১। পাথুরে মরুভূমিকে মিশরে বলে –

(ক) রেগ
(খ) কুম
(গ) সেরির
(ঘ) আর্গ

উত্তরঃ (গ) সেরির  

২। চন্দন গাছ জন্মায় –

(ক) চিরহরিৎ  অরণ্যে
(খ) সরলবর্গীয় অরণ্যে
(গ) পর্ণমোচী অরণ্যে
(ঘ) ম্যানগ্রোভ অরন্যে

উত্তরঃ (গ) পর্ণমোচী অরণ্যে  

৩। আঘায়ণি বলা কোন্‌ ধানকে?

(ক) আমন
(খ) আউশ
(গ) বোরো
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) আমন  

৪। ভারতের বৃহত্তম মহানগর –

(ক) কলকাতা
(খ) মুম্বাই
(গ) দিল্লি
(ঘ) চেন্নাই

উত্তরঃ (খ) মুম্বাই  

৫। ভারতের প্রাচীনতম ব্যস্ততম সরক পথ হল –

(ক) NH-2
(খ) NH-7
(গ) NH- 6
(ঘ) NH-5

উত্তরঃ (ক) NH-2  

৬। ভারতের করমুক্ত বন্দর হল –

(ক) চেন্নাই
(খ) কান্দালা
(গ) মুম্বাই
(ঘ) কলকাতা

উত্তরঃ (খ) কান্দালা  

৭। কলকাতায় পাতাল রেল চালু হয় –

(ক) ১৯৮৪ সালে
(খ) ১৯৮৫ সালে
(গ) ১৯৮৬ সালে
(ঘ) ১৯৮৭ সালে

উত্তরঃ (ক) ১৯৮৪ সালে  

৮। ছত্রপতি শিবাজি বিমান বন্দর অবস্থিত –

(ক) দিল্লিতে
(খ) কলকাতাতে
(গ) মুম্বাই
(ঘ) চেন্নাই

উত্তরঃ (গ) মুম্বাই

৯। পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে –

(ক) হাওড়া
(খ) নদীয়া
(গ) বর্ধমান
(ঘ) পূর্ব মেদিনীপুর

উত্তরঃ (ঘ) পূর্ব মেদিনীপুর  

১০। হাদেশীয় হিমবাহে বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে –

(ক) এসকার
(খ) নুনাটকস
(গ) হিমশৈল
(ঘ) ফিয়র্ড

উত্তরঃ (খ) নুনাটকস  

১১। হিমালয়ের উচ্চতম অংশ হল –

(ক) হিমাচল
(খ) শিবালিক
(গ) টেথিস
(ঘ) হিমাদ্রি

উত্তরঃ (ঘ) হিমাদ্রি  

১২। গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে বলে –

(ক) ভাঙ্গর
(খ) ভুর
(গ) খাদার
(ঘ) ভাবর

উত্তরঃ (গ) খাদার  

১৩। কোন মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ ভালো জন্মায়?

(ক) পডসল
(খ) সিরোজেম
(গ) লবণাক্ত
(ঘ) কৃষ্ণ

উত্তরঃ (ক) পডসল  

১৪। কোন্‌টি ভারতে বাগিচা ফসল নয় –

(ক) গম
(খ) চা
(গ) রাবার
(ঘ) কফি

উত্তরঃ (গ) রাবার  

১৫। ভারতে সর্বাধিক সাক্ষর রাজ্য হল –

(ক) পশ্চিমবঙ্গ
(খ) কেরল
(গ) বিহার
(ঘ) মেঘালয়

উত্তরঃ (খ) কেরল  

১৬। অবরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হল –

(ক) ক্যানিয়ন
(খ) পললব্যজনী
(গ) প্লাবন ভূমি
(ঘ) ব-দ্বীপ

উত্তরঃ (ক) ক্যানিয়ন  

১৭। নদী, হিমবাহ ও বায়ু কর্তৃক ক্ষয় প্রক্রিয়াগুলির অন্যতম হল –

(ক) উৎপাদন ক্ষয়
(খ) অপবাহণ ক্ষয়
(গ) অবঘর্ষ ক্ষয়
(ঘ) দ্রবণ ক্ষয়

উত্তরঃ (গ) অবঘর্ষ ক্ষয়  

১৮। মিশরের কাতারা হল একটি –

(ক) লোয়েশ ভূমি
(খ) গৌর
(গ) বার্খান
(ঘ) অপবাহনে সৃষ্ট হ্রদ

উত্তরঃ (ঘ) অপবাহনে সৃষ্ট হ্রদ  

১৯। একটি নীতিশীতোষ্ণ মরুভূমির উদাহরণ –

(ক) গোবি
(খ) সাহারা
(গ) থর
(ঘ) কালাহারি

উত্তরঃ (ক) গোবি  

২০। ভারতের প্রমাণ দ্রাঘিমা –

(ক) 82⁰30′ পূর্ব
(খ) 84⁰30′ পূর্ব
(গ) 86⁰30′ পূর্ব
(ঘ) 88⁰30′ পূর্ব

উত্তরঃ (ক) 82⁰30′ পূর্ব  

২১। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী ভূখন্ডে অবস্থিত –

(ক) চিল্কা হ্রদ
(খ) কোলেরু হ্রদ
(গ) পুলিকট হ্রদ
(ঘ) লোকটাক হ্রদ

উত্তরঃ (খ) কোলেরু হ্রদ  

২২। নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটিকে উত্তর ভারতে বলে –

(ক) ভাঙ্গার
(খ) খাদার
(গ) ভাবর
(ঘ) ভূর

উত্তরঃ (ক) ভাঙ্গার  

২৩। ভারতের শীতলতম অঞ্চলটি হল –

(ক) জয়সলমীর
(খ) লে
(গ) নাথুলা
(ঘ) দ্রাস

উত্তরঃ (ঘ) দ্রাস  

২৪। পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গটির নাম –

(ক) কলসুবাই
(খ) ভাভুলমালা
(গ) জিন্দাগাড়া
(ঘ) আনাইমুদি

উত্তরঃ (খ) ভাভুলমালা  

২৫।  ভারতে লৌহ ইস্পাত ও সংকর ইস্পাত কারখানা উভয়ই রয়েছে –

(ক) জামশেদপুরে
(খ) ভিলাইতে
(গ) রৌরকেল্লাই
(ঘ) দুর্গাপুরে

উত্তরঃ (ঘ) দুর্গাপুরে

২৬। ভারতে পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা –

(ক) ৪০০০ জন
(খ) ৪৫০০ জন
(গ) ৫০০০ জন
(ঘ) ৬০০০ জন

উত্তরঃ (গ) ৫০০০ জন  

২৭। ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে –

(ক) সিকিমে
(খ) মিজোরামে
(গ) অরুণাচল প্রদেশে
(ঘ) রাজস্থানে

উত্তরঃ (গ) অরুণাচল প্রদেশে  

২৮। ভারতের প্রবেশদ্বার নামে অভিহিত বন্দরটি হল –

(ক) কলকাতা বন্দর
(খ) মুম্বাই বন্দর
(গ) বিশাখাপত্তনম বন্দর
(ঘ) মার্মাগাঁও বন্দর

উত্তরঃ (খ) মুম্বাই বন্দর

২৯। মধ্য ও নিম্নগতিতে নদীর আঁকাবাঁকা গতিপথকে –

(ক) প্লাবন ভূমি
(খ) জলপ্রপাত
(গ) মিয়েন্ডার
(ঘ) মন্থকূপ

উত্তরঃ (গ) মিয়েন্ডার  

৩০। বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা একটি –

(ক) নদী উপত্যকা
(খ) পার্বত্য উপত্যকা
(গ) কর্তিত শৈলশিরা
(ঘ) ঝুলন্ত উপত্যকা

উত্তরঃ (ঘ) ঝুলন্ত উপত্যকা  

৩১। মরু অঞ্চলে প্রায় গোলাকার ক্ষয়ীভূত পাহাড় বা টিলাকে বলে –

(ক) ইনসেলবার্জ
(গ) গৌর
(গ) ড্রামলিন
(ঘ) বার্খান

উত্তরঃ (ক) ইনসেলবার্জ  

৩২। মরু অঞ্চলে বাজাদা সৃষ্টি হয় –

(ক) হিমবাহের দ্বারা
(খ) মনুদ্র ক্ষয়ের দ্বারা
(গ) বায়ু ও জলধারার দ্বারা
(ঘ) ভৌমজলের দ্বারা

উত্তরঃ (গ) বায়ু ও জলধারার দ্বারা  

৩৩। হিমালয় একটি –

(ক) নবীন ভঙ্গিল পর্বত
(খ) স্তুপ পর্বত
(গ) ক্ষয়জাত পর্বত
(ঘ) প্রাচীন ভঙ্গিল পর্বত

উত্তরঃ (ক) নবীন ভঙ্গিল পর্বত  

৩৪। পাঞ্জাবের মালভূমির নদী মধ্যবর্তী ভূমিকে বলে –

(ক) ভাবর
(খ) দোয়াব
(গ) ভুর
(ঘ) তাল

উত্তরঃ (খ) দোয়াব  

৩৫। নর্মদা নদী উপত্যকা হল –

(ক) হিমবাহ উপত্যকা
(খ) গ্রস্থ উপত্যকা
(গ) পার্বত্য উপত্যকা
(ঘ) ঝুলন্ত উপত্যকা

উত্তরঃ (খ) গ্রস্থ উপত্যকা  

৩৬। মরু মৃত্তিকা কী প্রকৃতির হয় –

(ক) অম্ল ধর্মী
(খ) ক্ষার ধর্মী
(গ) লবণাক্ত
(ঘ) ঘোনোটিই নয়

উত্তরঃ (গ) লবণাক্ত  

৩৭।  ক্রান্তীয় পূর্বালী জেট সৃষ্টি হয় –

(ক) গ্রীষ্মকাল
(খ) বর্ষাকাল
(গ) শরৎকাল
(ঘ) বসন্তকালে

উত্তরঃ (ক) গ্রীষ্মকাল  

৩৮। সংযোজনভিত্তিক শিল্প বলা হয় –

(ক) লৌহ-ইস্পাত
(খ) চা
(গ) মোটরগাড়ি
(ঘ) কার্পাস বয়ন শিল্প

উত্তরঃ (গ) মোটরগাড়ি  

৩৯। ভারতে পাতাল রেল চালু হয় ১৯৮৪ খ্রিস্টাব্দে –

(ক) কলকাতায়
(খ) দিল্লি
(গ) মুম্বাই
(ঘ) আমেদাবাদ

উত্তরঃ (ক) কলকাতায়

৪০। মন্থকূপ সৃষ্টি হয় –

(ক) নদী
(খ) বায়ু
(গ) সমুদ্রস্রোত
(ঘ) হিমবাহর ক্ষয়কার্যের ফলে

উত্তরঃ (ক) নদী  

৪১। সমুদ্র ভাসমান বিশালাকৃতির হিমবাহকে বলা হয় –

(ক) হিমপ্রাচীর
(খ) হিমদ্রোনী
(গ) হিমস্তুপ
(ঘ) হিমশৈল

উত্তরঃ (ঘ) হিমশৈল  

৪২। বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত হয় –

(ক) করি
(খ) বার্খান
(গ) গিরিখাত
(ঘ) ড্রামলিন

উত্তরঃ (খ) বার্খান

৪৩। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে বলা হয় –

(ক) ইনসেলবার্জ
(খ) গৌর
(গ) বালিয়াড়ি
(ঘ) ক্রেভাস

উত্তরঃ (ক) ইনসেলবার্জ  

৪৪। হিমবাহের ওপরে সৃষ্ট ফাটলগুলিকে বলা হয় –

(ক) বার্গস্রুড
(খ) ক্রেভাস
(গ) ফিয়র্ড
(ঘ) এরিটি

উত্তরঃ (খ) ক্রেভাস  

৪৫। ভারতের পশ্চিমবাহিনী নদী –

(ক) গঙ্গা
(খ) নর্মদা
(গ) কৃষ্ণা
(ঘ) মহানদী

উত্তরঃ (খ) নর্মদা  

৪৬। ভারতের কৃষ্ণমৃত্তিকা পরিলক্ষিত হয় –

(ক) ব-দ্বীপ অঞ্চলে
(খ) পার্বত্য অঞ্চলে
(গ) মরু অঞ্চলে
(ঘ) দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে

উত্তরঃ (ঘ) দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে  

৪৭।  কোন্‌টি বনজভিত্তিক শিল্প –

(ক) অ্যালুমিনিয়াম
(খ) কাগজ
(গ) বস্ত্র
(ঘ) পাট

উত্তরঃ (খ) কাগজ  

৪৮। কোন্‌ সংস্থার মাধ্যমে জাতীয় সড়কপথ তৈরি হয় –

(ক) NHDP
(খ) NHAI
(গ) ONGC
(ঘ) GI

উত্তরঃ (খ) NHAI

৪৯। প্রস্তরময় মরুভূমিকে বলে –

(ক) রেগ
(খ) আর্গ
(গ) হামাদা
(ঘ) বাজাদা

উত্তরঃ (ক) রেগ  

৫০। শিকড় আলগা শিল্প হল –

(ক) লৌহ-ইস্পাত শিল্প
(খ) কাগজ শিল্প
(গ) চিনি শিল্প
(ঘ) কার্পাস বস্ত্র বয়ন শিল্প

উত্তরঃ (ঘ) কার্পাস বস্ত্র বয়ন শিল্প