ) কালীপ্রসন্ন সিংহ (গ) দীনবন্ধু মিত্র (ঘ) হরিশচন্দ্র মুখার্জি।

উত্তরঃ (ক) হরিনাথ মজুমদার  

১৪। বাংলার নবজাগরণ ছিল– (ক) ব্যক্তি কেন্দ্রিক (খ) প্রতিষ্ঠান কেন্দ্রিক (গ) কলকাতা কেন্দ্রিক (ঘ) গ্রাম কেন্দ্রিক।

উত্তরঃ (গ) কলকাতা কেন্দ্রিক  

১৫। “দার–উল-হারব” কথার অর্থ হল- (ক) ইসলামের দেশ (খ) শান্তির দেশ (গ) শত্রুর দেশ (ঘ) মহাজনের এলাকা।

উত্তরঃ (গ) শত্রুর দেশ  

১৬। সন্ন্যাসী-ফকির বিদ্রোহের একজন  নেতা হলেন- (ক) দেবী সিংহ (খ) জোয়া ভগত (গ) চিরাগ আলি (ঘ) বিদ্যাধর মহাপাত্র।

উত্তরঃ (গ) চিরাগ আলি  

১৭। “Eighteen Fifty Seven” গ্রন্থের লেখক কে ?- (ক) সুরেন্দ্রনাথ সেন (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) বঙ্কিমচন্দ্র (ঘ) শরৎচন্দ্র।

উত্তরঃ (ক) সুরেন্দ্রনাথ সেন  

১৮। “The Government of India Act” আইনটি পাশ হয়- (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দ (খ) ১৮৫৬ খ্রিস্টাব্দ (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দ (ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দ।

উত্তরঃ (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দ  

১৯। ভারতসভার প্রথম অধিবেশন বসে কলকাতার– (ক) অ্যালবার্ট হলে (খ) ডিরোজিও হলে (গ) টাউন হলে (ঘ) বেকার হলে।

উত্তরঃ (ক) অ্যালবার্ট হলে  

২০। ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন- (ক) হ্যালহেড (খ) সুবেশচন্দ্র মজুমদার (গ) চার্লস উইলকিনস (ঘ) অগাস্টাস হিকি।

উত্তরঃ (গ) চার্লস উইলকিনস  

২১। “গোলদীঘির গোলামখানা” নামে পরিচিত ছিল- (ক) বসু বিজ্ঞান মন্দির (খ) কলকাতা বিজ্ঞান কলেজ (গ) বেঙ্গল টেকনিক্যাল ইন্সস্টিটিউট (ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়।

উত্তরঃ (ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়।  

২২। “লাঙ্গল” পত্রিকা কোন সংস্থার মুখপত্র ছিল ? (ক) স্বরাজ্য দল (খ) যুগান্তর দল (গ) বাংলার শ্রমিক কৃষক দল (ঘ) ভারতের কমিউনিস্ট দল-এর।

উত্তরঃ (ঘ) ভারতের কমিউনিস্ট দল-এর।  

২৩। তিন কাঠিয়া প্রথা যে ফসলের সঙ্গে যুক্ত সেটি হল- (ক) নীল (খ) পাট (গ) আম (ঘ) ধান।

উত্তরঃ (ক) নীল  

২৪। “ভারতের নাইটেঙ্গল” নামে পরিচিত ছিলেন- (ক) কল্পনা দত্ত (খ) তরু দত্ত (গ) সরোজিনী নাইডু (ঘ) মাতঙ্গিনী হাজরা।

উত্তরঃ (গ) সরোজিনী নাইডু  

২৫।  ‘বাংলায় অরন্ধন’ দিবস পালিত হয় ১৯০৫ খ্রিস্টাব্দ- (ক) ১৫ অক্টোবর (খ) ১৭ ডিসেম্বর (গ) ১৮ ডিসেম্বর (ঘ) ১৬ অক্টোবর।

উত্তরঃ (ঘ) ১৬ অক্টোবর  

২৬। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম- (ক) অনুশীলন সমিতি (খ) গদর দল (গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স।

উত্তরঃ (গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি  

২৭।  “ছেড়ে আসা গ্রাম” কোথাকার ছেড়ে আসা গ্রাম ? (ক) ভারতের (খ) বাংলাদেশের (গ) পাকিস্তানের (ঘ) ভুটানের।

উত্তরঃ (খ) বাংলাদেশের  

২৮। দেশীয় রাজ্য ছিল না – (ক) রোমের (খ) ভূপালের (গ) হায়দ্রাবাদের (ঘ) জয়পুরের।

উত্তরঃ (ঘ) জয়পুরের 

২৯। পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল- (ক) গোদাবরী উপত্যকায় (খ) দক্ষিণ ওড়িষ্যায় (গ) কাথিয়াবাড় উপদ্বীপে (ঘ) মালাবার উপকূলে। 

উত্তরঃ (ক) গোদাবরী উপত্যকায়  

৩০। নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয়-(ক) আঠারো শতকে (খ) উনিশ শতকে (গ) বিশ শতকে (ঘ) একুশ শতকে।

উত্তরঃ (খ) উনিশ শতকে  

৩১। উদয়শঙ্কর হলেন একজন বিখ্যাত- (ক) গায়ক (খ) নৃত্যশিল্পী (গ) চিত্রশিল্পী (ঘ) অভিনেতা।

উত্তরঃ (খ) নৃত্যশিল্পী  

৩২। প্রাচ্যবাদী শিক্ষার প্রবক্তা ছিলেন – (ক) মেকলে (খ) আলেকজান্ডার ডাফ (গ) ডেভিড হেয়ার (ঘ) এইচ ডি কোলব্রুক।

উত্তরঃ (ঘ) এইচ ডি কোলব্রুক  

৩৩। ‘নীলদর্পণ” নাকটটি প্রথম অভিনীত হয় – (ক) কলকাতায় (খ) ঢাকায় (গ) শ্রীরামপুরে (ঘ) রংপুরে।

উত্তরঃ (খ) ঢাকায়  

৩৪। উনিশ শতকে বাংলার নবজাগরণ সীমাবদ্ধ ছিল যে শ্রেণির মধ্যে- (ক) উচ্চবিত্ত  (খ) মধ্যবিত্ত (গ) নিম্নবিত্ত (ঘ) কৃষক।

উত্তরঃ (খ) মধ্যবিত্ত  

৩৫। ‘ছোটনাগপুর প্রজাস্বত্ত্ব আইন পাশ হয়— (ক) ১৮৮১ খ্রিস্টাব্দ (খ) ১৮৯০ খ্রিস্টাব্দ (গ) ১৯০৫ খ্রিস্টাব্দ (ঘ) ১৯০৮ খ্রিস্টাব্দ।

উত্তরঃ (ঘ) ১৯০৮ খ্রিস্টাব্দ  

৩৬। ‘চুয়াড়’ শব্দের অর্থ –
(ক) অসভ্য (খ) কৃষক (গ) প্রতারক (ঘ) বিদ্রোহী।

উত্তরঃ (ক) অসভ্য  

৩৭। হিন্দুমেলার অপর নাম ছিল- (ক) শ্রাবণ মেলা (খ) চৈত্র মেলা (গ) বৈশাখী মেলা (ঘ) রামনবমী মেলা।

উত্তরঃ (খ) চৈত্র মেলা  

৩৮। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন – (ক) লর্ড রিপন (খ) লর্ড লিটন (গ) লর্ড নর্থব্রুক (ঘ) লর্ড ক্যানিং।

উত্তরঃ (গ) লর্ড নর্থব্রুক  

৩৯। “বাংলার গুটেনবার্গ” বলা হয়- (ক) পঞ্চানন কর্মকার (খ) চার্লস উইলকিন্স (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) ইউ এন রায়।

উত্তরঃ (খ) চার্লস উইলকিন্স  

৪০। রাধানাথ সিকদার যে বিভাগে কাজ করতেন— (ক) ভূ-তত্ত্ব (খ) জরিপ (গ) হিন্দু কলেজ (ঘ) প্রশাসনে।

উত্তরঃ (খ) জরিপ  

৪১। একা আন্দোলন হয়েছিল যে সময়ে— (ক) বঙ্গভঙ্গ (খ) অসহযোগ (গ) আইন অমান্য (ঘ) ভারত ছাড়।

উত্তরঃ (খ) অসহযোগ  

৪২। হালি প্রথা প্রচলিত ছিল- (ক) গুজরাটে (খ) যুক্তপ্রদেশে (গ) বিহারে (ঘ) মাদ্রাজে।

উত্তরঃ (ক) গুজরাটে 

৪৩। ভারতে প্রথম মে দিবস পালিত হয় – (ক) ১৯২০ খ্রিস্টাব্দ (খ) ১৯২১ খ্রিস্টাব্দ (গ) ১৯২২ খ্রিস্টাব্দ (ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দ।

উত্তরঃ (ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দ  

৪৪। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন- (ক) সরোজিনী নাইডু (খ) লীলা নাগ (গ) উর্মিলা দেবী (ঘ) বাসন্তী দেবী।

উত্তরঃ (ক) সরোজিনী নাইডু  

৪৫। বেঙ্গল ভলান্টিয়ার্স গুপ্ত সমিতি তৈরি হয়েছিল- (ক) কলকাতায় (খ) লন্ডনে (গ) আমেরিকায় (ঘ) ঢাকায়।

উত্তরঃ (ঘ) ঢাকায়  

৪৬। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল- (ক) পশ্চিমবঙ্গ (খ) গুজরাট (গ) অন্ধ্রপ্রদেশ (ঘ) তামিলনাড়ু।

উত্তরঃ (গ) অন্ধ্রপ্রদেশ  

৪৭। উদ্বাস্তু সমস্যার সমাধানে যে চুক্তি হয়- (ক) গান্ধী–আরউইন চুক্তি  (খ) পুনা চুক্তি (গ) নেহেরু-লিয়াকৎ চুক্তি (ঘ) পঞ্চশীল চুক্তি।

উত্তরঃ (গ) নেহেরু-লিয়াকৎ চুক্তি

৪৮। ভারতে ফুটবল খেলার প্রচলন করে- (ক) ইংরেজরা (খ) ফরাসীরা (গ) ওলন্দাজরা (ঘ) পর্তুগীজরা।

উত্তরঃ (ক) ইংরেজরা  

৪৯। ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে- (ক) পর্তুগীজদের (খ) ইংরেজদের (গ) মুঘলদের (ঘ) ওলন্দাজদের।

উত্তরঃ (ক) পর্তুগীজদের  

৫০। ভারতীয় চলচ্চিত্রের ‘জনক’ বলা হয়- (ক) হীরালাল সেনকে (খ) ঋত্বিক ঘটককে (গ) দাদা সাহেব ফালকেকে (ঘ) সত্যজিৎ রায়কে।

উত্তরঃ (গ) দাদা সাহেব ফালকেকে