বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ
১। বর্হিজাত শক্তির মূল উৎস হল –
(ক) সূর্য
(খ) নদী
(গ) বায়ু
(ঘ) হিমবাহ
উত্তরঃ (ক) সূর্য
২। প্রশস্ত নদীর মোহনাকে বলে –
(ক) ব-দ্বীপ
(খ) খাঁড়ি
(গ) প্লাবনভূমি
(ঘ) ক্যানিয়ন
উত্তরঃ (খ) খাঁড়ি
৩। পলল শঙ্কু ও পললব্যজনী গঠিত হয় –
(ক) পর্বতের উচ্চভাগে
(খ) পর্বতের পাদদেশে
(গ) ব-দ্বীপ অঞ্চলে
(ঘ) উপকূল অঞ্চল
উত্তরঃ (খ) পর্বতের পাদদেশে
৪। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখন্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে –
(ক) খাদার
(খ) ভাঙ্গর
(গ) ভাবর
(ঘ) বেট
উত্তরঃ (গ) ভাবর
৫। ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ –
(ক) অষ্টমুদি
(খ) চিল্কা
(গ) কোলেবু
(ঘ) ভেম্বনাদ
উত্তরঃ (ঘ) ভেম্বনাদ
৬। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল –
(ক) ভাকরা-নাঙ্গাল
(খ) দামোদর
(গ) রিহান্দ
(ঘ) হিরাকুঁদ
উত্তরঃ (ক) ভাকরা-নাঙ্গাল
৭। ভারতে ‘পশ্চিমী ঝঞ্ঝা’র প্রাদুর্ভাব দেখা যায় –
(ক) গ্রীষ্মকালে
(খ) বর্ষাকালে
(গ) শীতকালে
(ঘ) শরৎকালে
উত্তরঃ (গ) শীতকালে
৮। ভারতের কৃষ্ণমৃত্তিকা সৃষ্টি হয়েছে –
(ক) গ্রানাইট
(খ) ব্যাসল্ট
(গ) নিস
(ঘ) কাদাপাথর থেকে
উত্তরঃ (খ) ব্যাসল্ট
৯। একটি ম্যানগ্রোভ বৃক্ষের উদাহরণ হল –
(ক) বাবলা
(খ) তুঁত
(গ) মেহগিনি
(ঘ) গরান
উত্তরঃ (ঘ) গরান
১০। বলউইভিল যে গাছের ক্ষতিকারক পোকা –
(ক) ইক্ষু
(খ) চা
(গ) কার্পাস
(ঘ) কফি
উত্তরঃ (গ) কার্পাস
১১। ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণকেন্দ্রটি অবস্থিত –
(ক) জামশেদপুরে
(খ) গুরগাঁও-এ
(গ) পুনেতে
(ঘ) মুম্বাইতে
উত্তরঃ (গ) (খ) গুরগাঁও-এ
১২। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় –
(ক) জলপাইগুড়ি
(খ) শিলিগুড়ি
(গ) কলকাতা
(ঘ) মুম্বাই শহরকে
উত্তরঃ (খ) শিলিগুড়ি
১৩। ভারতের শুল্কমুক্ত বন্দর হল –
(ক) মুম্বাই
(খ) কলকাতা
(গ) কান্দালা
(ঘ) বিশাখাপত্তনম
উত্তরঃ (গ) কান্দালা
১৪। কলকাতা ও মুম্বাই যে সড়কপথটি দ্বারা যুক্ত হয়েছে –
(ক) NH-2
(খ) NH-7
(গ) NH-6
(ঘ) NH-44
উত্তরঃ (গ) NH-6
১৫। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য –
(ক) পশ্চিমবঙ্গ
(খ) বিহার
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) কেরালা
উত্তরঃ (গ) উত্তরপ্রদেশ
১৬। ভারতের প্রধান প্রশাসনিক শহর হল –
(ক) মুম্বাই
(খ) কলকাতা
(গ) দিল্লি
(ঘ) চেন্নাই
উত্তরঃ (গ) দিল্লি
১৭। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় –
(ক) আরোহণ প্রক্রিয়া
(খ) অবরোহণ প্রক্রিয়া
(গ) অবঘর্ষ প্রক্রিয়া
(ঘ) নগ্নীভবন প্রক্রিয়া
উত্তরঃ (ক) আরোহণ প্রক্রিয়া
১৮। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ঠ গভীর ফাটলগুলিকে বলে –
(ক) নুনাটাক্স
(খ) ক্রেভাস
(গ) অ্যারেট
(ঘ) সার্ক
উত্তরঃ (খ) ক্রেভাস
১৯। মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত অনুচ্চ পাহাড়কে বলে –
(ক) ইয়ার্দাঙ
(খ) জুইগেন
(গ) মোনাডনক
(ঘ) ইনসেলবার্জ
উত্তরঃ (ঘ) ইনসেলবার্জ
২০। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে –
(ক) গিরিখাত
(খ) পেডিমেন্ট
(গ) বাজাদা
(ঘ) ওয়াদি
উত্তরঃ (ঘ) ওয়াদি
২১। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধানি ক্ষয় প্রক্রিয়াটি হল –
(ক) অবঘর্ষ ক্ষয়
(খ) ঘর্ষণ ক্ষয়
(গ) জলপ্রবাহ ক্ষয়
(ঘ) দ্রবণ ক্ষয়
উত্তরঃ (ঘ) দ্রবণ ক্ষয়
২২। নিম্নলিখিত কোন্ রাজ্য ভেঙ্গে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে –
(ক) উত্তরপ্রদেশ
(খ) মধ্যপ্রদেশ
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) বিহার
উত্তরঃ (গ) অন্ধ্রপ্রদেশ
২৩। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন্ রাজ্যের উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত?
(ক) কর্ণাটক
(খ) কেরল
(গ) ওড়িশা
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (ঘ) তামিলনাড়ু
২৪। আরাবল্লী পর্বতের পশ্চিমে নদীবিধৌত উর্বর প্লাবনভূমিকে বলে –
(ক) বাজাদা
(খ) রোহি
(গ) হামাদা
(ঘ) ক্যারাভান
উত্তরঃ (খ) রোহি
২৫। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোন্টি আরব সাগরে পতিত হয়নি
(ক) মহানদী
(খ) নর্মদা
(গ) তাপ্তী
(ঘ) সরাবতী
উত্তরঃ (ক) মহানদী
২৬। বহির্জাত প্রক্রিয়ায় মূল উৎস হল –
(ক) নদী
(খ) বায়ু
(গ) হিমবাহ
(ঘ) সূর্য
উত্তরঃ (ঘ) সূর্য
২৭। সমভূমি প্রবাহে নদীর আঁকাবাঁকা পথকে বলে –
(ক) প্লাবনভূমি
(খ) মিয়েন্ডার
(গ) ব-দ্বীপ
(ঘ) পলল ব্যজনী
উত্তরঃ (খ) মিয়েন্ডার
২৮। ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় –
(ক) মহাদেশীয় হিমবাহ
(খ) পার্বত্য হিমবাহ
(গ) পাদদেশীয় হিমবাহ
(ঘ) নদী দ্বার
উত্তরঃ (খ) পার্বত্য হিমবাহ
২৯। রসেমতানের সমুখের মসৃণ প্রতিবাত ঢালকে বলে –
(ক) লি
(খ) ক্র্যাগ
(গ) স্টস
(ঘ) টেল
উত্তরঃ (গ) স্টস
৩০। ব্লো আউট-এর সৃষ্টি হয় –
(ক) নদীর ক্ষয়ে
(খ) বায়ুর ক্ষয়ে
(গ) হিমবাহের ক্ষয়ে
(ঘ) সমুদ্রতরঙ্গের ক্ষয়ে
উত্তরঃ (গ) হিমবাহের ক্ষয়ে
৩১। ভোরঘাট ফাঁকটি অবস্থিত –
(ক) পশ্চিমঘাট পর্বতে
(খ) হিমালয় পর্বতে
(গ) পূর্বঘাট পর্বতে
(ঘ) আরাবল্লী পর্বতে
উত্তরঃ (ক) পশ্চিমঘাট পর্বতে
৩২। শিবালক এর পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখন্ড দ্বারা সঞ্চিত ভূমিকে বলে –
(ক) ভাবর
(খ) ভাঙর
(গ) খাদার
(ঘ) বেট
উত্তরঃ (ক) ভাবর
৩৩। যে নদীর মোহনায় ব-দ্বীপ গড়ে ওঠেনি –
(ক) গঙ্গা
(খ) মহানদী
(গ) গোদাবরী
(ঘ) তাপ্তি
উত্তরঃ (ঘ) তাপ্তি
৩৪। ভারতে পশ্চিমীঝঞ্ঝার প্রভাব দেখা যায় –
(ক) শীত
(খ) শরৎ
(গ) গ্রীষ্ম
(ঘ) বর্ষা ঋতুতে
উত্তরঃ (ক) শীত
৩৫। প্রাচীন পলিমাটিকে বলা হয় –
(ক) ভাঙ্গর
(খ) খাদার
(গ) ভাবর
(ঘ) বেট
উত্তরঃ (ক) ভাঙ্গর
৩৬। ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত –
(ক) যোধপুর
(খ) হায়দ্রাবাদ
(গ) দেরাদুনে
(ঘ) চন্ডীগড়
উত্তরঃ (গ) দেরাদুনে
৩৭। হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতে প্রথম রাজ্যটি হলো –
(ক) তামিলনাড়ু
(খ) অসম
(গ) কর্ণাটক
(ঘ) পশ্চিমবঙ্গ
উত্তরঃ (খ) অসম
৩৮। ‘আধুনিক শিল্পদানব’ বলা হয় যে শিল্পকে –
(ক) পেট্রোরসায়ন
(খ) ইঞ্জিনিয়ারিং
(গ) কার্পাসবয়ন
(ঘ) অটো মোবাইল
উত্তরঃ (ক) পেট্রোরসায়ন
৩৯। ভারতে লিঙ্গ অনুপাত সবথেকে কম যে রাজ্যে –
(ক) কেরল
(খ) পাঞ্জাব
(গ) হরিয়ানা
(ঘ) গোয়া
উত্তরঃ (গ) হরিয়ানা
৪০। ‘গ্রেড’ (Grade) শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
(ক) Powell
(খ) G.K. Gilbert
(গ) Penk
(ঘ) Davis
উত্তরঃ (খ) G.K. Gilbert
৪১। পলল ব্যজনী গড়ে ওঠে –
(ক) পার্বত্য উচ্চভূমিতে
(খ) পর্বত পাদদেশে
(গ) নিম্নগতিতে
(ঘ) বদ্বীপ অঞ্চলে
উত্তরঃ (খ) পর্বত পাদদেশে
৪২। নীচের কোন অঞ্চলে বায়ুর কার্য সর্বাধিক লক্ষ্য করা যায়?
(ক) মরুভূমি অঞ্চলে
(খ) উপকূল অঞ্চলে
(গ) মরুপ্রায় অঞ্চলে
(ঘ) মেরু অঞ্চলে
উত্তরঃ (ক) মরুভূমি অঞ্চলে
৪৩। বালুকাপূর্ণ মরুভূমিকে সাহারায় বলে –
(ক) কুম
(খ) হামাদা
(গ) রেগ
(ঘ) আর্গ
উত্তরঃ (ঘ) আর্গ
৪৪। ভারতের উচ্চতম মালভূমির নাম কী? –
(ক) সিয়াচেন
(খ) কোডারমা
(গ) লাডাক
(ঘ) হাজারীবাগ
উত্তরঃ (গ) লাডাক
৪৫। ভারতের দীর্ঘতম নদীর নাম কী?
(ক) গঙ্গা
(খ) গোদাবরী
(গ) ব্রহ্মপুত্র
(ঘ) যমুনা
উত্তরঃ (ক) গঙ্গা
৪৬। ভারতের বৃহত্তম মিস্টি জলের হ্রদের নাম কী?
(ক) পুলিকট হ্রদ
(খ) উলার হ্রদ
(গ) সম্বর হ্রদ
(ঘ) ডাল হ্রদ
উত্তরঃ (খ) উলার হ্রদ
৪৭। ভারতের সবুজ বিপ্লবের জনক কে?
(ক) ডঃ এম এস স্বামীনাথন
(খ) মেধা পাটেকর
(গ) সুন্দরলাল বহুগুণা
(ঘ) অর্মত্য সেন
উত্তরঃ (ক) ডঃ এম এস স্বামীনাথন
৪৮। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত?
(ক) ম্যানিলাতে
(খ) পুনে
(গ) বর্ধমান
(ঘ) হুগলির চুঁচুড়াতে
উত্তরঃ (ঘ) হুগলির চুঁচুড়াতে
৪৯। ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রটি কথায় অবস্থিত?
(ক) ভোপালে
(খ) ভিলাইয়ে
(গ) দুর্গাপুরে
(ঘ) বোকারোতে
উত্তরঃ (খ) ভিলাইয়ে
৫০। তথ্যপ্রযুক্তির রাজধানী বা সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়?
(ক) মুম্বাইকে
(খ) বেঙ্গালুরুকে
(গ) কলকাতাকে
(ঘ) চেন্নাইকে
উত্তরঃ (খ) বেঙ্গালুরুকে