ডাক

  1. অশ্বের ডাক- হ্রেষা
  2. ময়ূরের ডাক -কেকা
  3. বাঘের ডাক- গর্জন
  4. পেঁচা বা উলূকের ডাক -ঘূৎকার
  5. পাখির ডাক -কূজন / কাকলি
  6. কোকিলের ডাক কুহু
  7. কুকুরের ডাক বুক্কন
  8. মোরগের ডাক শকুনিবাদ
  9. হাতির ডাক বৃংহিত / বৃংহণ
  10. সিংহের নাদ / ডাক হুংকার
  11. রাজহাঁসের কর্কশ ডাক ক্রেঙ্কার
  12. রাজহাঁসের কর্কশ ডাক ক্রেঙ্কার

ধ্বনি /শব্দ

  1. অলংকারের ধ্বনি -শিঞ্জন
  2. গম্ভীর ধ্বনি -মন্দ্র
  3. অব্যক্ত মধুর ধ্বনি -কলতান
  4. আনন্দজনক ধ্বনি -নন্দিঘোষ
  5. ঝনঝন শব্দ -ঝঙ্কার
  6. শুকনো পাতার শব্দ – মর্মর
  7. ভ্রমরের শব্দ – গুঞ্জন
  8. সমুদ্রের ঢেউয়ের শব্দ – কল্লোল
  9. বাদ্যযন্ত্রের ধ্বনি – ঝংকার
  10. ধনুকের ধ্বনি – টংকার
  11. বীরের গর্জন – হুংকার
  12. সেতারের ঝংকার – কিঙ্কিনি
  13. আনন্দের আতিশয্যে সৃষ্ট কোলাহল – হর্ রা
  14. বিহঙ্গের ধ্বনি – কাকলি

ইচ্ছা

  1. হনন / হত্যা করার ইচ্ছা – জিঘাংসা
  2. জানবার ইচ্ছা – জিজ্ঞাসা
  3. অনুকরণ করার ইচ্ছা – অনুচিকীর্ষা
  4. মুক্তি পাওয়ার ইচ্ছা – মুক্তিকামী
  5. প্রতিকার করার ইচ্ছা – প্রতিচিকীর্ষা
  6. প্রবেশ করার ইচ্ছা – বিবিক্ষা
  7. সেবা করার ইচ্ছা – শুশ্রূষা
  8. রমণ বা সঙ্গমের ইচ্ছা – রিরংসা
  9. পান করার ইচ্ছা – পিপাসা
  10. লাভ করার ইচ্ছা – লিপ্সা
  11. ক্ষমা করার ইচ্ছা – চিক্ষমিষা
  12. অনুসন্ধান করার ইচ্ছা – অনুসন্ধিৎসা
  13. মুক্তি পেতে ইচ্ছা – মুমুক্ষা
  14. উপকার করার ইচ্ছা – উপচিকীর্ষা
  15. বিজয় লাভের ইচ্ছা – বিজিগীষা
  16. জয় করার ইচ্ছা – জিগীষা
  17. বমন করিবার ইচ্ছা – বিবমিষা
  18. খাইবার ইচ্ছা – ক্ষুধা
  19. যেরূপ ইচ্ছা – যদৃচ্ছা
  20. বেঁচে থাকার ইচ্ছা – জিজীবিষা
  21. ত্রাণ লাভ করার ইচ্ছা – তিতীর্ষা
  22. মুক্তি লাভে/পেতে ইচ্ছুক – মুমুক্ষু
  23. অপকার করার ইচ্ছা – অপচিকীর্ষা
  24. ভোজন করার ইচ্ছা – বুভুক্ষা
  25. করার ইচ্ছা – চিকীর্ষা
  26. বাস করার ইচ্ছা – বিবৎসা
  27. দান করার ইচ্ছা – দিৎসা
  28. গমন করার ইচ্ছা – জিগমিষা
  29. নিন্দা করার ইচ্ছা – জুগুপ্সা
  30. পাওয়ার ইচ্ছা – ঈপ্সা
  31. সৃষ্টি করার ইচ্ছা – সিসৃক্ষা
  32. নির্মাণ করার ইচ্ছা – নির্মিসা
  33. প্রতিবিধান করার ইচ্ছা – প্রতিবিধিৎসা
  34. যে রূপ করার ইচ্ছা – যদৃচ্ছা
  35. উদক / জল পানের ইচ্ছা – উদন্যা
  36. হিত করার ইচ্ছা – হিতৈষা
  37. দেখবার ইচ্ছা – দিদৃক্ষা
  38. প্রিয় কাজ করার ইচ্ছা – প্রিয়চিকীর্ষা
  39. হরণ করার ইচ্ছা – জিহীর্ষা

পুরুষ

  1. যে দার (স্ত্রী) পরিগ্রহ করেনি – অকৃতদার
  2. যে পুরুষ বিয়ে করেছে -কৃতদার
  3. পুরুষের যে পুরুষ পত্নীসহ বর্তমান -সপত্নীক
  4. পুরুষের উদ্দাম নৃত্য – তাণ্ডব
  5. যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে – প্রোষিতপত্নীক / প্রোষিতভার্য
  6. যে পুরুষ প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় দার (স্ত্রী) পরিগ্রহ করেছে – অধিবেত্তা / অধিবেদন
  7. যে পুরুষ স্ত্রীর বশীভূত – স্ত্রৈণ
  8. যে পুত্রের মাতা কুমারী – কানীন
  9. পুরুষের কটিবন্ধ – সরাসন
  10. যে পুরুষ বিয়ে করেনি – অকৃতদার
  11. যে দার (স্ত্রী) পরিগ্রহ করেছে – কৃতদার
  12. যে পুরুষের চেহারা দেখতে সুন্দর – সুদর্শন
  13. পুরুষের কর্ণভূষণ – বীরবৌলি
  14. যে পুরুষের দাড়ি গোঁফ গজায়নি – অজাতশ্মশ্রু

নারী

  1. যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা
  2. যে নারী সুন্দরী – রমা
  3. যে নারীর পতি নেই, পুত্রও নেই – অবীরা
  4. প্রিয় বাক্য বলে যে – প্রিয়ভার্থী
  5. যে নারীর স্বামী ও পুত্র মৃত – অধীরা
  6. যে নারীর পঞ্চ স্বামী – পঞ্চভর্তৃকা
  7. যে নারী কলহপ্রিয় – খাপ্তানী
  8. যে নারীর হাসি সুন্দর – সুস্মিতা
  9. যে নারী বীর সন্তান প্রসব করে – বীরপ্রসূ
  10. যে নারী আনন্দ দান করে – বিনোদিনী
  11. যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা – মহাশ্বেতা
  12. যে নারী বীর – বীরাঙ্গনা
  13. যে নারীর বিয়ে হয়নি – কুমারী
  14. যে নারী বার (সমূহ) – গামিনী বারাঙ্গনা
  15. যে নারীর দুটি মাত্র পুত্র – দ্বিপুত্রিকা
  16. যে নারী নিজে বর বরণ করে নেয় – স্বয়ংবরা
  17. যে মেয়ের বয়স দশ বৎসর – কন্যকা
  18. যে নারীর হাসি কুটিলতাবর্জিত – শুচিস্মিতা
  19. যে নারীর বিয়ে হয় না – অনূঢ়া
  20. যে নারীর বিয়ে হয়েছে – উড়া
  21. যে নারীর সন্তান বাঁচে না – মৃতবৎসা
  22. যে নারীর অসূয়া / হিংসা নাই – অনসূয়া
  23. যে নারীর সতীন / শত্রু নেই – নিঃসপ্ত
  24. যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে – নবোঢ়া
  25. যে নারীর কোনো সন্তান হয় না – বন্ধ্যা
  26. যে নারীর সহবাসে মৃত্যু হয় – বিষকন্যকা
  27. যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না – অঙ্গনা
  28. যে নারী শিশুসন্তানসহ বিধবা – বালপুত্রিকা
  29. যে নারী (বা গাভী) দুগ্ধবতী – পয়স্বিনী
  30. যে নারীর চিত্রে অর্পিতা বা নিবন্ধা – চিত্রার্পিতা
  31. যে নারী সাগরে বিচরণ করে – সাগরিকা
  32. নারীর লীলাময়ী নৃত্য – লাস্য
  33. যে নারীর নখ শূপের (কুলা) মত – শূর্পণখা
  34. নারীর কটিভূষণ – রশনা
  35. নারীর কোমরবেষ্টনিভূষণ – মেখলা
  36. যে নারীর স্বামী ও পুত্র জীবিত – বীরা / পুরন্ধ্রী
  37. যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা – পরভূতা / পরভৃতিকা
  38. উত্তম বস্ত্রালঙ্কারে সুসজ্জিত নটীগণের নৃত্য – যৌবত
  39. যে নারী অঘটন ঘটাতে পারদর্শী – অঘটনঘটনপটিয়সী
  40. যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে – কাকবন্ধ্যা
  41. যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয় না – অনন্যা
  42. যে নারী পূর্বে অন্যের স্ত্রী / বাগদত্তা ছিল – অন্যপূর্বা
  43. যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে – অধিবিন্না
  44. যে নারীর স্বামী বিদেশে থাকে – প্রোষিতভর্তৃকা
  45. যে নারী কখনো সূর্যকে দেখেনি – অসূর্যম্পশ্যা
  46. অবিবাহিতা জ্যেষ্ঠা থাকার পরও যে কনিষ্ঠার বিয়ে হয় – অগ্রোদিধিষু
  47. যে নারী (বিবাহিত / অবিবাহিত) চিরকাল পিতৃগৃহবাসিনী – চিরন্টী