পিন্দারে পলাশের বন
পালাবো পালাবো মন
ওরে পিন্দারে পলাশের বন
পালাবো পালাবো মন
ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে
হেই…ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে
হে কাটে রে.
বতরে পিরিতের ফুল ফুটে.
আরে বতরে পিরিতির ফুল ফুটে
পিন্দারে পলাশের বন
পালাবো পালাবো মন
ওরে পিন্দারে পলাশের বন
পালাবো পালাবো মন
ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে
হেই…ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে
হে কাটে রে.
বতরে পিরিতের ফুল ফুটে.
আরে বতরে পিরিতির ফুল ফুটে
আমার বধু রাতকানা
বাড়ির পথে আনাগোনা
ও…হোই আমার বধু রাতকানা
বাড়ির পথে আনাগোনা
দিন সরাই উঠে ধান কুটে
হেই… দিন সরাই উঠে ধান কুটে
হে কুটে রে
বতরে পিরিতির ফুল ফুটে
আরে বতরে পিরিতির ফুল ফুটে
আলতা সিন্দুরে রাঙা
বিহা ছেড়ে করবো সাঙা
ওরে আলতা সিন্দুরে রাঙা
বিহা ছেড়ে করবো সাঙা
দেখি বউ টা খাটে কিনা খাটে
হেই..দেখি বউ টা খাটে কিনা খাটে
হে খাটে রে
বতরে পিরিতির ফুল ফুটে
আরে বতরে পিরিতির ফুল ফুটে
সুউনিলের বচে চুরা দেখিসনাবো ভৈরব খুড়া
ও…হো
সুউনিলের বচে চুরা দেখিসনাবো ভৈরব খুড়া
দিসনা বাদুলা পরের ভাতে
হেই…দিসনা বাদুলা পরের ভাতে
হে ভাতে রে বতরে পিরিতির ফুল ফুটে
আরে বতরে পিরিতির ফুল ফুটে
পিন্দারে পলাশের বন
পালাবো পালাবো মন
পিন্দারে পলাশের বন
পালাবো পালাবো মন
ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে
হেই…ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে
হে কাটে রে.
বতরে পিরিতের ফুল ফুটে.
আরে বতরে পিরিতির ফুল ফুটে
আরে বতরে পিরিতির ফুল ফুটে
আরে বতরে পিরিতির ফুল ফুটে
আরে বতরে পিরিতির ফুল ফুটে
আরে বতরে পিরিতির ফুল ফুটে
আরে বতরে পিরিতির ফুল ফুটে