আমি হবো সকালবেলার পাখি
সবার আগে কুসুম-বাগে উঠবো আমি ডাকি!
সৃষ্যিমামা জাগার আগে উঠবো আমি জেগে
হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে।
বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো!
হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো?
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে
তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে
ঊষা দিদি ওঠার আগে উঠবো পাহাড়চূড়ে
দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে
ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়
বলবো আমি ভোর হলে যে সাগর ছুটে আয়।
ঝর্না মাসি বলবে হাসি খুকি এলি নাকি?
বলবো আমি, নইকো খুকি, ঘুম-জাগানো পাখি।
ঘুম-জাগানো পাখি (কবিতা)- কাজী নজরুল ইসলাম
Related Posts
স্বপ্ন কবে সত্যি হবে(কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার
তোমরা যদিফুলের মতো ফুটতে পারোনদীর মতো ছুটতে পারোচাঁদের মতো উঠতে পারোবাতাস হয়ে লুটতে পারোদল বেঁধে সব জুটতে পারোতবেএই পৃথিবী সত্যি মধুরহবে! তোমরা যদিপাখির মতো উড়তে পারোমেঘের মতো ঘুরতে পারোআনন্দে গান…
জলছবি (কবিতা)- ভবানীপ্রসাদ মজুমদার
ওই যে হোথায় নদীর বুকে ভাসছে গাঁদাফুলওইখানেতেই ছিল আমাদের প্রাইমারি ইসকুল।আর ওই যে বাঁদিক-পানে ভাসছে ছেঁড়া-শাড়িওইখানটায় বলি শোনো হায়,ছিল আমাদের বাড়ি। বাড়ির পাশেই সবজি-বাগান, বিশাল খেলার মাঠডানদিকে ঠায় এগিয়ে গেলেই…