বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ

১। পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁকা দেখা যায় তাকে বলে

(ক) ক্রেভাস
(খ) স্নাউট
(গ) হিমদ্রোণী
(ঘ) বার্গস্রুড

উত্তরঃ (ঘ) বার্গস্রুড  

২। হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে পলি সঞ্চিত হয় তাকে বলে –

(ক) বোল্ডার ক্লে
(খ) গ্রাবরেখা
(গ) ড্রামকিন
(ঘ) রসেমতানে

উত্তরঃ (খ) গ্রাবরেখা  

৩। মরু অঞ্চলে ইনসেলবার্জের থেকে ছোটো অবশিষ্ট পাহাড়কে বলা হয় –

(ক) কোপিস
(খ) টরস
(গ) মোনাডনক
(ঘ) বর্ণহাউট

উত্তরঃ (খ) টরস  

৪। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হল –

(ক) বিন্ধ্যা
(খ) হিমালয়
(গ) নীলগিরি
(ঘ) আরাবল্লী

উত্তরঃ (ঘ) আরাবল্লী  

৫। কোন গিরিপথ লাদাখের রাজধানী লেহকে কাশ্মীরের সাথে যুক্ত করেছে –

(ক) জোজিলা
(খ) পীরপানজাল
(গ) বুলন্দপীর
(ঘ) জওহর

উত্তরঃ (ক) জোজিলা  

৬। ভারতে নিত্যবহ খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত –

(ক) পাঞ্জাব
(খ) রাজস্থান
(গ) বিহার
(ঘ) উত্তর প্রদেশ

উত্তরঃ (ঘ) উত্তর প্রদেশ  

৭। ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের মুখ্য কারণ –

(ক) পূবালি জেট
(খ) এল নিনো
(গ) পশ্চিমী জেট
(ঘ) সমুদ্রের উষ্ণতার তারতম্য

উত্তরঃ (ক) পূবালি জেট  

৮। Black cotton soil কোন্‌ মৃত্তিকার ওপর নাম –

(ক) পলিমাটি
(খ) ল্যাটেরাইট মাটি
(গ) পডসল মাটি
(ঘ) কৃষ্ণ মৃত্তিকা

উত্তরঃ (ঘ) কৃষ্ণ মৃত্তিকা  

৯। ‘সোনালিকা’ কোন্‌ কৃষিজ ফসলের উচ্চফলনশীল বীজ?

(ক) ধান
(খ) গম
(গ) পাট
(ঘ) চা

উত্তরঃ (খ) গম  

১০। রেটুন শব্দটির সাথে কোন্‌ ফসল জড়িত –

(ক) কফি
(খ) আখ
(গ) চা
(ঘ) পাট

উত্তরঃ (খ) আখ  

১১। ভারতের বৃহত্তম সরকারি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটি হল –

(ক) জামশেদপুর
(খ) দুর্গাপুর
(গ) ভিলাই
(ঘ) সালেম

উত্তরঃ (গ) ভিলাই  

১২। ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হল –

(ক) 74.04%
(খ) 68.04%
(গ) 75.02%
(ঘ) 76.88%

উত্তরঃ (ক) 74.04%

১৩। কারেওয়া দেখা যায় –

(ক) কাশ্মীর উপত্যকা
(খ) দুন অঞ্চলে
(গ) দামোদর অঞ্চলে
(ঘ) ব্রহ্মপুত্র

উত্তরঃ (ক) কাশ্মীর উপত্যকা 

১৪। আউট সোর্সিং শব্দটি যে শিল্পের সাথে যুক্ত –

(ক) পূর্ত শিল্প
(খ) তথ্য প্রযুক্তি শিল্প
(গ) পেট্রোরসায়ন শিল্প
(ঘ) মোটর গাড়ি শিল্প

উত্তরঃ (খ) তথ্য প্রযুক্তি শিল্প  

১৫। ভারতের প্রাচীনতম মেট্রোরেল কোথায় অবস্থিত?

(ক) কলকাতা
(খ) দিল্লি
(গ) মুম্বাই
(ঘ) চেন্নাই

উত্তরঃ (ক) কলকাতা

১৬।  শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়া হল –

(ক) ক্ষয়ীভবন
(খ) পর্যায়ন
(গ) নগ্নীভবন
(ঘ) আবহবিকার

উত্তরঃ (ঘ) আবহবিকার  

১৭। হিমবাহের পৃষ্টদেশের ফাটলগুলিকে বলা হয় –

(ক) বার্গস্রুড
(খ) হিমসিঁড়ি
(গ) ক্রেভাস
(ঘ) পরিখা

উত্তরঃ (গ) ক্রেভাস  

১৮। সমপ্রায়ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে বলে –

(ক) গৌর
(খ) মোনাডনক
(গ) ইয়ারদাং
(ঘ) হামাদা

উত্তরঃ (খ) মোনাডনক  

১৯। কোন্‌টি মরুকরণে সাহায্য করে না?

(ক) অতিরিক্ত পশুচারণ
(খ) অতিরিক্ত চাষাবাদ
(গ) বনভূমি ধ্বংস
(ঘ) কাঁটা-ঝোপ জাতীয় বৃক্ষরোপণ

উত্তরঃ (ঘ) কাঁটা-ঝোপ জাতীয় বৃক্ষরোপণ  

১৭। জায়িস শস্য কোন্‌ মাসে সংগ্রহ করা হয়?

(ক) জানুয়ারী
(খ) ডিসেম্বর
(গ) ফেব্রুয়ারী
(ঘ) জুন

উত্তরঃ (ঘ) জুন  

১৮। কার্পাস যে নামে পরিচিত হল তা হল –

(ক) স্বর্ণতন্তু
(খ) রৌপ্যতন্তু
(গ) বীজতন্তু
(ঘ) হীরকতন্তু

উত্তরঃ (ক) স্বর্ণতন্তু  

১৯। ভারতে রেলের বগি তৈরি হয় –

(ক) পেরাম্বুরে
(খ) বারানসীতে
(গ) কলকাতায়
(ঘ) বেঙ্গালুরুতে

উত্তরঃ (ক) পেরাম্বুরে  

২০। ভারতের ডেট্রয়েট বলা হয় –

(ক) জামশেদপুরকে
(খ) চেন্নাইকে
(গ) গুরগাঁওকে
(ঘ) মুম্বাইকে

উত্তরঃ (খ) চেন্নাইকে  

২১। ভারতে প্রথম জনগননা করা হয় –

(ক) ১৮৭১ সালে
(খ) ১৮৭২ সালে
(গ) ১৮৮১ সালে
(ঘ) ১৮৯১ সালে

উত্তরঃ (ক) ১৮৭১ সালে  

২২। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল –

(ক) ১নং জাতীয় সড়ক
(খ) ২নং জাতেয় সড়ক
(গ) ৬নং জাতীয় সড়ক
(ঘ) ৪৪নং জাতীয় সড়ক

উত্তরঃ (ঘ) ৪৪নং জাতীয় সড়ক  

২৩। কৃত্রিম পোতাশ্রয়ের একটি উদাহরণ হল –

(ক) মুম্বাই
(খ) কোচি
(গ) চেন্নাই
(ঘ) বিশাখাপত্তনম

উত্তরঃ (গ) চেন্নাই  

২৪। কোন শিল্পে ব্যবহৃত কাঁচামালটির পণ্যসূচক এক –

(ক) লৌহ ইস্পাত
(খ) বস্ত্রশিল্প
(গ) সিমেন্ট
(ঘ) অ্যালুমিনিয়াম

উত্তরঃ (খ) বস্ত্রশিল্প  

২৫। দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার হল –

(ক) মাদুরাই
(খ) চেন্নাই
(গ) কোয়েম্বাটুর
(ঘ) বেঙ্গালুরু

উত্তরঃ (গ) কোয়েম্বাটুর

২৬। “পর্যায়ন” শব্দটি প্রথম ব্যবহার করেন –

(ক) ডেভিস
(খ) কিং
(গ) চেম্বারলিন ও স্যালিসবারি
(ঘ) পেঙ্ক

উত্তরঃ (গ) চেম্বারলিন ও স্যালিসবারি

২৭। কোন্‌ ভূমিরূপকে Mushroom Rocks বলা হয় –

(ক) ইয়ারদাঙ
(খ) গৌর
(গ) জুগ্যান
(ঘ) ইনসেলবার্জ

উত্তরঃ (খ) গৌর  

২৮। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল –

(ক) সাগরদ্বীপ
(খ) মাজুলি
(গ) ইলহো-দ্য-মারজো
(ঘ) নিউমুর

উত্তরঃ (গ) ইলহো-দ্য-মারজো  

২৯। দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশ হল –

(ক) ভার্ব
(খ) নব
(গ) এসকার
(ঘ) গ্রাবরেখা

উত্তরঃ (খ) নব  

৩০। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল –

(ক) মহানদী
(খ) গোদাবরী
(গ) কৃষ্ণা
(ঘ) কাবেরী

উত্তরঃ (খ) গোদাবরী  

৩১। মরুঅঞ্চলের উদ্ভিদকে বলে –

(ক) মেসোফাইট
(খ) জেরোফাইট
(গ) হ্যালোফাইট
(ঘ) হেলিওফাইট

উত্তরঃ (খ) জেরোফাইট  

৩২। শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত –

(ক) কাবেরী
(খ) কৃষ্ণা
(গ) গোদাবরী
(ঘ) নর্মদা

উত্তরঃ (ক) কাবেরী  

৩৩। ‘ভারতের পূর্বতম বিন্দু’ হল –

(ক) কিবিথু
(খ) গুহার মোটার
(গ) ইন্দিরা পয়েন্ট
(ঘ) ইন্দিরা কল

উত্তরঃ (ক) কিবিথু  

৩৪। ভারতের বৃহত্তম উপহ্রদ হল –

(ক) চিল্কা
(খ) ভেন্বানাদ
(গ) অষ্টমুদি
(ঘ) পুলিকট

উত্তরঃ (ক) চিল্কা  

৩৫। পূর্ব রেলপথের সদর দপ্তর হল –

(ক) মুম্বাই
(খ) কলকাতা
(গ) চেন্নাই
(ঘ) দিল্লী

উত্তরঃ (খ) কলকাতা  

৩৬। উকাই জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত –

(ক) উড়িষ্যায়
(খ) গুজরাট
(গ) মহারাষ্ট্রে
(ঘ) বিহারে

উত্তরঃ (খ) গুজরাট  

৩৭। ভারতের বৃহত্তম জেলা হল –

(ক) গুজরাটের কচ্ছ
(খ) কেরলের মাহে
(গ) পঃবঙ্গের নদীয়া
(ঘ) মহারাষ্ট্রের সাতারা

উত্তরঃ (ক) গুজরাটের কচ্ছ

৩৮। বহির্জাত শক্তি নয় এমন এক শক্তি হল –

(ক) নদী প্রবাহ
(খ) অগ্ন্যদ্‌গম
(গ) বায়ু প্রবাহ
(ঘ) সমুদ্র তরঙ্গ

উত্তরঃ (খ) অগ্ন্যদ্‌গম  

৩৯। নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় –

(ক) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
(খ) প্লাবন
(গ) জলপ্রপাত
(ঘ) পলল শঙ্কু

উত্তরঃ (গ) জলপ্রপাত  

৪০। রসেমতানে তৈরি হয় –

(ক) বায়ুর
(খ) নদীর
(গ) হিমবাহের
(ঘ) সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে

উত্তরঃ (গ) হিমবাহের  ক্ষয়কার্যের ফলে

৪১। কয়াল দেখা যায় –

(ক) কর্ণাটক
(খ) গুজরাট
(গ) কেরালা
(ঘ) পশ্চিমবঙ্গ রাজ্যে

উত্তরঃ (গ) কেরালা  

৪২। ভারতের একটি অন্তর্বাহিনী নদী –

(ক) নর্মদা
(খ) তাপ্তি
(গ) লুনি
(ঘ) গোদাবরী

উত্তরঃ (গ) লুনি

৪৩। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দেখা যায় –

(ক) আঁধি
(খ) কালবৈশাখী
(গ) পশ্চিমী ঝঞ্ঝা
(ঘ) লু

উত্তরঃ (ঘ) লু  

৪৪। খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় –

(ক) পলি
(খ) রেগুর
(গ) ল্যাটেরাইট
(ঘ) দোঁয়াশ মৃত্তিকায়

উত্তরঃ (গ) ল্যাটেরাইট  

৪৫। ম্যানগ্রোভ অরণ্য দেখ যায় –

(ক) মরুভূমি
(খ) মালভূমি
(গ) উপকূল
(ঘ) পার্বত্য অঞ্চলে

উত্তরঃ (গ) উপকূল  

৪৬। রেটুন প্রথা প্রয়োগ করা হয় –

(ক) ধান চাষে
(খ) গম চাষে
(গ) ইক্ষু চাষে
(ঘ) মাছ চাষে

উত্তরঃ (গ) ইক্ষু চাষে  

৪৭।  সব শিল্পের মেরুদন্ড বলা হয় –

(ক) লৌহ ইস্পাত শিল্পকে
(খ) কার্পাস বয়ন শিল্পকে
(গ) পাট শিল্পকে
(ঘ) চিনি শিল্পকে

উত্তরঃ (ক) লৌহ ইস্পাত শিল্পকে  

৪৮। হীরক চতুর্ভূজ পরিকল্পনাটি যে পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটি হল –

(ক) সড়ক পথ
(খ) রেলপথ
(গ) জলপথ
(ঘ) বিমান পথ

উত্তরঃ (খ) রেলপথ

৪৯। সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হল –

(ক) নদী
(খ) হিমবাহ
(গ) বায়ু
(ঘ) সমুদ্র তরঙ্গ

উত্তরঃ (ক) নদী  

৫০। পর্বতের পাদদেশে হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ হল –

(ক) ফিয়র্ড
(খ) গ্রাবরেখা
(গ) এসকার
(ঘ) রসেমতানে

উত্তরঃ (খ) গ্রাবরেখা