ছেলেবেলা থেকে তোমরা কেমন পেয়েছ টিভি,
আমাদের ছিল দূরের আকাশ দেখার টিভি।
ছেলেবেলা থেকে পেয়েছ রেকর্ড, রেডিও রিলে
আমাদের ছিল আমলকি পাড়া অনেক ঢিলে।
তোমরা পড়ছ কমিক্‌স এবং কত ম্যাগাজিন,
আমাদের ছিল রূপকথা ভরা রাত্রি ও দিন।
সুইচ্ টিপেই পাচ্ছ তোমরা চাঁদের আলো,
আমাদের রাতগুলো ছিল ভূতুড়ে কালো।
অদ্ভুত সব ভূতের সব গন্ধ পেতাম নাকে,
শ্যাওড়া গাছেই সবচেয়ে বেশি ভূতেরা থাকে।
ছেলেবেলা থেকে তোমরা শিখেছ কত ইংরেজি।
আমার শিখেছি কি বলে শালিক, বেড়াল, বেঁজি,
জন্ম থেকেই তোমরা এখন কত আধুনিক,
আমরা কি ছাই জানতুম কাকে বলে স্পুটনিক!