বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১। বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল –
(ক) লোয়েস
(খ) বার্খান
(গ) পেডিমেন্ট
(ঘ) ইয়ার্দাং
উত্তরঃ (গ) পেডিমেন্ট
২। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানকারী রাজ্য হল –
(ক) মহারাষ্ট্র
(খ) গুজরাট
(গ) কর্ণাটক
(ঘ) রাজস্থান
উত্তরঃ (ক) মহারাষ্ট্র
৩। হিমসিঁড়িতে জল জমে সৃষ্ট হ্রদকে বলে –
(ক) করি হ্রদ
(খ) কেটল হ্রদ
(গ) প্লায়া হ্রদ
(ঘ) প্যাটারনস্টার হ্রদ
উত্তরঃ (ঘ) প্যাটারনস্টার হ্রদ
৪। তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম হল –
(ক) দিবং
(খ) সাংপো
(গ) সিয়ং
(ঘ) যমুনা
উত্তরঃ (খ) সাংপো
৫। পীরপাঞ্জল ও জাস্কর পর্বতের মাঝে অবস্থিত –
(ক) দুন উপত্যকা
(খ) কাংড়া উপত্যকা
(গ) ইম্ফল উপত্যকা
(ঘ) কাশ্মীর উপত্যকা
উত্তরঃ (ঘ) কাশ্মীর উপত্যকা
৬। ভারতের একক বৃহত্তম শিল্প –
(ক) লৌহ-ইস্পাত
(খ) বস্ত্রবয়ন
(গ) পাট
(ঘ) পেট্রোরসায়ন
উত্তরঃ (খ) বস্ত্রবয়ন
৭। ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা –
(ক) দুর্গাপুর
(খ) সালেম
(গ) জামশেদপুর
(ঘ) ভিলাই
উত্তরঃ (খ) সালেম
৮। ভারতের টেকসিটি বলা হয় –
(ক) চেন্নাই
(খ) নাগপুর
(গ) বেঙ্গালুরু
(ঘ) সিমলা
উত্তরঃ (গ) বেঙ্গালুরু
৯। ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার সবচেয়ে কম –
(ক) বিহার
(খ) কেরল
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) মেঘালয়
উত্তরঃ (ক) বিহার
১০। নীচের কোন্টি বহির্জাত প্রক্রিয়া নয়?
(ক) ভূমিকম্প
(খ) পুঞ্জিত ক্ষয়
(গ) বায়ু
(ঘ) আবহবিকার
উত্তরঃ (ক) ভূমিকম্প
১১। মন্থকূপ সৃষ্টি হয় –
(ক) অবঘর্ষ
(খ) ঘর্ষণ
(গ) দ্রবণ
(ঘ) জলপ্রবাহ ক্ষয়ের ফলে
উত্তরঃ (ক) অবঘর্ষ
১২। মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত শৃঙ্গগুলিকে বলে –
(ক) ইরাটিক
(খ) সিরাক
(গ) ক্লেভাস
(ঘ) নুনাটকস
উত্তরঃ (ঘ) নুনাটকস
১৩। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতায় ন্যায় ভূমিরূপকে বলে –
(ক) ইয়ার্দাঙ
(খ) ভেন্টিফ্যাক্ট
(গ) গৌর
(ঘ) ইলসেলবার্গ
উত্তরঃ (গ) গৌর
১৪। পূর্ব হিমালয়ে অবস্থিত গিরিপথটি হল –
(ক) নাথুলা
(খ) জোজিলা
(গ) বানিহাল
(ঘ) রোটাং
উত্তরঃ (ক) নাথুলা
১৫। ভারতে সেচখাল সবচেয়ে বেশি
(ক) পাঞ্জাব
(খ) হরিয়ানা
(গ) উত্তর প্রদেশ
(ঘ) বিহার রাজ্যে
উত্তরঃ (গ) উত্তর প্রদেশ
১৬। Break of Monsoon দেখা যায় –
(ক) গ্রীষ্ম
(খ) বর্ষা
(গ) শরৎ
(ঘ) শীতকালে
উত্তরঃ (খ) বর্ষা
১৭। মিলেট হল –
(ক) খাদ্য
(খ) পানীয়
(গ) তন্তু
(ঘ) বাণিজ্যিক শস্য
উত্তরঃ (ক) খাদ্য
১৮। তথ্যপ্রযুক্তি শিল্পের মূল কাঁচামাল হল –
(ক) লোহা ও ইস্পাত
(খ) কয়লা
(গ) মানুষের মেধা
(ঘ) বিদ্যুৎ
উত্তরঃ (গ) মানুষের মেধা
১৯। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটি হল –
(ক) TISCO
(খ) IISCO
(গ) ভিলাই
(ঘ) বোকারো
উত্তরঃ (ক) TISCO
২০। জনসংখ্যার বিচারে ভারতের বৃহত্তম রাজ্যটি হল –
(ক) পশ্চিমবঙ্গ
(খ) উত্তর প্রদেশ
(গ) রাজস্থান
(ঘ) মধ্য প্রদেশ
উত্তরঃ (খ) উত্তর প্রদেশ
২১। কোন্ প্রক্রিয়ায় বায়ুপ্রবাহের দ্বারা শিলাস্তরের আঁচড়কাটার মতো দাগ পড়ে –
(ক) অবঘর্ষ
(খ) ঘর্ষণ
(গ) অপসারণ
(ঘ) উপলেপন
উত্তরঃ (ক) অবঘর্ষ
২২। কোন্ অংশের উপকূলে ফিয়র্ড দেখা যায় –
(ক) নিম্ন অক্ষাংশ
(খ) মধ্য অক্ষাংশ
(গ) নিম্ন ও মধ্য অক্ষাংশ
(ঘ) উচ্চ অক্ষাংশ
উত্তরঃ (ঘ) উচ্চ অক্ষাংশ
২৩। কয়াল বা লেগুণ দেকা যায় –
(ক) করমন্ডল উপকূলে
(খ) উত্তর সরকার উপকূলে
(গ) কোঙ্কন উপকূলে
(ঘ) মালাবার উপকূলে
উত্তরঃ (ঘ) মালাবার উপকূলে
২৪। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায় –
(ক) তামিলনাড়ু
(খ) কর্ণাটক
(গ) কেরল
(ঘ) মহারাষ্ট্রে
উত্তরঃ (গ) কেরল
২৫। ‘Honey Comb’ দেখা যায় যে মৃত্তিকায় –
(ক) ল্যাটেরাইট
(খ) পডসল
(গ) কৃষ্ণ
(ঘ) মরুমাটি
উত্তরঃ (ক) ল্যাটেরাইট
২৬। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ –
(ক) NH19
(খ) NH27
(গ) NH44
(ঘ) NH47A
উত্তরঃ (গ) NH44
২৭। গোয়ার ‘মার্মাগাঁও’ বন্দর বিখ্যাত এই জন্য –
(ক) লোহা রপ্তানিতে
(খ) কফি রপ্তানিতে
(গ) ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর
(ঘ) স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত শুল্কমুক্ত বন্দর
উত্তরঃ (ক) লোহা রপ্তানিতে
২৮। ঠিক জোড়াটি নির্বাচন কর –
(ক) উত্তর-পশ্চিম ভারতের প্রাচীন ভঙ্গিল-পর্বত
(খ) দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী – নর্মদা
(গ) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের – চিরহরিৎ বৃক্ষ
(ঘ) উত্তর – পূর্ব ভারত – কৃষ্ণ মৃত্তিকা
উত্তরঃ (গ) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের – চিরহরিৎ বৃক্ষ
২৯। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবিশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে বলে –
(ক) ইয়ার্দাঙ
(খ) জুইগেন
(গ) বালিয়াড়ী
(ঘ) ইনসেল বার্জ
উত্তরঃ (ঘ) ইনসেল বার্জ
৩০। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল –
(ক) অবঘর্ষ ক্ষয়
(খ) ঘর্ষণ ক্ষয়
(গ) জলপ্রবাহ ক্ষয়
(ঘ) দ্রবণ ক্ষয়
উত্তরঃ (ঘ) দ্রবণ ক্ষয়
৩১। গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির প্রভৃতি পাহাড়ে ঘেরা মালভূমি হল –
(ক) তিব্বত
(খ) লাডাক
(গ) মেঘালয়
(ঘ) ছোটনাগপুর
উত্তরঃ (গ) মেঘালয়
৩২। লাল মাটিতে কীসের পরিমাণ বেশি থাকে?
(ক) পটাশিয়াম
(খ) হিউমাস
(গ) অ্যালুমিনিয়াম
(ঘ) লোহা
উত্তরঃ (ঘ) লোহা
৩৩। ভারতে কোন্ অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি?
(ক)পর্ণমোচী
(খ) মরুউদ্ভিদ
(গ) চিরহরিৎ
(ঘ) ম্যানগ্রোভ
উত্তরঃ (ক)পর্ণমোচী
৩৪। কোন্ রাজ্যকে ভারতের চিনির বাটি বলে? –
(ক) হিমাচল প্রদেশ
(খ) উত্তর প্রদেশ
(গ) হরিয়ানা
(ঘ) পাঞ্জাব
উত্তরঃ (খ) উত্তর প্রদেশ
৩৫। ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম হল –
(ক) ইন্দিরা কল
(খ) ইন্দিরা পয়েন্ট
(গ) কন্যাকুমারিকা অন্তরীপ
(ঘ) ১০⁰ চ্যানেল
উত্তরঃ (খ) ইন্দিরা পয়েন্ট
৩৬। পশ্চিমবঙ্গের প্রধান পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্রটির নাম –
(ক) জনপুট
(খ) কলকাতা
(গ) শঙ্করপুর
(ঘ) হলদিয়া
উত্তরঃ (ঘ) হলদিয়া
৩৭। ভারতের ধান গবেষণাগার অবস্থিত –
(ক) পুষা
(খ) কটক
(গ) ব্যারাকপুর
(ঘ) লক্ষ্ণৌ
উত্তরঃ (খ) কটক
৩৮। ভারতে প্রথম স্থাপিত কার্পাস বয়নশিল্প কেন্দ্র –
(ক) শ্রীরামপুর
(খ) ঘুসুড়ি
(গ) হিন্দমোটর
(ঘ) কলকাতা
উত্তরঃ (খ) ঘুসুড়ি
৩৯। নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় –
(ক) পুল
(খ) বিন্দুবার
(গ) প্লাঞ্চপুল
(ঘ) প্রপাতকুপ
উত্তরঃ (খ) বিন্দুবার
৪০। মরু সমপ্রায় ভূমিতে কঠিন, শিলাগঠিত অনুচ্চ পাহাড়কে বলে –
(ক) ইয়ার্দাং
(খ) জুইগেন
(গ) ইনসেলবার্জ
(ঘ) মোনাডনক
উত্তরঃ (গ) ইনসেলবার্জ
৪১। দক্ষিণভারতে সর্বাধিক জলসেচের মাধ্যম –
(ক) জলাশয়
(খ) কূপ
(গ) খাল
(ঘ) নদী
উত্তরঃ (ক) জলাশয়
৪২। শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত –
(ক) কৃষ্ণা
(খ) কাবেরী
(গ) গোদাবরী
(ঘ) মহানদীর উপর
উত্তরঃ (খ) কাবেরী
৪৩। স্বল্প দূরত্বের পরিবহণের উপযোগী পথটি হলো –
(ক) সড়কপথ
(খ) রেলপথ
(গ) জলপথ
(ঘ) আকাশপথ
উত্তরঃ (ক) সড়কপথ
৪৪। পর্বতের উপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল মূল নদীতে এসে পড়ে সেই বিরাট অংশকে বলে –
(ক) আববাহিকা
(খ) ধারণ অববাহিকা
(গ) জলবিভাজিকা
(ঘ) নদী উপত্যকা
উত্তরঃ (খ) ধারণ অববাহিকা
৪৫। হিমবাহের ঝুলন্ত উপত্যকার মুখে সৃষ্টি হয় –
(ক) এসকার
(খ) জলপ্রপাত
(গ) ড্রামলিন
(ঘ) ক্রেভাস
উত্তরঃ (খ) জলপ্রপাত
৪৬। মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলে –
(ক) নেভে
(খ) নুনাটাক
(গ) বার্গস্রুড
(ঘ) নর
উত্তরঃ (খ) নুনাটাক
৪৭। ইনসেলবার্জ আরও ক্ষয়ে গিয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে বলে –
(ক) মেসা
(খ) বিউট
(গ) বোর্নহার্ডট
(ঘ) নিডিল
উত্তরঃ (গ) বোর্নহার্ডট
৪৮। ভারতে প্রাচীন ভঙ্গিল পর্বত-
(ক) হিমালয়
(খ) বিন্ধ্য
(গ) আরাবল্লী
(ঘ) মহাকাল
উত্তরঃ (গ) আরাবল্লী
৪৯। ‘শিবসমুদ্রম’ জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে সে নদীতে
(ক) কৃষ্ণা
(খ) কাবেরী
(গ) গোদাবরী
(ঘ) মহানন্দা
উত্তরঃ (খ) কাবেরী
৫০। উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলিঝড় দেখা যায় তাকে বলা হয় –
(ক) লু
(খ) পশ্চিমী ঝঞ্ঝা
(গ) আঁধি
(ঘ) কালবৈশাখী
উত্তরঃ (গ) আঁধি