১। ‘সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থের রচয়িতা হলেন- (ক) রামচন্দ্র গুহ (খ) মাধব গ্যাডগিল (গ) রাচেল কারসন (ঘ) রিচার্ড গ্রোভ।

উত্তরঃ (গ) রাচেল কারসন  

২। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন- (ক) ফরাসিরা (খ) ইংরেজরা (গ) ওলন্দাজরা (ঘ) পর্তুগীজরা।

উত্তরঃ (খ) ইংরেজরা  

৩। ‘বামাবোধিনী’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন- (ক) উমেশচন্দ্র দত্ত (খ) গিরিশচন্দ্র ঘোষ (গ) হরিশচন্দ্র মুখার্জি  (ঘ) কালীপ্রসন্ন সিংহ।

উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত  

৪। ‘তত্ত্ববোধিনী সভা’ প্রতিষ্ঠা করেন– (ক) রামমোহন রায় (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) কেশবচন্দ্র সেন (ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী।

উত্তরঃ (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর  

৫। সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কোন গভর্নর জেনারেলের সময় ?– (ক) ওয়ারেন হেস্টিংস (খ) লর্ড কর্ণওয়ালিশ (গ) উইলিয়াম বেন্টিঙ্ক (ঘ) লর্ড ডালহৌসি।

উত্তরঃ (গ) উইলিয়াম বেন্টিঙ্ক  

৬। ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়— (ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে (খ) ১৮৬০ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে  

৭। কাকে ‘বিদ্রোহীদের রাজা’ বলে সমসাময়িক পত্রপত্রিকায় চিহ্নিত করা হয় ?– (ক) ঈশানচন্দ্র রায় (খ) শম্ভুনাথ পাল (গ) অনুপ নারায়ণ (ঘ) কৃপানাথ।

উত্তরঃ (ক) ঈশানচন্দ্র রায় 

৮। ১৮৫৭–র বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন- (ক) ফারুকসিয়র (খ) দ্বিতীয় শাহ আলম (গ) দ্বিতীয় বাহাদুর শাহ (ঘ) জান্দাহার শাহ।

উত্তরঃ (গ) দ্বিতীয় বাহাদুর শাহ  

৯।  হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন- (ক) রাধাকান্ত দেব (খ) রামমোহন রায় (গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (ঘ) নবগোপাল মিত্র।

উত্তরঃ (ঘ) নবগোপাল মিত্র।  

১০। ‘ভারতমাতা’ চিত্রটি অঙ্কন করেন- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর (গ) গগণেন্দ্রনাথ ঠাকুর (ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর  

১১। ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অব সায়েন্স’ প্রতিষ্ঠা করেন— (ক) প্রফুল্লচন্দ্র রায় (খ) জগদীশচন্দ্র বসু (গ) নীলরতন সরকার (ঘ) মহেন্দ্রলাল সরকার।

উত্তরঃ (ঘ) মহেন্দ্রলাল সরকার।  

১২। ‘ইতিহাসমালা’ রচনা করেন- (ক) ডেভিড হেয়ার (খ) উইলিয়াম কেরি (গ) আলেকজান্ডার ডাফ (ঘ) উইলিয়াম জোনস।

উত্তরঃ (খ) উইলিয়াম কেরি  

১৩। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়- (ক) ১৯৩১ খ্রিস্টাব্দে (খ) ১৯৩২ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে।  

১৪। আল্লুরি সীতারাম রাজু কোন আন্দোলনের সাথে জড়িত- (ক) রম্পা বিদ্রোহ (খ) একা আন্দোলন (গ) বকস্ত আন্দোলন (ঘ) তানা ভগত আন্দোলন।

উত্তরঃ (ক) রম্পা বিদ্রোহ  

১৫। ‘হিন্দুস্থান সোসালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন- (ক) মুজফ্ফর আহমদ (খ) মানবেন্দ্রনাথ রায় (গ) এস এ ডাঙ্গে (ঘ) ভগৎ সিং।

উত্তরঃ (ঘ) ভগৎ সিং  

১৬। বীরাষ্টমী ব্রত সূচনা করেন- (ক) সরোজিনী নাইডু (খ) সরলাদেবী চৌধুরানী (গ) অ্যানি বেশান্ত (ঘ) কমলাদেবী চট্টোপাধ্যায়।

উত্তরঃ (খ) সরলাদেবী চৌধুরানী  

১৭। ধারাসানা লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দেন- (ক) বাসন্ত দেবী (খ) কল্পনা দত্ত (গ) সরোজিনী নাইডু (ঘ) লীলা নাগ।

উত্তরঃ (গ) সরোজিনী নাইডু  

১৮। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন- (ক) বি আর আম্বেদকর (খ) জ্যোতিরাও ফুলে (গ) রামস্বামী নায়কর (ঘ) শ্রী নারায়ণ গুরু।

উত্তরঃ (খ) জ্যোতিরাও ফুলে  

১৯। ‘মার্জিনাল ম্যান‘ গ্রন্থের রচয়িতা হলেন- (ক) বিপান চন্দ্র (খ) হিরন্ময় বন্দ্যোপাধ্যায় (গ) জ্যোতির্ময় সেনগুপ্ত (ঘ) প্রফুল্ল চক্রবর্তী।

উত্তরঃ (ঘ) প্রফুল্ল চক্রবর্তী  

২০। ভারতের সবচেয়ে বড়ো দেশীয় রাজ্যটি ছিল – (ক) কাশ্মীর  (খ) হায়দ্রাবাদ (গ) জুনাগড় (ঘ) ত্রিবাঙ্কুর। 

উত্তরঃ (খ) হায়দ্রাবাদ

২১। নারী দিবস হিসাবে পালিত হয়- (ক) ৫ মার্চ (খ) ৫ জুলাই (গ) ৮ মার্চ (ঘ) ৮ জুলাই।

উত্তরঃ (গ) ৮ মার্চ  

২২। আধুনিক ইতিহাসচর্চায় সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান- (ক) স্মৃতিকথা (খ) সরকারি নথিপত্র (গ) সংবাদপত্র (ঘ) ব্যক্তিগত পত্র।

উত্তরঃ (খ) সরকারি নথিপত্র  

২৩। বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন- (ক) উমেশচন্দ্র দত্ত (খ) শিশিরকুমার ঘোষ (গ) সন্তোষকুমার দত্ত (ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ।

উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত  

২৪। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানান নামটি হল- (ক) রাজা রামমোহন রায় (খ) কালীপ্রসন্ন সিংহ (গ) ডেভিড হেয়ার (ঘ) ড্রিঙ্কওয়াটার বিটন।

উত্তরঃ (খ) কালীপ্রসন্ন সিংহ  

২৫। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়– (ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে  

২৬। কোল বিদ্রোহ (১৮৩১-৩২ খ্রিস্টাব্দ) অনুষ্ঠিত হয় – (ক) মেদিনীপুরে (খ) বারাসতে (গ) ছোট নাগপুরে (ঘ) উত্তরবঙ্গে।

উত্তরঃ (গ) ছোট নাগপুরে  

২৭। মহম্মদ মহসিন যে বিদ্রোহের নেতৃত্ব দেন- (ক) পাবনা (খ) ফরাজি (গ) চুয়াড় (ঘ) ওয়াহাবি।

উত্তরঃ (খ) ফরাজি  

২৮। অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন– (ক) কুনওয়ার সিং (খ) হজরত মহল (গ) বাবা রামচন্দ্র (ঘ) তাঁতিয়া তোপি।

উত্তরঃ (খ) হজরত মহল  

২৯। ‘ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি’ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত- (ক) রাধাকান্ত দেব (খ) উইলিয়াম অ্যাডাম (গ) কর্নেল ওলকট (ঘ) উইলিয়াম ওয়েডারবান।

উত্তরঃ (গ) কর্নেল ওলকট  

৩০। ‘বর্তমান ভারত’ প্রথম প্রকাশিত হয়— (ক) উদ্বোধন (খ) প্রবাসী (গ) দেশ (ঘ) সোমপ্রকাশ পত্রিকায়।

উত্তরঃ (ক) উদ্বোধন পত্রিকায়।  

৩১। শিশুশিক্ষা গ্রন্থটি রচনা করেন– (ক) রামরাম বসু (খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) মদনমোহন তর্কালঙ্কার।

উত্তরঃ (ঘ) মদনমোহন তর্কালঙ্কার।  

৩২। মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন- (ক) মেঘনাথ সাহা (খ) প্রফুল্লচন্দ্র রায় (গ) জগদীশ বসু (ঘ) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।

উত্তরঃ (খ) প্রফুল্লচন্দ্র রায়  

৩৩। একা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন- (ক)স্বামী বিদ্যানন্দ (খ) মাদারী পাশী (গ) বল্লবভাই প্যাটেল (ঘ) স্বামী সহজানন্দ।

উত্তরঃ (খ) মাদারী পাশী  

৩৪। তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়- (ক) মেদিনীপুর জেলায় (খ) বারভূম জেলার (গ) নদীয়া জেলায় (ঘ) বর্ধমান জেলায়।

উত্তরঃ (ক) মেদিনীপুর জেলায়  

৩৫। ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হয়— (ক) ১৯৩০ খ্রিস্টাব্দে (খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে (গ) ১৯২৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪১ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে  

৩৬। আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন– (ক) বীণা দাস (খ) কমলাদেবী চট্টোপাধ্যায় (গ) রোকেয়া সাখাওয়াত হোসেন (ঘ) কল্পনা চট্টোপাধ্যায়।

উত্তরঃ (খ) কমলাদেবী চট্টোপাধ্যায়  

৩৭। কলকাতায় ‘রশিদ আলি দিবস’ পালিত হয়- (ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১১ ফেব্রুয়ারি (খ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১২ ফেব্রুয়ারি (গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১৩ ফেব্রুয়ারি (ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১৪ ফেব্রুয়ারি।

উত্তরঃ (খ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১২ ফেব্রুয়ারি  

৩৮। দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিলেন- (ক) জ্যোতিরাও ফুলে (খ) ডঃ আম্বেদকর (গ) শ্রী নারায়ণ গুরু (ঘ) গান্ধীজি।

উত্তরঃ (ঘ) গান্ধীজি।  

৩৯। ভারতের লৌহমানবরূপে পরিচিত ছিলেন- (ক) ভগৎ সিং (খ) সুভাষচন্দ্র বসু (গ) বল্লবভাই প্যাটেল (ঘ) জওহরলাল নেহরু।

উত্তরঃ (গ) বল্লবভাই প্যাটেল  

৪০। ‘একাত্তরের ডাইরি’ কী ধরনের গ্রন্থ ? – (ক) জীবনস্মৃতি (খ) স্মৃতিকথা (গ) আত্মজীবনী (ঘ) পৌরাণিক ।

উত্তরঃ (খ) স্মৃতিকথা

৪১। নতুন সামাজিক ইতিহাসচর্চার মুখপত্র হল-(ক) সোশ্যাল সায়েন্স হিস্ট্রি (খ) সোশ্যাল হিস্ট্রি (গ) সোসাইটি ফর হিস্ট্রি (ঘ) সোশ্যাল হিস্ট্রি এ্যাসোসিয়েশন।

উত্তরঃ (খ) সোশ্যাল হিস্ট্রি  

৪২।  ‘ডান্স ফর ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন- (ক) মমতাশংকর (খ) শোভনা গুপ্ত (গ) বিরজু মহারাজ (ঘ) তপতী মজুমদার।

উত্তরঃ (গ) বিরজু মহারাজ  

৪৩। উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়— (ক) ১৮৩৫ খ্রিস্টাব্দ (খ) ১৮৫৪ খ্রিস্টাব্দ (গ) ১৮৫৫ খ্রিস্টাব্দ (ঘ) ১৮৪৫ খ্রিস্টাব্দ

উত্তরঃ (খ) ১৮৫৪ খ্রিস্টাব্দ  

৪৪। ‘স্বদেশের প্রতি’ কবিতাটির রচয়িতা হলেন– (ক) ডিরোজিও (খ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় (গ) প্যারীচাঁদ মিত্র (ঘ) দক্ষিণারঞ্জন মুখার্জি।

উত্তরঃ (ক) ডিরোজিও  

৪৫। “উনিশ শতকের বাংলার নবজাগরণ ছিল এক ধরনের অতিকথা”– একথা বলেছেন – (ক) সুশোভন সরকার (খ) যদুনাথ সরকার (গ) সুপ্রকাশ রায় (ঘ) বিনয় ঘোষ।

উত্তরঃ (ঘ) বিনয় ঘোষ।  

৪৬। রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন- (ক) সন্ন্যাসী-ফকির বিদ্রোহে (খ) ফরাজি আন্দোলনে (গ) চুয়াড় বিদ্রোহে (ঘ) নীল বিদ্রোহে।

উত্তরঃ (গ) চুয়াড় বিদ্রোহে  

৪৭। হুল দিবস পালিত হয়— (ক) ৫ই জুন (খ) ৩০শে জুন (গ) ৫ই জুলাই (ঘ) ৩০শে জুলাই।

উত্তরঃ (খ) ৩০শে জুন  

৪৮। ‘মহারানির ঘোষণাপত্র’ (১লা নভেম্বর, ১৯৫৮ খ্রিস্টাব্দ) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়- (ক) কলকাতায় (খ) দিল্লিতে (গ) ঢাকায় (ঘ) এলাহাবাদে।

উত্তরঃ (ঘ) এলাহাবাদে।  

৪৯। ‘বর্তমান ভারত’ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় (১৮৯৯ খ্রিস্টাব্দ)- (ক) উদ্বোধন পত্রিকাতে (খ) বঙ্গদর্পণ পত্রিকাতে (গ) প্রবাসী পত্রিকাতে (ঘ) প্রবুদ্ধ ভারত পত্রিকাতে।

উত্তরঃ (ক) উদ্বোধন পত্রিকাতে  

৫০। ‘বর্ণ পরিচয়’ প্রথম ভাগ প্রকাশিত হয়- (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দ (খ) ১৮৫৬ খ্রিস্টাব্দ (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দ (ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দ।

উত্তরঃ (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দ