অলোপ সমাস কাকে বলে?

সমাসবদ্ধ পদ গঠনের পরও যে সমস্ত সমাসে, পূর্বপদের বিভক্তিচিহ্নের কোনো লোপ ঘটে না, তাকে অলোপ বা অলুক সমাস বলে।

যেমন– হাটে বাজারে, দেশে বিদেশে

  • অলোপ সমাসের অপর নাম অলুক সমাস।
  • ‘লুক’ কথাটির অর্থ হল ‘লোপ’।

অলোপ বা অলুক সমাস কত প্রকার ও কি কি?

অলোপ বা অলুক সমাস ৮ প্রকার। নীচের উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হল।

১. অলোপ দ্বন্দ্ব সমাস

  • ঘরে ও বাইরে- ঘরেবাইরে
  • দেশে ও বিদেশে- দেশেবিদেশে

২. অলোপ করণ তৎপুরুষ সমাস

  • তেলে ভাজা- তেলেভাজা
  • হাতে সেলাই – হাতেসেলাই
  • মেঘে ঢাকা- মেঘেঢাকা

৩. অলোপ নিমিত্ত তৎপুরুষ সমাস

  • খাবার জন্য জল- খাবারজল
  • খেলার জন্য মাঠ- খেলারমাঠ
  • চায়ের নিমিত্ত পেয়ালা – চায়ের পেয়ালা
  • বলির জন্য পাঁঠা- বলির পাঁঠা

৪. অলোপ অপাদান তৎপুরুষ সমাস

  • দোকান থেকে কেনা – দোকান-থেকে-কেনা
  • মেলা থেকে কেনা – মেলা-থেকে-কেনা
  • ঘানির তেল – ঘানির তেল
  • মিলের চাল – মিলের চাল

৫. অলোপ সম্বন্ধ তৎপুরুষ সমাস

  • ঘোড়ার গাড়ি – ঘোড়ার গাড়ি
  • সোনার তরী – সোনার তরী
  • পাড়ার ছেলে – পাড়ার ছেলে
  • মামার বাড়ি – মামার বাড়ি

৬. অলোপ অধিকরণ তৎপুরুষ সমাস

  • যুধি স্থির – যুধিষ্ঠির
  • ছাঁচে ঢালা – ছাঁচে-ঢালা
  • অরণ্যে রোদন – অরণ্যেরোদন
  • গোড়ায় গলদ – গোড়ায়গলদ

৭. অলোপ উপপদ তৎপুরুষ সমাস

  • গায়ে পড়ে যে – গায়েপড়া
  • খাঁচায় পড়েছে যে – খাঁচায়পড়া
  • খে(আকাশ) চরে যে – খেচর
  • অন্তে(গুরুর নিকট) বাস করে যে – অন্তেবাসী

৮. অলোপ বহুব্রীহি সমাস

  • গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে – গায়েহলুদ
  • ছড়ি হাতে যার – ছড়িহাতে
  • মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে – মুখেভাত
  • কলসি কাঁখে যার – কলসি কাঁখে (বউ)