বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ

১। ভাকরা নাঙ্গাল বাঁধ যে নদীর ওপর অবস্থিত তা হল –

(ক) ঝিলাম
(খ) শতদ্রু
(গ) বিপাশা
(ঘ) সিন্ধু

উত্তরঃ (খ) শতদ্রু  

২। মহারাষ্ট্রের কৃষ্ণমৃত্তিকাকে বলে –

(ক) রেগোলিথ
(খ) খাদার
(গ) রেগুর
(ঘ) ভাবর

উত্তরঃ (গ) রেগুর  

৩। পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে কী ধরনের বনভূমি দেখা যায় –

(ক) চিরহরিৎ
(খ) আর্দ্র মর্ণমোচী
(গ) শুষ্ক পর্ণমোচী
(ঘ) ম্যানগ্রোভ

উত্তরঃ (ক) চিরহরিৎ  

৪। দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় –

(ক) মাদুরাই
(খ) কোয়েম্বাটুর
(গ) বেঙ্গালুরু
(ঘ) আমেদাবাদ

উত্তরঃ (খ) কোয়েম্বাটুর  

৫। SAIL হল একটি –

(ক) কয়লা উত্তোলক সংস্থা
(খ) খনিজ তেল উত্তোলক সংস্থা
(গ) প্রাকৃতিক গ্যাস সংস্থা
(ঘ) লৌহ ও ইস্পাত সংস্থা

উত্তরঃ (ঘ) লৌহ ও ইস্পাত সংস্থা

৬। বহির্জাত শক্তি নয় এমন এক শক্তি হল –

(ক) নদী প্রবাহ
(খ) অগ্ন্যুৎগম
(গ) বায়ুপ্রবাহ
(ঘ) সমুদ্র তরঙ্গ

উত্তরঃ (খ) অগ্ন্যুৎগম  

৭। শিলাময় মরুভূমিকে সাহারায় বলে –

(ক) আর্গ
(খ) রেগ
(গ) হামাদা
(ঘ) কুম

উত্তরঃ (গ) হামাদা  

৮। দুটি করির বিভাজিকা হল –

(ক) কর্তিত শৈলশিরা
(খ) হিমদ্রোণী
(গ) এসকার
(ঘ) অ্যারেট

উত্তরঃ (ঘ) অ্যারেট  

৯। নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় –

(ক) ২⁶ গুণ
(খ) ২⁴ গুণ
(গ) ২⁸ গুণ
(ঘ) ২² গুণ
উত্তরঃ (ক) ২⁶ গুণ  

১০। ‘গ্রেট গ্রিন ওয়াল’ অরণ্য প্রাচীরটি যে মরুভূমির প্রসার রোধ করার জন্য নির্মিত হয়েছে সেটি হল –

(ক) সোনেরান
(খ) আটকামা
(গ) থর
(ঘ) সাহারা

উত্তরঃ (ঘ) সাহারা  

১১। বর্তমানে (২০১৯ অনুসারে) ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হল –

(ক) আন্দামান ও নিকোবর
(খ) জম্মু-কাশ্মীর
(গ) লাক্ষাদ্বীপ
(ঘ) দিল্লি

উত্তরঃ (খ) জম্মু-কাশ্মীর  

১২। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল –

(ক) ডাফাবুম
(খ) শিলং
(গ) নকরেক
(ঘ) পাইকই

উত্তরঃ (খ) শিলং  

১৩। ভারতের উচ্চতম হ্রদ হল –

(ক) লোকটাক
(খ) উলার
(গ) প্যাংগং
(ঘ) চিল্কা

উত্তরঃ (গ) প্যাংগং  

১৪। ভারতের পশ্চিমীঝঞ্ঝার উৎপত্তি স্থল হল –

(ক) আরব সাগর
(খ) বঙ্গোপসাগর
(গ) ভারত মহাসাগর
(ঘ) ভূ-মধ্যসাগর

উত্তরঃ (ঘ) ভূ-মধ্যসাগর  

১৫। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি অবস্থিত –

(ক) অন্ধ্রপ্রদেশ
(খ) পশ্চিমবঙ্গে
(গ) ওড়িশায়
(ঘ) মহারাষ্ট্রে

উত্তরঃ (ক) অন্ধ্রপ্রদেশ

১৬। ‘মার্মাগাঁও’ বন্দরটি অবস্থিত –

(ক) কর্ণাটকে
(খ) কেরলে
(গ) গোয়ায়
(ঘ) মহারাষ্ট্রে

উত্তরঃ (গ) গোয়ায়  

১৭। ভারতের কফির রাজধানী নামে পরিচিত –

(ক) চিকমাগালুর
(খ) কুর্গজেল
(গ) কোদালুর
(ঘ) সিমোগা

উত্তরঃ (ক) চিকমাগালুর  

১৮। ভারতের স্বাধীনতার আগে গড়ে ওঠা লৌহ-ইস্পাত কেন্দ্রটি হল –

(ক) ভিলাই
(খ) দুর্গাপুর
(গ) রৌরকেল্লা
(ঘ) ভদ্রাবতী

উত্তরঃ (ঘ) ভদ্রাবতী  

১৯। হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য –

(ক) পশ্চিমবঙ্গ
(খ) পাঞ্জাব
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) তামিলনাড়ু

উত্তরঃ (খ) পাঞ্জাব

২০। আরোহণ ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো –

(ক) পর্যায়ণ
(খ) পুঞ্জিতক্ষয়
(গ) ক্ষয়ীভাবন
(ঘ) নগ্নীভবন

উত্তরঃ (ক) পর্যায়ণ  

২১। হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপটি হলো –

(ক) করি
(খ) ড্রামলিন
(গ) রসে মতানে
(ঘ) হিমদ্রোনী

উত্তরঃ (খ) ড্রামলিন  

২২। সুন্দরবনের দ্বীপগুলি ধীরে ধীরে ডুবে যাওয়ার মূল কারণ –

(ক) অত্যাধিক বৃষ্টিপাত
(খ) সমুদ্র জলের উন্থান
(গ) ভূমিকম্প
(ঘ) ঘূর্ণিঝড়

উত্তরঃ (খ) সমুদ্র জলের উন্থান  

২৩। ভারত – চীন সীমারেখার নাম –

(ক) র‍্যাডক্লিফ লাইন
(খ) ম্যাকমোহন লাইন
(গ) ডুরান্ডা লাইন
(ঘ) সূচার লাইন

উত্তরঃ (খ) ম্যাকমোহন লাইন  

২৪। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ –

(ক) দোদাবেতা
(খ) অমরকন্টক
(গ) আনাইমুদি
(গ) নীলগিরি

উত্তরঃ (গ) আনাইমুদি  

২৫। বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনা রূপায়িত হয়েছে এমন একটি নদী –

(ক) রূপনারায়ণ
(খ) মহানন্দা
(গ) দামোদর
(ঘ) তিস্তা

উত্তরঃ (গ) দামোদর  

২৬। ভারতের মৃত্তিকা ক্ষয়ের একটি মনুষ্যকৃত কারণ হল –

(ক) আবহবিকার
(খ) জলপ্রবাহ দ্বারা ক্ষয়
(গ) ত্রুটিপূর্ণ বা বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ
(ঘ) বায়ুপ্রবাহ

উত্তরঃ (গ) ত্রুটিপূর্ণ বা বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ  

২৭। সবুজ বিপ্লব সবচেয়ে বেশি কার্যকারী হয়েছে –

(ক) তৈলবীজ উৎপাদনে
(খ) ধান উৎপাদনে
(গ) গম উৎপাদনে
(ঘ) চা উৎপাদনে

উত্তরঃ (গ) গম উৎপাদনে

২৮। সবচেয়ে জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল –

(ক) দিল্লি
(খ) লাক্ষাদ্বীপ
(গ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(ঘ) পুদুচেরি

উত্তরঃ (খ) লাক্ষাদ্বীপ  

২৯। ভারতের বৃহতম বন্দর হলো –

(ক) চেন্নাই বন্দর
(খ) কলকাতা বন্দর
(গ) বিশাখাপত্তনম বন্দর
(ঘ) মুম্বাই বন্দর

উত্তরঃ (ঘ) মুম্বাই বন্দর  

৩০। কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয় –

(ক) আরোহণ
(খ) পাত সংস্থান
(গ) অধঃক্ষেপন
(ঘ) পর্যায়ন

উত্তরঃ (ঘ) পর্যায়ন  

৩১। ক্ষয়ের মাধ্যমে উচুভূমির উচ্চতা হ্রাসের প্রক্রিয়া হলো –

(ক) অবরোহণ
(খ) আরোহণ
(গ) বাষ্পীভবন
(ঘ) ঘনীভবন

উত্তরঃ (ক) অবরোহণ  

৩২। গ্র্যান্ড ক্যানিয়ণ আছে কোন নদীতে –

(ক) আমাজন
(খ) কলোরাডো
(গ) গঙ্গা
(ঘ) কঙ্গো

উত্তরঃ (খ) কলোরাডো  

৩৩। দুটি করির মধ্যবর্তী অংশ কী নামে পরিচিত –

(ক) সার্ক
(খ) পিরামিড চুড়া
(গ) এরিটি
(ঘ) মোনাডনক

উত্তরঃ (গ) এরিটি  

৩৪। ভারতের উচ্চতম শৃঙ্গ –

(ক) মাউন্ট এভারেস্ট
(খ) K₂
(গ) কাঞ্চনজঙ্ঘা
(ঘ) সান্দাকফু

উত্তরঃ (খ) K₂  

৩৫। সাংপো কোন নদীর অপরনাম –

(ক) সিন্ধু
(খ) গঙ্গা
(গ) ব্রহ্মপুত্র
(ঘ) মহানদী

উত্তরঃ (গ) ব্রহ্মপুত্র  

৩৬। তুলার চাষ কোন মৃত্তিকায় সবচেয়ে বেশি হয় –

(ক) কৃষ্ণমৃত্তিকা
(খ) লোহিত মৃত্তিকা
(গ) পডসল মৃত্তিকা
(ঘ) পলিমৃত্তিকা

উত্তরঃ (ক) কৃষ্ণমৃত্তিকা  

৩৭। উদীয়মান শিল্প হলো –

(ক) পেট্রোরসায়ন
(খ) কার্পাস বস্ত্র
(গ) লৌহ-ইস্পাত
(ঘ) মোটর গাড়ি

উত্তরঃ (ক) পেট্রোরসায়ন  

৩৮। কৃষজ ফসল উৎপাদনের বিপ্লব হলো –

(ক) নীল বিপ্লব
(খ) সবুজ বিপ্লব
(গ) শ্বেত বিপ্লব
(ঘ) হলুদ বিপ্লব

উত্তরঃ (খ) সবুজ বিপ্লব  

৩৯। ভারতে সর্বশেষ আদমশুমারী হয় কোন সালে –

(ক) ২০০০
(খ) ২০১০
(গ) ২০১১
(ঘ) ২০২০

উত্তরঃ (গ) ২০১১

৪০। কান্ডালা বন্দর কোন রাজ্যে অবস্থিত –

(ক) গুজরাট
(খ) মহারাষ্ট্র
(গ) গোয়া
(ঘ) উড়িশা

উত্তরঃ (ক) গুজরাট  

৪১। ভারতের বৃহত্তম বিমান বন্দর অবস্থিত –

(ক) কলকাতায়
(খ) মুম্বাইতে
(গ) চেন্নাইতে
(ঘ) দিল্লিতে

উত্তরঃ (ঘ) দিল্লিতে

৪২। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় উচ্চতার নেতিবাচক পরিবররন ঘটে –

(ক) আরোহণ
(খ) অবরোহণ
(গ) পর্যায়ন
(ঘ) সঞ্চয়

উত্তরঃ (খ) অবরোহণ  

৪৩। হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরার মত ভূমিরূপকে বলে –

(ক) এস্কার
(খ) ড্রামলিন
(গ) গ্রাবরেখা
(ঘ) কেম

উত্তরঃ (ক) এস্কার  

৪৪। মেরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়কে বলে –

(ক) ইনসেলবার্জ
(খ) মোনাডনক
(গ) পেডিপ্লেন
(ঘ) গৌর

উত্তরঃ (ক) ইনসেলবার্জ  

৪৫। পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল –

(ক) সম্বর
(খ) পুষ্কর
(গ) কাতারা
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) কাতারা  

৪৬। ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণের অংশ কি নামে পরিচিত –

(ক) উত্তর সরকার উপকূল
(খ) কঙ্কন উপকূল
(গ) করমন্ডল উপকূল
(ঘ) মালাবার উপকূল

উত্তরঃ (ঘ) মালাবার উপকূল  

৪৭। ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ ব্যবস্থা হল –

(ক) কূপ ও নলকূপ
(খ) জলাশয়
(গ) খাল
(ঘ) উপখাল

উত্তরঃ (ক) কূপ ও নলকূপ  

৪৮। ভারতের সবচেয়ে দীর্ঘতম জাতীয় সড়ক অবস্থিত –

(ক) মুম্বাই ও চেন্নাই
(খ) শিলচর ও পোরবন্দর
(গ) দিল্লি ও কলতাকা
(ঘ) শ্রীনগর ও কন্যাকুমারী

উত্তরঃ (ঘ) শ্রীনগর ও কন্যাকুমারী  

৪৯। একটি তন্তুজ ফসল হল –

(ক) কার্পাস
(খ) আখ
(গ) গম
(ঘ) চা

উত্তরঃ (ক) কার্পাস  

৫০। আরাবল্লী পশ্চিমাংশের প্লাবনভূমিকে বলে –

(ক) ভাবর
(খ) ভাঙর
(গ) রোহি
(ঘ) বাগার

উত্তরঃ (গ) রোহি